তৈমুর খান
———————————————————–
লিটিল ম্যাগাজিনের গৌরব আছে, রুচি আছে, মান আছে এবং অবশ্যই ভবিষ্যৎ আছে। নিচের এই তিনটি ম্যাগাজিন দেখে তাই স্পষ্ট হয়।
এক.
অন্বী
🍁
‘অন্বী’ নভেম্বর ২০২৩ সংখ্যাটি যথা সময়ে প্রকাশিত হয়েছে। মোট ১৯ টি গদ্য, ১৬ টি কবিতা এবং কিছু পুস্তক আলোচনা নিয়ে পত্রিকাটি সেজে উঠেছে। এই সংখ্যার গদ্যগুলি খুব সুনির্বাচিত। নির্মল হালদারকে নিয়ে ড.আশুতোষ বিশ্বাস একটা যথাযথ সামগ্রিক মূল্যায়ন করেছেন।লেখাটিতে নির্মল হালদারের প্রতিভার দিগন্ত পাঠকের কাছে উন্মোচিত হয়েছে। তেমনি বাংলা কবিতার ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন তুষার ভট্টাচার্য। খুব প্রাসঙ্গিক একটি বিষয়। কোন্ মানদণ্ডে বাংলা কবিতা ভবিষ্যৎ পাঠকের কাছে গ্রহণীয় হবে সেই বিষয়টি কেহই জানেন না, অথচ কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারও শেষ নেই। স্বাভাবিকভাবেই একটি আশঙ্কার কথা এখানে ফুটে উঠেছে। কবিতাযাপনের নিগূঢ় তাৎপর্য আমাদের জীবনযাপনেরই অঙ্গ নীলিমা সাহা তা স্পষ্ট করেছেন। আফজাল আলি কবিতার তাত্ত্বিক প্রজ্ঞা থেকে ব্যবহারিক জীবনে মনন-চিন্তনের আশ্রয় ভূমিতেও তার প্রভাব কতখানি সে সম্পর্কে পরিচয় দান করেছেন। এমনই মুরারি সিংহ কবিতার অন্তর্জগতে কবির মনন-অবস্থানকে অদ্ভুতভাবে তুলে ধরেছেন। কবিতার শূন্যতা বা নাথিংনেস্ বিষয়ে প্রকাশ ঘোষালের ভাবনাটিও আমাকে স্পর্শ করেছে। জীবনকুমার সরকার, মানস সরকার, হরিৎ বন্দ্যোপাধ্যায় স্ব স্ব ক্ষেত্রে উজ্জ্বল। এছাড়া এই সংখ্যায় শঙ্খ ঘোষের কবিতা নিয়ে আদ্যনাথ ঘোষের গদ্য, ব্যতিক্রমী কবি উৎপলকুমার বসুর কবিতা নিয়ে কৃষ্ণেন্দু ঘোষের গদ্য, নিছক কবিতার কথকতা নিয়ে অভিজিৎ রায়ের গদ্য খুব খুব ভালো লেগেছে। কৌশিক বড়াল কবিতার খোঁজ করেছেন যা দেশীয় ও বৈদেশিক কবির ভাবনা থেকে প্রাপ্ত। সবমিলিয়ে সংখ্যাটি অসাধারণ তা বলাই বাহুল্য।শ্যামলকান্তি দাশ, গোলাম রসুল, রাজকুমার রায়চৌধুরী, সুস্মেলী দত্ত, দেবদাস রজক, সোমা দত্ত, রাজকুমার শেখ প্রমুখ কবিরা এই সংখ্যাই স্মরণীয় কবিতা লিখেছেন। পত্রিকার প্রচ্ছদটিও আকৃষ্ট করেছে। যোগাযোগ: কৌশিক বড়াল, সাটুই,মুর্শিদাবাদ-৭৪২৪০৫, পশ্চিমবঙ্গ, ভারত, চলভাষ-৯৪৭৪০২৫১৪৭, মূল্য ১৫০ টাকা।
দুই.
বিবস্বান্
🍁
‘বিবস্বান্’(নববর্ষ ১৪৩১) ২৭ বছর ধরে প্রকাশিত হয়ে আসা একটা লিটল ম্যাগাজিনের পক্ষে বড় গৌরবের কাজ। এই সংখ্যাটি ৬ জন গদ্যকারের গদ্য এবং ৩৮ জন কবির কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে।
অনিল ঘোষ লিখেছেন কবি ও কবিতার বোঝাপড়া নিয়ে সৃষ্টিরহস্যের নানান গলিঘুঁজি। সেখানে কবির প্রকৃতির সঙ্গে সৃষ্টির বাঁকগুলিও চিহ্নিত করেছেন। কবি যে সময়কে উপেক্ষা করতে পারেন না তার দৃষ্টান্ত তুলে ধরেছেন। জয় গোস্বামীর কবিতায় প্রেম চেতনা নিয়ে রবীন বসুর ভাবনাটিও চমৎকার। দাম্পত্য জীবন থেকে পরকীয় জীবনের অন্তরায়গুলি কবিতার আলোকশস্যে উচ্চারিত হয়েছে কিভাবে তা দেখিয়েছেন। সুমন্ত রবিদাস কবিতার জন্মবৃত্তান্ত তুলে ধরতে গিয়ে কবি-হৃদয়ের খোঁজ পেয়েছেন। শংকর ব্রহ্ম কবিতার প্রাচীন কলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। অয়ন বিশ্বাস রবীন্দ্রনাথের কবিতাকে নতুন করে উপস্থাপন করেছেন। এই সংখ্যায় উল্লেখযোগ্য কবিরা হলেন: মণিদীপা বিশ্বাস কীর্তনীয়া, অর্কজ্যোতি মজুমদার,মৌসুমী ভৌমিক, স্বরূপ ভঞ্জ,রাজু বিশ্বাস, পিয়ালী ঘোষ, ইন্দিরা ব্যানার্জি, কথা হালদার,সার্থক দাস, রীতা ব্যানার্জি, নিশীথ ষড়ংগী, তাপস মিত্র, জুমেলী সরকার, ব্যাসদেব গায়েন, তীর্থঙ্কর সুমিত, বিকাশ মণ্ডল, অঞ্জন ব্যানার্জি, প্রদীপকুমার দে, সুশান্ত সেন, রহিত ঘোষাল, পুষ্প সাঁতরা, শক্তিপ্রসাদ ঘোষ, উত্তম চৌধুরী, মনোরঞ্জন ঘোষাল, কৌশিক চক্রবর্তী,কুন্তল দাশগুপ্ত, অর্পিতা ঘোষ পালিত, অদিতি ঘটক, তাপস মাইতি, রাণা চ্যাটার্জি, তূয়া নূর প্রমুখ।ঝরঝরে সুন্দর নির্ভুল ছাপানো পত্রিকাটি মন কাড়ে। যোগাযোগ: দীপক আঢ্য, ধলতিথা, জেলা বসিরহাট-৭৪৩৪১২, চলভাষ-৭৯০৮১৮৭৯৬৬, মূল্য-৭০ টাকা।
তিন.
প্রিয়পত্র
🍁
‘প্রিয়পত্র’(নববর্ষ ১৪৩১) ৪০ বছর ধরে প্রকাশিত হয়ে আসা পত্রিকাটির এইটি ৭৯ তম সংখ্যা। চারটি প্রবন্ধ, দুটি বিশেষ গদ্য, বারোটি কবিতা, ছয়টি ছড়া, চারটি গল্প, একটি অণুগল্প,অনুবাদ কবিতা, কৌতুক রচনা, ভ্রমণ এবং সংক্ষিপ্ত পুস্তক পরিচিতি নিয়ে পত্রিকাটি বেশ মনোরম। নীতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তারাশঙ্করের জীবন-আলেখ্য নিয়ে দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। এখানে তাঁর ব্যক্তিজীবনের নানা কথা এবং সাহিত্যিক জীবনের নানা পর্যায় চিহ্নিত হয়েছে। তারাশঙ্কর সম্পর্কে বহু অজানা তথ্য রয়েছে। রবীন্দ্রনাথ ও নজরুলের স্বদেশ প্রেম ও স্বাধীনতা আন্দোলনের আবহে রচিত ‘বাংলার মাটি বাংলার জল’ এবং ‘কারার ঐ লৌহ কপাট’ এর পটভূমি, ইতিহাস, প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। খুবই মূল্যবান একটি বিষয়। হিন্দি নায়িকা মীনা কুমারীর প্রতিভার মূল্যায়ন করেছেন প্রদীপ দে। এটি একটি সম্পূর্ণ অজানা বিষয় আমাদের অনেকের কাছেই। তাঁর কবিত্ব শক্তির স্ফুরণ কিভাবে ঘটেছিল তা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছেন। সুজাতা ঘোষ লিখেছেন বিস্ময়কর প্রতিভাধর কবি শ্রীমধুসূদন দত্তের ভাগ্য বিড়ম্বনাময় জীবনের কাহিনি। আজকের দিনে প্রতিটি ছাত্র-ছাত্রীর জানা দরকার। অনুবাদক তপন বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি তুলে ধরেছেন কবি দুর্গাদাস মিদ্যা। ভালোলাগা কবিদের তালিকায় রয়েছেন—প্রশান্ত চক্রবর্তী, প্রবীর বন্দ্যোপাধ্যায়, তূণীরবরণ আচার্য, তপজা মিত্র, আনজু বানু, নীলাদ্রি দেব, তীর্থঙ্কর সুমিত, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, সৌমেন বোধক প্রমুখ।লুইস গ্লুক মার্কিন কবির কবিতা অনুবাদ করেছেন সুজিৎ চৌধুরী। ছোটগল্প লিখেছেন— নীলকন্ঠ মুখোপাধ্যায়, ঊষা রায়, রবীন বসু, কুশল মৈত্র। চারটি গল্পেই মন ছুঁয়ে যায়। জীবনকে দেখার, জীবনের অভিমানকে স্পর্শ করার দক্ষতা অবিসংবাদিত। ছড়াই ভবানীশংকর লিখেছেন : “শরীর জুড়ে ক্ষতচিহ্ন/কুশ্রিতা ঢাকবে কিসে তার?” কথাটি এই সময়ের শব্দশর হয়ে উঠেছে। ইন্দোর ছুঁয়ে প্রেমের নগরী মাণ্ডু নিয়ে ভ্রমণবৃত্তান্ত লিখেছেন রঞ্জন কুমার মণ্ডল। লেখাটির মধ্যে দৃষ্টি এবং উপলব্ধি ছবি হয়ে প্রতিধ্বনি তুলেছে। অণুগল্পগুলিও এই সংখ্যাটির উল্লেখযোগ্য একটি দিক। যোগাযোগ: বিকাশ ভট্টাচার্য, ২৬/ এইচ,গোপাল মিশ্র রোড, কলকাতা ৭০০০৩৪, ফোন নাম্বার: ৭২৭৮৭৭৩৫৫০, মূল্য ১৫০ টাকা।