spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাদেশপ্রেমের ১০ কবিতা : নয়ন আহমেদ

দেশপ্রেমের ১০ কবিতা : নয়ন আহমেদ

 ১. 

বাঘ

এই এক উচ্চাঙ্গ থাবা ; 

সম্ভ্রান্ত ডাক–

আন্তর্জাতিক হালুম হালুম।

আজানু সন্দেহমুক্ত।  মহান চাহনি ।

জ্বলজ্বলে দৃষ্টির ভেতরে  উঁকি দিচ্ছে দেশ।

শত্রুনাশের এমন সুতীব্র প্রতিশব্দে

বারবার ঘুম ভেঙে ঔজ্জ্বল্য দেখি।

১২ জানুয়ারি ২০২৪

২. 

পতাকা

দুলছে হাওয়ায় উদ্দাম;

বসন্তের ছেলে। চিরদিন ঘাসসম্প্রদায়ের

 রঙ মাখে ;

উচ্ছ্বাস ছড়ায়।

শিশুটির মতো হাসি প্রণোদনা দেয় অহর্নিশ।

অবাধ, দুর্মর রোদ সর্বাঙ্গে তার।

প্রত্ন-আভায় সাহসের উচ্ছলতা ওড়ে।

সূর্য তার প্রথম সন্তান।

১৩ জানুয়ারি ২০২৪

৩. 

বান্ধবী

মিহি জ্যোৎস্নায় ধানক্ষেত নড়ে ওঠে।

এ সময়, জাগতিক নকশিকাঁথা হাই তোলে

              পরম উল্লাসে ।

ওমে ভেজা যাপনের মহাকাল 

          বোনে গাঢ় দৌড়।

কতো দূর যাওয়া যাবে আর !

 বারবার দেখা হবে।

ক্ষেতে ক্ষেতে জেগে আছে গোলাভরা স্মৃতিকথা।

চাঁদ তার প্রিয় বান্ধবী।

আমি তার মুদ্রাদোষ লিখি একাএকা।

১৪ জানুয়ারি ২০২৪

৪.

কলাইক্ষেতের রূপকথা

সবুজ সমুদ্রে  ছিলো মৌণতার বর্ণমালা।

ভাষাশাস্ত্র ছিলো গম্ভীর, বিষণ্ন।

আলো ছিলো না বহুকাল।

কলাইক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল মূক ও বধির —

ঢংঢং ;

একপাল অশ্রুসিক্ত ঘোড়া।

কবি এলো একদিন।

ছড়ালো প্রেমের বীজ; কলরব।

মূর্ত হলো প্রকৃত স্বদেশ।

এইভাবে, কলাইক্ষেতের মতো ভাষাশাস্ত্র জেগে ওঠে।

১৪ জানুয়ারি ২০২৪

৫. 

বঙ্গোপসাগর

কিছুটা সঞ্চয় আছে;

আছে প্রেম প্রিয় স্বদেশের জন্য

অভঙ্গুর, ডোরাকাট সুন্দর–

আর প্রিয়তম ঘৃণা ও ক্রোধ

সাজিয়ে রেখেছি থরে থরে

        আলনার পোশাকের মতো।

শত্রু এলে, বল্লমের রূপকল্পে এইসব

          ছুড়ে মারবো দ্বিধাহীন।

সর্বশেষ যুদ্ধাস্ত্র রেখেছি জমা

          বঙ্গোপসাগরের ঘূর্ণিতে।

১৫ জানুয়ারি ২০২৪

৬.   

বাংলাকবিতা 

ডাকছে প্রত্নস্বরে ;

আর ছানাগুলো মৃদু প্যাঁকপ্যাঁক করে বুবুর উঠানে।

হলুদ রঙের সাথে মিশে গেছে

         শৈশব ও লাটিম

চারটি মার্বেল

বাচ্চাদের মক্তব

স্কুলঘরের হইচই

বাড়ির অদূরে হাত-পা বিস্তার করা দুটো আমগাছ।

এই স্বরে উদ্দীপ্ত হয়েছে একটি পাতিলেবু গাছ।

আমি, বাংলাকবিতা– হাঁসগুলোর বাল্যকাল দিয়ে পূর্ণ করেছি।

১৬ জানুয়ারি ২০২৪

৭.

ঋতু 

ঝতু আমাদের এ পাড়ায় থাকে।

উচ্চ মাধ্যমিকে পড়ে। 

মেয়েটা লম্বা, ফরশা।

হাত-পা লিকলিকে।

প্রায়ই ডাক্তার দেখায়। স্বাস্থের উন্নতি নেই।

গলির বড় দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কেনে।

প্রিয়ড অনিয়মিত। 

বড্ড শুকনো, মলিন মুখ।

ছেলেরা মুখ ফিরিয়ে নেয়।

আহা!মেয়েটাকে দেখে আমার রোগা বাংলাদেশকে মনে পড়ে।

১৬ জানুয়ারি ২০২৩

৮.

নদী 

:  আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম।

— ধন্যবাদ।

:  জানত চাচ্ছি দুটি  কবিতার কথা।

    বলুন, প্লিজ।

— ১৯৭১

: আর?

— ভালোবাসা।

     এ ছাড়া আর কোনো গাছ নেই।

আর কোনো ফুল নেই।

আর কোনো নদীও নেই আমাদের।

১৭ জানুয়ারি ২০২৪

৯.

স্বদেশ

কে আছো 

চিরুনির মতো ওকে পরিপাটি করবে প্রতিদিন?

১৮ জানুয়ারি ২০২৪

১০.

১৬ ডিসেম্বর 

বাংলা পরেছে জামদানি, —সবুজ।

দক্ষ হাতে বোনা।

স্বাধীন — সূর্যরঙা শার্ট।

সবুজ ও লাল যেভাবে পতাকায় মিশে থাকে —-

তেমন, মিশে গিয়ে স্বাধীন , গাঢ় উচ্চারণে বলে–

 সোনা, আমি তোমায় ভালোবাসি

আজ ওদের বিবাহবার্ষিকী।

১৮ জানুয়ারি ২০২৪

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা