spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদগদ্যজন্মদিনে কবির ভাবনা

লিখেছেন : কাজী জহিরুল ইসলাম

জন্মদিনে কবির ভাবনা

কাজী জহিরুল ইসলাম

আমার জন্মদিনটা খুব আনন্দে কাটে এজন্য যে দিনটা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ; বসন্ত উঁকি-ঝুকি দিচ্ছে, ঢাকায় মহান একুশে বইমেলা চলছে, প্রতি বছরই আমার বেশ কিছু নতুন বই মেলায় আসে, এবারও এসেছে, আরো কিছু আসছে, একজন লেখক হিসেবে নতুন বইয়ের আগমনী সংবাদের চেয়ে আনন্দের ঘটনা আর কী আছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সুখবরগুলো আসতে থাকে, তখন মনে হয় জন্মদিনের উৎসব বুঝি শুরু হয়ে গেল। গত এক যুগেরও অধিক সময় ধরে কর্মসূত্রে নিউইয়র্কে বসবাস করি, এখানকার শিল্প-সাহিত্য সমাজের সঙ্গে আমার একটি নিবিড় সান্নিধ্য তৈরি হয়েছে, তারা জন্মদিনে আমাকে ঘিরে উৎসব-আয়োজন করেন, উপহার, সম্মাননা, আমার কবিতা থেকে পাঠ ইত্যাদির মধ্য দিয়ে বেশ আনন্দে কাটে সারাদিন। আমার কাছে সব সময় মনে হয় স্বপ্ন-তীর্থে পৌঁছে যাবার চেয়ে স্বপ্নযাত্রাটা অনেক বেশি আনন্দের। তাই ১০ ফেব্রুয়ারির চেয়ে এর আগের দিনগুলোও বেশ আনন্দে কাটাই। যেমন এই মুহূর্তে জন্মদিন উপলক্ষে এই অনুভূতি লিখছি, এটাও কী কম আনন্দের? 

তবে জন্মদিন নিয়ে আমার একটি ভিন্ন উপলব্ধিও আছে। আমার সব সময়ই মনে হয় আমার মৃত্যুও হবে এই ফেব্রুয়ারি মাসেই এবং তা দশ তারিখেই। এ-বছর এই উপলব্ধি আরো তীব্র হয়েছে, কারণ এ-বছরের ১০ ফেব্রুয়ারি হচ্ছে শনিবার, আমার জন্মের দশ ফেব্রুয়ারিও শনিবার ছিল। তা ছাড়া জন্মদিনের দু’সপ্তাহ আগেই হার্টের দুটো মেজর আর্টারিতে শতভাগ ব্লক ধরা পড়েছে। এইসব ঘটনার কি কোনো পারম্পর্য আছে? মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠি। 

যাই হোক, অল্প হলেও আমার কিছু পাঠক আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, তারা হয়ত এসব কথায় ভেঙে পড়বেন, তারা চান আমি দীর্ঘদিন লেখালেখি করি। তাদের জন্য বলি, আমি এখনও প্রস্তুত না চলে যাবার জন্য এবং আমি এও বিশ্বাস করি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি একটি এসাইনমেন্ট দিয়েই পাঠিয়েছেন, সেটি শেষ না হলে তো আমাকে তুলে নেবেন না। কাজেই আপাতত মৃত্যুচিন্তা বাদ দিয়ে আমার প্রতি অর্পিত এসাইনমেন্ট নিয়েই ভাবতে চাই। “লুতের শহর” নামে আমি একটি উপন্যাস লিখছিলাম, সেটি থেমে আছে, লেখাটি শেষ করা দরকার। আত্মজীবনী গ্রন্থ দুই খণ্ড লিখেছি, তৃতীয় খণ্ডে হাত দেওয়া দরকার। ত্রিশের দশক থেকে আজ অব্দি বাংলা কবিতার একটি দশক ভিত্তিক পর্যালোচনা গ্রন্থসিরিজ লিখবো, সেই কাজ করতে হবে। বাঙালি কবিদের ইংরেজি কবিতার অ্যান্থোলজি “আন্ডার দ্য ব্লু রুফ” তিন খণ্ড বেরিয়েছে, এতে ১০৮ জন কবির ১ হাজার কবিতা আছে, ১০ খণ্ডে কাজটি শেষ করতে চাই। 

শেষ করবার আগে বলি, এ বছর অগ্রদূত অ্যান্ড কোম্পানি বের করেছে আমার “ভ্রমণ সংগ্রহ”, রয়েল সাইজের এই বইটির কলেবর প্রায় ১১০০ পৃষ্ঠা। এই গ্রন্থে একসঙ্গে আমার সব ভ্রমণ পেয়ে যাবেন। এছাড়া ইত্যাদি গ্রন্থপ্রকাশ বের করেছে ” রুমির রুবাইয়াত” এবং “হেঁশেলের বিশ্বভ্রমণ”, অনন্যা বের করেছে সাড়ে তিনশ পৃষ্ঠার গদ্যগ্রন্থ ” হিলসাইডে শিল্পের আড্ডা”। কলকাতা বইমেলায়ও একটি নতুন বই “প্রেমের পদ্য” ছিল, সেটি বের করেছে মিসিসিপির মেঘ। 

আসলে নতুন বই, কবিতাপ্রেমী মানুষের সান্নিধ্য এসব নিয়েই মহা আনন্দে কাটে আমার জন্মদিন, আশা করছি এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। ৫৭ তম জন্মদিনে আমার প্রতিশ্রুতি হচ্ছে আগামী এক বছরে আমি আমার কাজের গুণগত মান আরেক ধাপ উঁচুতে নিয়ে যাবো। 

হলিসউড, নিউইয়র্ক। ৩ ফেব্রুয়ারি ২০২৪

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা