spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতানির্বাচিত ৫ কবিতা : মুহম্মদ মতিউল্লাহ্

নির্বাচিত ৫ কবিতা : মুহম্মদ মতিউল্লাহ্

ইফতার

বাবা বসে আছেন তাঁর পড়ার ঘরে
মেঝে জুড়ে চারিদিকে ছড়ানো-ছিটানো বইপত্র ।
মুখ নিচু করে বসে আছেন–
রেহেলে খোলা আদিগন্ত কোরআন শরিফ।

রোজার সন্ধ্যা নেমে আসবে আর কিছুক্ষণ পর
খোলা জানালা থেকে দেখা যায় অস্পষ্ট বোগেনভিলিয়া…
দিনান্তে যে পাখি সন্ধ্যার আশ্রয়ে ফিরবে
এখনো তারা আকাশে ওড়াওড়ি করছে
কেবল একটি দুটি নিঃসঙ্গ কাকের ঘরে ফেরা..

সূর্যাস্তের শেষ আলোয় ঘর উঠোন শান্ত স্থির

জিবরাইলের অলৌকিক ডানা পৃথিবীকে প্রদক্ষিণ করে মিলিয়ে গেল কাঠবেড়ালির সবুজ দৌড়ে..

নিরম্বু উপবাস ব্রত পালনের ইফতার
বাবার মোনাজাতে দুলে উঠছে সূর্যাস্তের দিগন্তরেখায়..

বাবা কতদিন নেই।

অ সী ম স্প র্ধা য়

পিতার কবর জিয়ারত করতে এসেছে সন্তানের অযোগ্য দুই হাত
সবটুকু ব্যর্থতার কথা জানাতে জানাতে দীর্ঘ ছায়া নেমে আসে
মোনাজাত অসম্পূর্ণ থেকে যায়।
‘হে প্রভু শৈশব থেকে আমাকে প্রতিপালিত করেছেন আমার পিতা, কবরখানায় শায়িত তাঁর অনশ্বর দেহ–তাকে তুমি ক্ষমা করো’…

দিগন্তবিস্তৃত রোদ্দুর…শূন্যতা ছুঁয়ে নেমে আসছে ফেরেশতার অলৌকিক দীর্ঘ হাত…
সন্তানের ব্যর্থতার ছায়া আরো দীর্ঘ হয়।

হে সরস মাটি, তুমি প্রভুকে বল–
খেজুর বীথির শীতল ছায়া, তুমি প্রভুকে বল–
হে মধ্য দুপুর, প্রণত আমগাছ, তুমি প্রভুকে বল–
এখানে শুয়ে আছেন যে বুজুর্গ পুরুষ আমি তার জন্য প্রার্থনা করি এমন স্পর্ধা আমার নেই…

লিটল ম্যাগাজিনের সম্পাদককে

তরুণ সম্পাদকের অনুরোধে লিখতে হবে যে কবিতা
তার জন্য সমস্ত অক্ষর সাজিয়ে রাখি
সবটুকু ব্যর্থতা দিয়ে …
এক একটি ব্যর্থ শব্দবিন্যাস ভরা স্মৃতি.. কিছু অপমান
কোলন রেফ ড্যাশ আমার সমস্ত শূন্যতা
তরুণ সম্পাদক তোমাকে দিলাম।

শেষ রাত্রির নক্ষত্র আলোয় পৃথিবী ঘুমিয়ে গেছে
আনন্দ- শ্রমণ আমি, প্রেম ও সন্ন্যাস তোমাকে দিলাম…

ঘুম

তাদের বলো
ঘুম পরোপকারী বন্ধুর মতো

অতল দিঘি স্তব্ধতা বিশ্রাম …

মিথ্যেবাদী রাখাল আসবেনা আর গোচারণ ভূমিতে।

দৈত্য

মা শোনো, ওরা আমার কথা কেউ শুনল না
দুপুরবেলা ঝমঝম করে বৃষ্টি এল আর আমি
ঠায় দাঁড়িয়ে দেখলাম কত বৃষ্টি কত বৃষ্টি…
তারপর একটি ধূসর দৈত্য বৃষ্টির ভেতর হেঁটে হেঁটে
লম্বা রাস্তা পার হয়ে গেল, কেউ বিশ্বাস করছে না

কেমন ধূসর আলখাল্লার বোতাম খুলে দাঁড়িয়ে গেল
একটি বিজ্ঞাপন হোর্ডিংএর পাশে
তার ঠিক পাশের দেয়াল ছুঁয়ে সবুজ একটি লতা,
সে কেবলই স্পর্শহীন ভিজছে

তার সঙ্গেও কথা হলো— আমি বললাম কত কথা
সেই ধূসর ফেরেশতা কত কথা বলে গেল
বিজ্ঞাপন সাইনবোর্ড এর পাশে লতাটি একটানা শুধু ভিজছে

কত বাইকের হর্ন স্তম্ভিত থেমে গেল তাই দেখে

আমার কথা কেউ বিশ্বাস করছে না, মা।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা