spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাতৈমুর খান এর কবিতা

তৈমুর খান এর কবিতা

কবিতা ভাবনা

খুব ব্যক্তিগত হাহাকার আর শূন্যতার ভেতর দাঁড়িয়ে কবিতা ছাড়া আমার আর কোনো অস্ত্র নেই। বিবেকের দহন, সভ্যতার রক্তাক্ত প্রচ্ছায়া আমাকে প্রতিনিয়ত ক্লান্ত করে দেয়। মানুষের কাছে সতত যে প্রার্থনা তা ভালো পৃথিবী সৃষ্টির জন্য। কিন্তু তা কি সম্ভব? মানুষ যে বিশ্বাস ভঙ্গের ভেতর এক তাড়নায় আমাকে নিপতিত করে। 

তবু একান্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতর নিজের অবস্থানটির অন্বেষণ চলতে থাকে। মায়াময় এক জগতের আত্মপরিধির বিস্তার এভাবেই। ক্রিয়া, বিশেষণ, সাধু-চলিত রীতির সব পথেই জীবনের এই স্বপ্নচারী প্রলাপ। কবিতা যেন বাঁচারই প্রতিধ্বনি। প্রেমের পাশে দুঃখকে রাখা, অথবা হাহাকারের পাশে স্বপ্নকে। আত্মনিবেদনে দেশ আর মনুষ্যত্বযাপনের ভাষা এইসব কবিতায়।

………

মধ্যরাতের বালক

আমাদের ঘুমের বারান্দায় চুপি চুপি চাঁদ নেমে এসেছিল

আমি মধ্যরাতের বালক

                স্বপ্নে জ্যোৎস্নার সঙ্গে লুকোচুরি খেলি

চাঁদ জানে কীরকম অসফল আমি

                     তবু খোলা জানালায় আমার বিলাসি রাত চেয়ে থাকে

নক্ষত্রদের পাড়ার ঝিকিমিকি গান ম্লান হয়ে যায়

অলৌকিক অদৃশ্য ডানায় আমি উড়ে উড়ে ফিরি

ইতিহাসের হিরণ্য পাতা থেকে উঠে আসে মায়াবিনী

তাকে রোজ ছুঁয়ে আসি স্বপ্নের জ্যোৎস্নায়…

কালকেতুর সংসার

কালকেতু ফিরে আসে রাতে

সারাদিন মাঠে বনে তাহার শিকার

মাটির কলসির জলে হৃদয় জুড়ায়

গ্রীষ্মকাল দাহ আনে, আনে পোড়া ছাই

তবু নাচ , তবুও উঠোন ভরা ঘর

অপরিমেয় জীবন সংসার

নাচের উঠোন আর এতটুকু ঘর

এখানেই বসতি কালকেতু ফুল্লরার

প্রতিদিন মেঘ নামে, চাঁদ নামে

পাখির কাকলি হাওয়া ঝড়

হাঁস-মুরগির ঝাঁক কলকোলাহল

ভেজা শাড়ি শুকিয়ে নেয়

দড়ি বাঁধা আলনায় ওড়ে পৎ পৎ…

সহবৎ

অনন্ত পরিধির ভেতর ছড়িয়ে পড়ে

আত্মদ্রোহের বাজনা

বিরামহীন বৃক্ষমূলে তবু মাটির নিঃশ্বাস

কার্যত আমারই সমূহ সহিষ্ণু সংগ্রাম

তীব্র বাঁচাব় ধ্বনি

নিয়ত বিশ্বাসের অভ্যাসে জাগরুক বন্দনায় শিখি সহবৎ  ।

স্বাতন্ত্র্য

নৌকা কোথায় ডুবে গেল ?

তীরে আমি অপেক্ষায় আছি

তুমি তো সাঁতার জানো

ফিরে আসবে একদিন , আসবেই জানি  !

তোমার স্বাতন্ত্র্য বুঝি , স্বাধীনতা বুঝি

যুগস্রোত তোমাকে কি ভাসাতে পারে  ?

নীল জল হেসে ওঠে আর সমস্ত বিস্মিত আবেগী জলে

তোমার হাসির ঢেউ সমুদ্রময় কলরোল তোলে  !

অসময়

ঘুরে দাঁড়াচ্ছি যদিও

নিজেকে বোঝাবার উপমা নেই আর

চারপাশে ঘোর কোলাহল

দম আটকে যাচ্ছে প্রায়শ

দুইপায়ে জড়িয়ে আছে লতা

মাথার উপর ভাঙা মেঘ

পাখিরা উড়ে যাচ্ছে অন্যকোনও বসন্তের দিকে.…

উৎস

চিকন হংস পালকের মতো ঢেউ

তোমার শরীরে থেমে আছে

জ্যোৎস্নার রঙে সাজানো বাগান

পুষ্পদল ফুটছে কোনো অদৃশ্য সৌরভে

সুবচন এসে তোমাকে লিখুক আজ

আমাদের সব উল্লাস তোমার নিকটে এসে থামে

সব আলোর উৎসে তোমাকে পাই

যেদিকেই হাওয়া বয়ে যাক

বসন্ত তোমারই নিকটে

কূজন গুঞ্জনে চলে আনন্দ উৎসব  ।

অবিরাম

অবিরাম ট্রেনে আলোরা হাসতে হাসতে চলে যাচ্ছে

আমরা আদিম পৃথিবীর গুহায় ফিরে আসছি

অন্ধকারের ভাঙা ভাঙা পথে

আমাদের বিপন্ন দিন

ম্রিয়মাণ অস্তিত্ব ছড়িয়ে দিচ্ছে

কাঁদতেও পারছি না আর

অবিরাম ট্রেন চলে যাচ্ছে

অবিরাম হাসির ফোয়ারায় ভেসে যাচ্ছে গান

আমাদের নিশুতি দুঃখের ছায়ায় ডুবে যাচ্ছে চাঁদ।

জল প্রার্থনা

এখনো তার কলসির জল

উৎসুক হয়ে উঠি পানে —

জল দাও , জল দাও কুমারী

দাঁড়িয়েছি স্নিগ্ধ আমবনে  !

পাশে নদী গড়ে যাচ্ছে

সূর্যের সোনালি রশ্মি

পড়েছে আঁচলে

   গোছা গোছা চাবিগুলি

     উঠছে দুলে দুলে  !

এই আমার বঙ্গদেশ ,

এই আমার জল প্রার্থনা ,

সব শস্যক্ষেত জুড়ে

আসন্ন সন্ধ্যার শাঁখে

বাজুক বন্দনা   ! 

ডাক

তোমার বসন্তে ফুটে উঠলাম

আমি আজ কী  ফুল  ? কী ফুল  ?

গোধূলি রঙের পাপড়ি

মেঘে মেঘে সোনালি উত্তরীয়

২৫ বৈশাখ এসে ডাক দিল !

এত সংশয় , অন্ধকারে ডুবে আছে পথ

প্রহরে প্রহরে জেগে ওঠে বিষন্ন কাক

তবু যুগ, যুগের পথিক

নিরালোকে খোঁজে সেই মুখ

তুমি ডাকো , ডেকে নাও

আমার সন্দিগ্ধ চেতনায়  হে ২৫ বৈশাখ  !

উদাস হইলাম

কাহার ছলাৎ ছলাৎ শুনিলাম ?

মোহনায় দাঁড়াইয়া রহিলাম

আমার পিতলের কলস ভাসিয়া গেল

শেষ রৌদ্রে আকাঙ্ক্ষা সেঁকিয়া বাড়ি ফিরিলাম

অন্ধকার আমাকে ডাকিতে লাগিল…

তৈমুর খান, জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে ।পিতার নাম—জিকির খান। শিক্ষা—বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে এম এ এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পি-এইচ-ডি। পেশা—উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক। প্রকাশিত গ্রন্থ আটটি, উল্লেখযোগ্য হল—কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), প্রত্নচরিত (২০১১)এবং গদ্যগ্রন্থ কবির ভাঁড়ারের চাবি (২০০৬), আত্মসংগ্রহ (২০০৯), নব্বই দশকের কবি ও কবিতা (২০১০) । পুরস্কার —কবিরুল ইসলাম পুরস্কার (২০১০) ও দৌড় সাহিত্য সম্মান (২০১৫)  ।

ঠিকানা—রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম, পিন কোড ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত ।ফোন নম্বর ৯৩৩২৯৯১২৫০

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা