spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদসাম্প্রতিক'আল মাহমুদ পদক' পেলেন কবি সাজ্জাদ বিপ্লব

‘আল মাহমুদ পদক’ পেলেন কবি সাজ্জাদ বিপ্লব

কবি আল মাহমুদ চর্চায় বিশেষ অবদান রাখায় ‘ আল মাহমুদ ‘ পদক পেলেন নব্বই দশকের অন্যতম কবি, সম্পাদক, সাজ্জাদ বিপ্লব।
কবি আল মাহমুদ সংখ্যা সম্পাদনার জন্য তাকে এই পদক প্রদান করা হয়।

গত ২৮-০৯-২০২৪ শনিবার রাজধানীর
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে
নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।

এই দিন কবি আল মাহমুদ পদক প্রদান ও নিবেদিত কবিতা পাঠ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নাবিকের সভাপতি কবি তাসনীম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি সরদার আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন– কবি, গবেষক ও সাংবাদিক ড. মাহবুব হাসান।

প্রধান অতিথি বলেন,
আল মাহমুদ আমাদের কালের শ্রেষ্ঠ কবি। তাকে নিয়ে যত বেশি কাজ হবে তত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য প্রস্ফুটিত হবে। গ্রাম বাংলার চিত্র নগরবাসীর কাছে সম্মৃদ্ধ হবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি, সম্পাদক জাকির আবু জাফর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন– কবি মুজতাহিদ ফারুকী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কবি আফসার নিজাম।
এই দিন সাজ্জাদ বিপ্লব ছাড়াও পদক প্রাপ্ত হন আরও দুইজন
তারা হলেন কবি সায়ীদ আবুবকর ও মুহাম্মদ নিযামুদ্দীন।

কবি সাজ্জাদ বিপ্লব আমেরিকা প্রবাসী। তার পদকটি গ্রহণ করেন কবি তাজ ইসলাম।

আরো বক্তব্য রাখেন– কবি সালেহ মাহমুদ, প্রবন্ধকার ও সম্পাদক সীমান্ত আকরাম, আবদুর রহমান মল্লিক।

আল মাহমুদ নিবেদিত কবিতা পাঠ করেন, কবি রবিউল মাশরাফি, এস এম শাহনুর, মো: নুরুল হক, আবুল খায়ের নাঈমুদ্দিন, ডা: কবির ভূঁইয়া, তাজ ইসলাম, ওয়াজকুরুনী সিদ্দিকী, মিলি হক, মরিয়াম রহমান, রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন– মুর্শিদ উল আলম, আলতাফ হোসাইন রানা, শাহজাহান মোহাম্মদ, সুমন রায়হান, আল আমীন, ওয়াহিদ আল হাসান, সাইফ সাদী, রাসেল রবি, জাফর সাদিক, মুজিবুর রহমান বকুল, শফিউল্লাহ আজাদ, ওমর ফারুক, জাহীদ আবেদীন, সাঈদ উসমান, আবুল হাসান জারজিস, শামস আলম প্রমুখ।

…………

প্রতিবেদক : তাজ ইসলাম

আরও পড়তে পারেন

6 COMMENTS

  1. আলহামদুলিল্লাহ্। কবি আল মাহমুদকে নিয়ে এমন যত্নশীল ও গবেষণালব্ধ কাজ স্বল্পদৈর্ঘের পর আর কোথাও চোখে পড়েনি। কবি ও সম্পাদক সাজ্জাদ বিপ্লব ভাইকে অভিনন্দন। 💚

  2. আলহামদুলিল্লাহ।
    আল মাহমুদ বাংলা ভাষা ও সাহিত্যের সর্বকালের গৌরব।
    তাঁকে চর্চা মানেই ভাষা ও সাহিত্যের সম্মান বৃদ্ধি করা।

  3. অভিনন্দন, যুগশ্রেষ্ঠ কবির নামাঙ্কিত পদক প্রাপ্তিতে। শুভেচ্ছা জানাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ