spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : নয়ন আহমেদ

গুচ্ছ কবিতা : নয়ন আহমেদ

অভিজ্ঞান
…….

দৌড়লব্ধ অভিযোজন শেষে
যে পরমার্থ বোধ জন্ম হলো , তার —
জন্মরেণু ছড়িয়ে দিলাম লোকালয়ে ।

ছড়িয়ে দিলাম অস্থি ও মজ্জায় ;

মগ্নতার কোষে কোষে।

ফলহেতু, এমন অধীত মহাকালে —
বোধিবৃক্ষ মৌণকথা বলে :

সুখী হও ।

প্রশান্ত হও ।

হে মুমূর্ষু নদী, পুনরুত্থিত হও।
হে জগৎ, কুঁড়িদৃশ্যে জাগো।

ফোটো পুষ্পদৃশ্যে সভ্যতা হে!
ফুটে ওঠো ।
আলসেমি করো না।

ফোটো হে মানব-ফুল।

অন্তর্ভেদী চোখছুঁয়ে ফোটো।

চোখের রূপকল্পে জাগুক যাপনের ঢেউ।

শিশুর চিৎকারের মতো নেমে আসবেন মহামান্য রোদ।

১ এপ্রিল ২০২৪

ফেরা
……

ফিরে আসছে চর্চিত ঘুম ;
যেমন আসে রাত সবুজ বাতাসে ভর করে —
যেমন আসে মস্তিষ্কের ভেতর ঈপ্সিত প্রণয় ।
মধ্যবিত্তের উচ্ছ্বাস।
ফিরে আসে যাবতীয় পাখি পাখি দেশ ;
সুচরিতাসু সূর্যোদয়।
হাতের মুঠোয় উঠে আসে ধান ধান ধন্যবাদ ;
বিগলিত বাস্তু ধারণা।

ফিরে আসে নদী ;
আবহমান চিরুনির মতো চিরদিন।
ফিরে আসে চরের ঘাসলতা ;
যেরকম আসে প্রেমিকার দৃষ্টিগ্রাহ্য ছায়া ।
মনের ভেতর
রোদের ভেতর
শয্যার ভেতর ।
ফিরে আসে করতলে ধরে রাখা মহাকাল।

ঘৃণাও ফিরে আসে ।
বিপরীতে অপরিহার্য যুদ্ধ ফিরে আসে ।

শাশ্বত সত্য এই–
ভালোবাসা ফিরে আসে বারবার
সূর্যের মতো।

১৫ এপ্রিল ২০২৪

ধানের কলেমা
………

ধানের কলেমা পড়ি–
এই বাক্যে শ্রমণ নিয়েছি।
শান্তি শান্তি বলো তুমি;
বলো প্রেম তারে। বলো তারে অস্তিত্বের গুঞ্জরন।
মর্মরিত ঢেউ।

বিস্তার করবে ডানা —

যেমন জিবরিল ছড়িয়ে দেয় মহীয়ান পাখা—
আর পৃথিবীতে নেমে আসে ছায়ার আড়ত;
আজানুলম্বিত মুগ্ধপ্রায় পানের বরজের মতো ভোর।
হিংসা, রক্তপাত মুছে দেখা দেয়
মানবিক সব উত্তাপ
কোনো এক আগামী দিনের।
পরিচয় হোক তাই বয়ে যাওয়া বাতাসের সাথে;
ধানের নিবিড় গন্ধছোঁয়া
এই আদিগন্ত উল্লাসের সাথে।
তোমার মুখের আদলে গড়া
চুম্বনের দাগসহ স্থিরতা থেকে
অন্য এক আনন্দের দিকে।
পড়ো তবে ঐশ্বর্যের মতো এই ধানের আয়াত;
বিনীত হতে হতে পড়ো।
সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে তুমি পড়ো।

কেউ কেউ জিঘাংসার পক্ষে অস্ত্র তাক করবে এবং
মরে যাবে সহজ সুন্দর;
অসুখ অসুখ বলে হাহাকার করবে কেবলই!
তুমি তাকে কলমা শেখাও।
বলো, এ অসুখ সেরে যাবে।
যদি ভালোবাসা চাও;
যদি দেখতে চাও অনন্ত সুন্দর–
পড়ো। পড়তে থাকো হৃদয় প্রসারিত করে উৎসবের মতো।

বারবার আবৃত্তি করো ধানের কলেমা।
হয়তো আবার ছায়া হবে;
প্রাণময় ধান হবে
মানুষের পৃথিবীতে।

পড়ো একবার এই ধানের কলেমা।
বলো প্রেম তারে।
প্রেম বলো। প্রেম!

১৭ এপ্রিল ২০২৪

তুমি
……

অনুমান করি, কিছুটা হাহাকার মিশেছিলো চোখের তারায়;
ঠোঁটের নিকট দূরত্বে
আর ভূগোল জুড়ে ব্যাপ্ত
পাটাতনে ;
সেহেতু, দেখা যাচ্ছে গ্রীবায়–
পুঁজ ও রক্তের যৌথ দাগ।
এইভাবে, বেঁচে আছো
কতো ফিলিস্তিন হয়ে !

তোমার ভেতরে আছে ন্যূনতম পঞ্চাশ বর্ণ মালা;
দেড়লক্ষ শব্দের বিপুল সমাহার —
দুঃখশাস্ত্রের অনন্য এক অভিধান।

আহ্, আর্তনাদভরা রোদনতত্ত্ব আমার!

বিষাদে বিষাদে ফুটলো না আকাঙ্ক্ষা-ফুল!

তবু পাঁচটি ফুলের নাম: গোলাপ, জবা, টগর, বেলী, তুমি।

২১ এপ্রিল,২০২৪

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা