১.
বাঘ
এই এক উচ্চাঙ্গ থাবা ;
সম্ভ্রান্ত ডাক–
আন্তর্জাতিক হালুম হালুম।
আজানু সন্দেহমুক্ত। মহান চাহনি ।
জ্বলজ্বলে দৃষ্টির ভেতরে উঁকি দিচ্ছে দেশ।
শত্রুনাশের এমন সুতীব্র প্রতিশব্দে
বারবার ঘুম ভেঙে ঔজ্জ্বল্য দেখি।
১২ জানুয়ারি ২০২৪
২.
পতাকা
দুলছে হাওয়ায় উদ্দাম;
বসন্তের ছেলে। চিরদিন ঘাসসম্প্রদায়ের
রঙ মাখে ;
উচ্ছ্বাস ছড়ায়।
শিশুটির মতো হাসি প্রণোদনা দেয় অহর্নিশ।
অবাধ, দুর্মর রোদ সর্বাঙ্গে তার।
প্রত্ন-আভায় সাহসের উচ্ছলতা ওড়ে।
সূর্য তার প্রথম সন্তান।
১৩ জানুয়ারি ২০২৪
৩.
বান্ধবী
মিহি জ্যোৎস্নায় ধানক্ষেত নড়ে ওঠে।
এ সময়, জাগতিক নকশিকাঁথা হাই তোলে
পরম উল্লাসে ।
ওমে ভেজা যাপনের মহাকাল
বোনে গাঢ় দৌড়।
কতো দূর যাওয়া যাবে আর !
বারবার দেখা হবে।
ক্ষেতে ক্ষেতে জেগে আছে গোলাভরা স্মৃতিকথা।
চাঁদ তার প্রিয় বান্ধবী।
আমি তার মুদ্রাদোষ লিখি একাএকা।
১৪ জানুয়ারি ২০২৪
৪.
কলাইক্ষেতের রূপকথা
সবুজ সমুদ্রে ছিলো মৌণতার বর্ণমালা।
ভাষাশাস্ত্র ছিলো গম্ভীর, বিষণ্ন।
আলো ছিলো না বহুকাল।
কলাইক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল মূক ও বধির —
ঢংঢং ;
একপাল অশ্রুসিক্ত ঘোড়া।
কবি এলো একদিন।
ছড়ালো প্রেমের বীজ; কলরব।
মূর্ত হলো প্রকৃত স্বদেশ।
এইভাবে, কলাইক্ষেতের মতো ভাষাশাস্ত্র জেগে ওঠে।
১৪ জানুয়ারি ২০২৪
৫.
বঙ্গোপসাগর
কিছুটা সঞ্চয় আছে;
আছে প্রেম প্রিয় স্বদেশের জন্য
অভঙ্গুর, ডোরাকাট সুন্দর–
আর প্রিয়তম ঘৃণা ও ক্রোধ
সাজিয়ে রেখেছি থরে থরে
আলনার পোশাকের মতো।
শত্রু এলে, বল্লমের রূপকল্পে এইসব
ছুড়ে মারবো দ্বিধাহীন।
সর্বশেষ যুদ্ধাস্ত্র রেখেছি জমা
বঙ্গোপসাগরের ঘূর্ণিতে।
১৫ জানুয়ারি ২০২৪
৬.
বাংলাকবিতা
ডাকছে প্রত্নস্বরে ;
আর ছানাগুলো মৃদু প্যাঁকপ্যাঁক করে বুবুর উঠানে।
হলুদ রঙের সাথে মিশে গেছে
শৈশব ও লাটিম
চারটি মার্বেল
বাচ্চাদের মক্তব
স্কুলঘরের হইচই
বাড়ির অদূরে হাত-পা বিস্তার করা দুটো আমগাছ।
এই স্বরে উদ্দীপ্ত হয়েছে একটি পাতিলেবু গাছ।
আমি, বাংলাকবিতা– হাঁসগুলোর বাল্যকাল দিয়ে পূর্ণ করেছি।
১৬ জানুয়ারি ২০২৪
৭.
ঋতু
ঝতু আমাদের এ পাড়ায় থাকে।
উচ্চ মাধ্যমিকে পড়ে।
মেয়েটা লম্বা, ফরশা।
হাত-পা লিকলিকে।
প্রায়ই ডাক্তার দেখায়। স্বাস্থের উন্নতি নেই।
গলির বড় দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কেনে।
প্রিয়ড অনিয়মিত।
বড্ড শুকনো, মলিন মুখ।
ছেলেরা মুখ ফিরিয়ে নেয়।
আহা!মেয়েটাকে দেখে আমার রোগা বাংলাদেশকে মনে পড়ে।
১৬ জানুয়ারি ২০২৩
৮.
নদী
: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম।
— ধন্যবাদ।
: জানত চাচ্ছি দুটি কবিতার কথা।
বলুন, প্লিজ।
— ১৯৭১
: আর?
— ভালোবাসা।
এ ছাড়া আর কোনো গাছ নেই।
আর কোনো ফুল নেই।
আর কোনো নদীও নেই আমাদের।
১৭ জানুয়ারি ২০২৪
৯.
স্বদেশ
কে আছো
চিরুনির মতো ওকে পরিপাটি করবে প্রতিদিন?
১৮ জানুয়ারি ২০২৪
১০.
১৬ ডিসেম্বর
বাংলা পরেছে জামদানি, —সবুজ।
দক্ষ হাতে বোনা।
স্বাধীন — সূর্যরঙা শার্ট।
সবুজ ও লাল যেভাবে পতাকায় মিশে থাকে —-
তেমন, মিশে গিয়ে স্বাধীন , গাঢ় উচ্চারণে বলে–
সোনা, আমি তোমায় ভালোবাসি
আজ ওদের বিবাহবার্ষিকী।
১৮ জানুয়ারি ২০২৪