spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : রহমান হেনরী

গুচ্ছ কবিতা : রহমান হেনরী

পরিহাস

পেনসেলভানিয়ার গেটিসবুর্গে, একটা মনোরম বিকেলজুড়ে, আমাদের, বসে থাকবার কথা ছিলো: জাতীয় সেনা পার্কে; ‘দ্য ফার্স্ট সেটেলার’ শিরোনামের একটা কবিতায়, তুমি, আমাকে, জেমস গেটিস এর গল্প শোনাতে চেয়েছিলে— যার নামে, ওই শহর;

অনেক বছর ধরে, পারস্যপঞ্জিকা পাঠ করছিলাম আমরা; কথা ছিলো: নওরুজে, বসন্তের প্রথম দিন, তেহরানের রাস্তায়, হাতে হাত রেখে, আমরা, দু’জন, হেঁটে বেড়াবো— উদ্দেশ্যহীন— তারপর, আজাদি টাওয়ারে, জলের ফোয়ারার পাশে, বসে থাকবো— এক ঘন্টা;

সিয়াটল থেকে আরও দক্ষিণে, সেইন্ট হেলেনস পর্বতের দৃশ্যমালায়, পুরো একটা দিন, আমাদের কাটানোর কথা ছিলো— আগ্নেয়গিরি আর লাভাস্রোতের খুটিনাটি নিয়ে, অলোচনা করতে করতে;

তখনও, জানা ছিলো না— গণতন্ত্রের নামে, কোথাও, শুরু হবে— গুপ্তহত্যা… মানবতার নামে, গণনিধনযজ্ঞ— কী প্রকার মাত্রাসমীকরণ নিয়ে, উসকে উঠবে! কোনও কোনও, সুচতুর, অসুরের হাতে, অপহৃত হবে— মানুষের স্বপ্নাবলি;

অথচ
তাদেরই বিগ্রহ সাজিয়ে, গোটা এক ভূ-সমগ্রকে, ব্রহ্মোত্তর বানাবো— আমরা!

আবার আসবো

আমরা আবার আসবো: শুকনো পুকুরে জল, ন্যাড়াগাছে নবকিশলয়; মাঠে মাঠে, শস্যগন্ধ্যা হাওয়া। আসবো: মাটির গহন থেকে; অগোচরে হারানো মানুষ।

অপকৌশলের দিনে, মহারাজ সেজে বসা— পচা-গলা-সাম্যবাদীর সামনে, আমরা আবার আসবো: রয়েল বেঙ্গল। সামুদ্রিক দমকা-স্রোতের ত্রাস, দুর্বল হতে না হতেই, তৎপরবর্তী, আরও বেগবান স্রোত— আমরা, আসবো…

আমরা আবার আসবো: অন্ধকারে নিহত ও অপনয়ের দিকে চলে যাওয়া, এতিম শিশুরা— শাদা শাদা— ঠিকানা ও দাবিনামা সাথে নিয়ে, আসবো: প্রকট যৌবন। আবার আসবো, ফজর-ওয়াক্তে প্রাণত্যাগী যুবা, বিনা-অপরাধ; জবরদখলকৃত জমি আর স্থাবর সম্পদ।

আমরা আবার আসবো: প্রগতির পাকস্থলী ছিঁড়ে-ফেঁড়ে বের হবো— গিলে ফেলা খাল, গাঙ, জলাভূমি, ছোটখাটো নদী। নিরুদ্দেশের দিকে গুপ্ত-হারানো-সঞ্চালিত, কাঁড়ি কাঁড়ি টাকা; আমরা, আবার আসবো, আদিরূপে ফিরে আসবো: ধসে-যাওয়া স্টক এক্সচেঞ্জ।

পুরনো কাঠের তক্তা ফালাফালা করে দিতে, ধারালো কুঠার আমরা, আবার আসবো; গ্রাম-গঞ্জ-লোকালয় থেকে, কোটি কোটি পিষ্ট থেঁতলানো হাত, কেটে নেয়া জিভ; আমরা, ফিরে আসবো; তোমার মুখের সামনে, বলে দেবো:

‘যথেষ্ট হয়েছে; আর না’—

পালাবদল

আমার সকল গানই তো কেবল
পাখিদের ঠোঁটে গাওয়া;
বাতাসে হঠাৎ ভেসে এলে যে!
নাম কি তোমার? …হাওয়া?

অঝড়ো বাতাসে বহু বিউগল বাজে—
এত নির্জনে আদম হওয়া কি সাজে?

বাতাসে বাতাসে উড়ে উঠি, চলো,
ছিটকাই দুইদিকে;
আদি ও প্রথম অভিশাপ-স্মৃতি
কত আর হবে ফিকে!

বহু যুগ পর, বহু দূরদেশে,
লাল জলপাই বনে;
দেখা হোক ফের অনুতাপী বেশে
আদিপাপী দুইজনে!

পালাবদলের কাল এসে গেছে: লহুঝরানোর দিনে,
তুমি গিয়ে পড়ো লঙ্কায়; আর আমি সে-ফিলিস্তিনে।

মাতৃভূমি

বুকের ভিতরে রাখলে, যন্ত্রণা বেশি—

বারবার, বক্ষপিঞ্জর খুলে,
হৃৎপিণ্ড ফালি ফালি করে, দেখতে হয়;
কষ্ট পেতে হয়। কাঁদতে হয়—
প্রকাশ্যে কিংবা গোপনে,
[রাজারা যেমনটি অনুমতি দেবেন];

মেখে বা বিধে, যেভাবেই থাকুক—
স্পর্শকাতরে সম্পর্কিতদের, মগজে রাখাই ভালো;

মাতৃভূমি,
তুমি আমার মস্তিষ্কের নিউরনে,
অজস্র পেরেকের মতো, গেঁথে আছো;

হাত অবশ হয়ে আসছে… চোখ দুটো ঝাপসা—

সেতু

দু’পাড়ে, দু’ধরণের মানুষ;
মাঝখানে সেতু— অংকপটু, ঝলমলে।
মিটারে, সেন্টিমিটারে, একচুলও কমবেশি নয়—

নিখুঁত বলতে পারে: মাঝের দূরত্বটা কত।

২.
সেতুতেই পার হওয়া যায়, তবু,
খেয়ায় চলছে— এপার, ওপার;

না হলে যে, নদী, মরে যাবে!

৩.
জুড়ে দিতে চেয়ে— সেতু আজ
দ্বিধা করছে: তোমাকে-আমাকে;

৪.
যেখানে মানুষ নেই, ও নদী,
তোর বুকে— সেখানেই,

সেতু হয়ে, শুয়ে থাকবো, রে!

রহমান হেনরী [১৪ জানুয়ারি ১৯৭০ – ]: কবি, বিশ্বকবিতার বাঙলায়ন কর্মি, ‘পোয়েট ট্রি’ নামক একটি অনিয়মিত কবিতাকাগজ সম্পাদনা করেন। জন্ম তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলার নাটোর মহাকূমায়; বর্তমানে ঢাকায় বসবাস করেন।
রহমান হেনরীর উল্লেখযোগ্য গ্রন্থ:
কবিতা: বনভোজনের মতো অন্ধকার[১৯৯৮]; সার্কাসমুখরিত গ্রাম [১৯৯৯]; প্রকৃত সারস উড়ে যায়[২০০০]; অন্ধকারবেলা[২০০৪]; খুনঝরা নদী[২০০৫]; গোত্রভূমিকাহীন[২০০৮]; ত্রাণসুন্দরী[২০০৯]; ব্রজসুন্দরীর কথা[২০১২]; শতরথগুঞ্জন[২০১৬]; শ্রেষ্ঠ কবিতা[২০১৮]
বাঙলায়ন: নোবেলজয়ীদের কবিতা[২০১৩]; অধিকৃত ভূখণ্ডের কবিতা[২০১৩]; কবিতার ত্রিভুবন [২০১৪]; আদোনিসের কবিতা[২০১৪]
সম্পাদনা: বিশ শতকের বাঙলাকবিতা[২০০৯]

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. দারুণ সব কবিতা।সম্পাদককে ধন্যবাদ। কবিকে শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা