spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসনেটগুচ্ছ : কাজী নাসির মামুন

সনেটগুচ্ছ : কাজী নাসির মামুন

কাজী নাসির মামুন

এক

তালার বিপক্ষে আমি চাবি হয়ে নাড়িয়েছি মন
নগর ভবনে গিয়ে বলেছি, অনেক অনুদান
নিষ্ফল রাস্তায় গড়াগড়ি যায়; খুলে দাও প্রাণ।
তোমার আত্মায় বসে গড়ে তুলি নিজের ভবন।
জরায়ু বিমুক্ত করে জঠরের কত নবায়ন
ভালোবেসে খুলে দেয় শিশুদের স্তনের বাগান
আমার চাবির দিকে তুমি যদি জরায়ুর ত্রাণ
জনতায় বয়ে যাবে আমাদের প্রেমের ফলন।

মেয়র ঘনিষ্ঠ হলে কারো কারো দিন খুলে যায়
দুয়ার আটকে থাকে প্রজনন ভীরু প্রগতির
বিফলতা থুতু ফেলে, তাই নিয়ে কাড়াকাড়ি প্রায়!
সব পাখি পরিযায়ী, কাক শুধু নগরে হাজির।
তুমি তালা আমি চাবি, সুরক্ষিত এতো প্রেম নেই
আমাদের দিন কাটে কাকেদের ঝগড়া দেখেই।

দুই

অগ্রগণ্য পৃথিবীতে ঝগড়াও অতি আধুনিক;
পাতাল রেলের মাটি খননের মতো দীর্ঘ দিন
দড়িবাঁধা স্বপ্নে চলে জনরুচি, জীবনের ঋণ।
পিঠের ওপরে কবরের ভার; রোদ চিকচিক
দয়ার আলোয় নষ্ট দাবি দাওয়া তবুও বৈশ্বিক।
ঘরের ছেনাল পুলকিত, মরা সময়ের আলপিন
প্রেমের নিতম্বে গেঁথে গেলে আমরাও মিসকিন।
হাত পাতি, চেটে খাই অন্য নামে নিজেকে অধিক।

শৃঙ্গারের খোলা মাঠে দূরাগত সোনার আড়ৎ
বিমান বন্দরে গোপনেই নামে। তোমার স্পর্শের
অতল ময়না পাখি এখনও কি পুরোপুরি সৎ?
সব বলে? দেহে ভরা বিদেশীর চোরাচালানের?
ঝাঁকি দিলে ভেঙে যায় শরীরের রুগ্ন পিরামিড
হৃদয়ে পরার্থপর?  তবে তুমি শুধু হাইব্রিড।

তিন

প্রেমের জমিনে কত হাইব্রিড বড় অফিসার
পরের মাথায় শুধু বিলি কাটে, ঘোরায় আঙুল।
চরিত্রে জাতীয় রঙ, শাপলাও জংধরা ফুল।
ফুল নয়, প্যানশন, টেবিলেই ভাসে অধিকার;
আগাম কিছুটা চায় প্রাণযোগ সুডৌল মুদ্রার।
আব্বার ক্লান্তির পাশে আমাদের প্রেমের মুকুল
যেন তুমি স্পিড মানি, ছড়িয়েছো লেলিহান চুল
আমায় ধরেছে নেশা সততায় টাকা ছাড়াবার।

স্খলিত চেয়ারে বসে গিরগিটি বহু রঙ ধরে
রঙের আকল বুঝে হাতে হাতে গুঁজে দেই কিছু
পেনশন ফুলমধু ভ্রমরের উড়ন্ত স্বাক্ষরে
নীতির দুর্ভোগ ছুঁয়ে এসেছে আব্বার পিছু পিছু।
আম্মার কপালে ঘাম দুরূহ টাকায় মোছে না তো
সমাজ আগুনে পুড়ে ছাই দেবে, যদি হাত পাতো।

চার

আগুন বাজারে থাকে; হৃদয়ের নতুন পকেট
হাওয়া ভরা। আগুনের সাথে তার সম্পর্ক বিরূপ।
চাল ডাল পেঁয়াজের সাথে তবু দহন কিরূপ
ব্যাগে ভরে আসে, সেটা সমাজের সকল গবেট
ভালো জানে। জানে না ক্ষুধার্ত বড় সাহেবের পেট।
পুঁইপাতা ডেকে নিলে চিচিঙ্গাও পাতিলে নিশ্চুপ;
আমার পকেটে ওঠো, জ্বালাময়ী প্রেমের লোলুপ
অনশনে প্রাণ দাও, নেমে যাবে বাজারের রেট।

বেকার নিজেই ছবি ললিত স্বপ্নের বুকে আঁকা
অসমতা ঘন হলে আঁকিবুঁকি বদ স্বভাবের
জীবন উদরে নিয়ে বাজারের সব পথ বাঁকা
মামার প্রভাবগুণে চাকরিও টাকাওয়ালাদের।
সমাজের নষ্ট ডিমে হীন প্রেম, কত বুজরুকি;
অবৈধ কুসুমজন্ম কচি হাতে ভাঙো প্রিয় খুকি।

পাঁচ

খুকিদের পাশের বাসায় বাতাসের সিটে বসে
খবর দিয়েছে মুখ চালাচালি অনেক মৃতের।
প্রাইভেট প্রেকটিসে বেলা গেলো কত ডাক্তারের;
রেলের স্লিপার যেন লাশগুলো, গতির রম্বসে
মানবতা জ্যামিতি শেখায় বুকে চাকা ঘষে ঘষে।
রোগের অনতিদূরে হাহুতাশ, রুগীরাই ফের
শরীর জড়িয়ে থাকে মৃতপ্রায় হাসপাতালের;
স্টোর রুমে ঔষধ এখনো গিলে উদ্বায়ু রাক্ষসে।

ইমার্জেন্সি খোলা রেখে জেগে থাকে সারি সারি রাত;
জীবন এখানে নয় সাদা সাদা নার্সের এপ্রোন;
অন্ধকার ফাটাফাটি, গলাকাটা দেশের স্বজাত;
ডেটলগন্ধের পাশে তোমাকেই ডেকে আনি বোন।
ওয়ার্ডের নানান ব্যাসে ফ্লোরে শোয়া ব্যাধির সার্কেল;
ক্ষমতাও ন্যাড়া মাথা, প্রেম এসে তেল মারে, তেল। 

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা