spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েশিশুদের মনন ও মানসিকতাকে ঋদ্ধ করবে ‘কথার কথা'

লিখেছেন : রাইয়ান খান পাঠান

শিশুদের মনন ও মানসিকতাকে ঋদ্ধ করবে ‘কথার কথা’

রাইয়ান খান পাঠান

গত শতকের নব্বই দশকের আলোচিত কথাসাহিত্যিক ও ছড়াকার রফিক মুহাম্মদ। সাহিত্যের সব শাখায় তাঁর অবাধ বিচরণ হলেও গল্প এবং ছড়ায় রয়েছে তার বিশেষ পারদর্শিতা। তাঁর লেখায় রয়েছে বহুমাত্রিকতা। মূলত তিনি আদর্শবাদী বা আধ্যাত্মবাদী চেতনার লেখক। এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়ে তার নতুন ছড়ার বই ‘কথার কথা’।

‘কথার কথা’ এর আভিধানিক অর্থ যে কথার কোন মানে নেই বা অর্থ নেই। কিন্তু যদি এটাকে আলাদা করে পড়া হয় অর্থাৎ কথা এর কথা তাহলে এর অর্থ দাঁড়ায় কথা নিয়ে বা কথার বিষয়ে কথা। রফিক মুহাম্মদ তার এ বইয়ে কথার বিষয়েই নানান কথা তুলে ধরেছেন।

কথা–

 সে তো অনেক কথা/স্মৃতি কথা ইতি কথা/নীতি কথা গীতি কথা/অল্প কথা স্বল্প কথা/গল্প কথা কল্প কথা…

এরকম কথা নিয়েই দীর্ঘ ছড়ার বই কথার কথা। শিশুদের মেধা ও মননকে আদর্শবাদী চেতনায় গড়ে তোলার জন্য এ বইটি সহায়ক ভূমিকা রাখবে। 

‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক’ রাসূল (স) এর উপর অবতীর্ণ সর্ব প্রথম আয়াত এটি। মহা গ্রন্থ আল কুরআনের এ আয়াতের অর্থ হলো, ‘পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ আয়াতটির প্রথম শব্দ ‘ইকরা’ যার ইংরেজী Read, বাংলা পড়ুন। রাসূল (সা.) ছিলেন উম্মি। তিনি লেখাপড়া জানতেন না। অক্ষর জ্ঞানহীন একজন মানুষের কাছে ‘ইকরা’ শব্দ দিয়ে শুরু করার মাধ্যমে সহজেই প্রতিয়মান হয় পড়ার গুরুত্ব কত। ইকরা মানে পড় নিয়ে রফিক মুহাম্মদ লিখেছেন,

কথা দিয়ে গল্প লেখেন/কাব্য লেখেন কবি/ ‘পড়’ এমন কথার অহি/ প্রথম পেলেন নবী।…

শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ভালো মানুষ হিসাবে জীবনকে গড়ে তোলা। আর সে উদ্দেশ্যপূরণ করতে হলে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে। এই বিষয়টি বিবেচনায় রেখে আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার শিশুকে আপনি কি পড়তে দেবেন। অর্থাৎ কি ধরনের বই আপনি আপনার বাচ্চার হাতে তুলে দেবেন। আপনি যদি আপনার শিশুকে আদর্শ ও চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাহলে তার হাতে অবশ্যই একটি ভাল মানের বই তুলে দিতে হবে। ভাল মানের বই বলতে যে বইতে নীতি ও আদর্শের কথা রয়েছে। যে বই পড়ে আপনার শিশু আদর্শবান ও মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে।

কবি রফিক মুহাম্মদের ‘কথার কথা’ বইটি এমনই একটি ভালমানের বই। যে বইটি আপনার শিশুকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলেতে সহায়ক হবে। 

কথা নিয়ে লেখা দীর্ঘ একটি ছড়ার বই ‘কথার কথা’। এ ছড়াতে একজন আদর্শবান মানুষ হতে হলে কি করতে হবে শেষ চার লাইলে কবি তাই তুলে ধরেছেন।

সাধু কথা চলতি কথা/ কথা আছে কথ্য/ যে যাই বল মিথ্যে ছাড়া/ বলবে কথা সত্য।

মিথ্যে ছাড়া সত্য বলার এ শিক্ষা নিয়ে একজন শিশু সৎ ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠবে এটাই এ ছড়ার মূল প্রতিপাদ্য।

খ্যাতিমান চিত্রশিল্পী মোমিনউদ্দীন খালেদের আঁকা নান্দনিক প্রচ্ছদ ও অলংকরণ এ বইয়ে বাহ্যিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ঝিঙেফুল প্রকাশিত ১৬ পৃষ্টার এই বইটির মূল্য মাত্র ১০০ (একশত) টাকা। মনন ও মানসিকতাকে ঋদ্ধ করার মত এই চমৎকার বইটির বহুল পঠন ও প্রচার কামনা করি।   

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা