যদি আমারে মরতেই হয়
আমারে যদি মরতিই হয়,
তোমারে বাঁচতেই হবে
আমার কিচ্ছাখান কওনের লাগি
আমার জিনিসপত্তর সব বিক্রি করতে
এক টুকরা কাপড় কিননের লাগি
আর এক টুকরা দড়ি ,
(একটা লম্বা লেজ দিয়া সেইটারে সাদা করলে চলবে)
যাতে কোনো শিশু, গাজার কোনোখানে
আকাশে তাকাইলে চোখে বেহশতে তার বাপেরে দেখে
বাপজান ওয়েট করতেছে
কাউরে হাত নাড়ি বিদায় জানাইতেছে না
তার পোলারেও না
নিজেরেও না
ঘুড়ি দেখে সে, তোমার বানানো আমার ঘুড়ি, উপরে উড়তেছে
আর এক লহমার লাগি ভাবো তো একজন ফেরেশতা সেইখানে হাজির
ভালবাসা ফিরায়ে আনতেছে
যদি আমারে মরতেই হয়
সেই মওতরে আশা হইতে দিও
সেই মওতরে একখান কিচ্ছা হইতে দিও!
[বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ গাজায় ইসরায়েলি হামলায় তরুণ ফিলিস্তিনি কবি রেফাত আলারির নিহত হইছেন। কবি রেফাত আলারির গাজার ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্য বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উনি সেইখানে শেকসপিয়ার ও অন্যান্য বিষয়ে পড়া্ইতেন।]