spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : জিয়া হক

গুচ্ছ কবিতা : জিয়া হক

পাখি একা হয়ে গেলে
…………..

তোমারে ফেসবুকে নক করি
তুমি ম্যাসেজ সিন করো না
তোমার সব চলে
দূর বিদেশে তোমার আড্ডা চলে হরদম
কেবল দেখো না অভাগার আকুতি
আমি যেন ফেলে আসা স্কুলের দিন
মনে করতেই চাও না।

তোমার সাথে জামালের কথা হয়
জামাল বলে— “গতকালও কথা হলো
ওর সময় কাটে না
একাকী থাকে বিষণ্ন চাঁদের মতো
কী বলিস, তোর সাথে কথা হয় না?
আমাকে তো রীতিমতো বিরক্ত করে
দিন নাই, রাত নাই সারা সময় টেক্সট।

তোর উচিৎ ওকে ভুলে যাওয়া
মানুষ তো তার মৃত সন্তানকেও ভুলে যায় অবলীলায়
তুই ভুলে যা তোর ফেলে আসা কষ্ট
এমন কী? দিন তো চলছেই
পাখি একা হয়ে গেলে আর ডাকে না
থাকে চুপচাপ বড় নিরালায়।

………..
হয় না ফেরা
………..

বাড়ির থেকে ঢাকায় আসি কেঁদে
মা সাথে দেন সেমাই পোলাও রেঁধে
মাসের টাকা আব্বা হাতে দেন
ভালো থেকো ভাই, দাদী বলছেন।

ছোট্ট আপা শেষ সীমানায় এসে—
বিদায় বলেন মুচকি হেসে হেসে
মেঝো আপা চোখ মোছে আর কয়—
পড়তে গেলে কষ্ট এটুক হয়।

সারাটি পথ কত্ত কিছু ভাবি
ক’দিন পরেই খুলবে কপাল-চাবি
বাবা-মায়ের স্বপ্ন অনেক বড়
আর ক’টা দিন কষ্ট করে পড়।

লেখাপড়া শেষ, হয়ে যায় জবও
ভাবনা থাকে মানুষ বড় হবো
হয় না ফেরা বাবা-মায়ের কাছে
বাড়ি ছেড়ে নাম-ঠিকানা আছে?

………..
সম্পর্ক
………..

আমাদের আর দেখা হবে না
চলন্ত বাসে বসে জারুল ফুল ফেলে আসার মতো—
অবস্থা আমাদের
স্মৃতিকাতর হতে পারবো
দুঃখিত হতে পারবো
কোনো দিন এক হতে পারবো না
আকাশ-পাতালের মতো সম্পর্ক আমাদের।

………….
পাহাড় কেন কাঁদে
…………..

পাহাড় কেন কাঁদে
সুযোগ বুঝে রক্ত ঝরায়
সুশীল ফ্যাসিবাদে!

পাহাড় কেন কাঁদে
ঘর পুড়ে যায় সর পুড়ে যায়
কে সেই ঘরে রাঁধে?

পাহাড় কেন কাঁদে
শুদ্ধ বাতাস রুদ্ধ করে
কার হুকুম আহ্লাদে।

পাহাড় কেন কাঁদে
মানবতা ডুকরে ওঠে
ভয়ংকর এক ফাঁদে।

……………
মব জাস্টিস কেন?
…………….

আগে তুমি চান্স পাও তারপর কথা
প্রাচ্যের ‘অক্সফোডে’ বাণী যথাতথা
ডাকাতের গ্রাম বলে গিয়েছেন কবি
এইখানে ডুবলো কি আলোকের রবি!

মানবতাহীন পশুদের খুব ভিড়
মানুষের খোঁজ নেই, সকলেই পীর
সকলেই জ্ঞান দেয়, সকলেই হিরো
আসোলে হারামজাদা, মানবতা জিরো।

ভার্সিটি শুনলেই কেঁপে ওঠে দিল
ঢাবি রাবি হাবিজাবি কীট কিলবিল
বুয়েট, চুয়েট আর কুয়েটের দিন
বিশ্বসভায় কোথা? বুক চিনচিন।

ইতিহাস বেচে আর কতকাল খাবো
শহীদের তালিকায়ও তলানিতে পাবো?
দিন বদলের দিন ওই আসে ওই
মব জাস্টিস কেন? দুঃখ অথৈ।

…………..
অচেনা বাবা
…………..

হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বাবা
মুমূর্ষু— প্রাণ যায় যায়
কোনো সেন্স নেই
মৃত্যুপ্রায় এক নির্জীব দেহ

পূবের জানালা দিয়ে বাতাস আসে
১১ তলা থেকে নীচের সব চেনা চেনা লাগে
বাস, রিকশা, মোটরসাইকেল
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন
সবই ওপর থেকে দেখে চিনে ফেলি
কেবল বাবাই আমার অচেনা

আমার বাবা তো গোলাপের মতো সজীব ছিলেন
দোয়েল পাখির মতো চঞ্চল ছিলেন
ছিলেন চালতা ফুলের রঙের মতো
ফকফকে সাদা হৃদয়ের।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা