spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদগদ্যস্মরণ : কবি জাহিদুল হক 

লিখেছেন : রফি হক

স্মরণ : কবি জাহিদুল হক 

রফি হক

‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’–এর গাইয়ে সুবীর নন্দী। আমাদের অনেকের একটা প্রিয় গান। এই গানটা যিনি লিখেছেন—তিনি কবি জাহিদুল হক। কবি জাহিদুল হক (জাহিদ ভাই) আজ দুপুর ১২ টা ৪০ মিনিটে পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঢাকা মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি নেই– এ-কথা শোনার পর থেকে পাথর হয়ে আছি। 

.

গীতিকবি, কবি, ও সাংবাদিক জাহিদ ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল চিত্রশিল্পী আমার মায়েস্ত্রো খ্যাতিমান চিত্রশিল্পী মনিরুল ইসলামের ধানমন্ডির স্টুডিওতে। প্রথম পরিচয়েই এত আপন করে নিয়েছিলেন যে, আমার মনে হয়েছিল তিনি আমার অনেক দিনের পরিচিত। তাঁর মূল পরিচয় তিনি কবি। 

.

জাহিদুল হকের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : ‘পকেট ভর্তি মেঘ’, ‘তোমার হোমার’, ‘নীল দূতাবাস’, ‘সেই নিঃশ্বাসগুচ্ছ’, ‘পারীগুচ্ছ ও অন্যান্য কবিতা’, ‘এই ট্রেনটির নাম গার্সিয়া লোরকা’, ‘তোমার না আসার বার্ষিকী’, ‘আমজাদ আলির মেঘবাড়ি’। 

.

জাহিদুল হক ২০০০ সালে জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার এবং ২০০২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া গীতিকবিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ২০১৭ সালে পান বিশেষ সম্মাননা। ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’– এ গানটা সহ অগণিত জনপ্রিয় গানের গীতিকারও তিনি।

.

জাহিদ ভাইয়ের সঙ্গে আমার ফোনে কথা হতো দীর্ঘক্ষণ। যেহেতু আমি শিল্পী, আমাদের কথাবার্তা হত শিল্প সংক্রান্ত অজস্র ঘটনা নিয়ে। তাঁর পশ্চিমা সমকালীন শিল্পকলা নিয়ে ভালো জ্ঞান ছিল। তিনি ইউরোপের প্রচুর আর্ট মিউজিয়ামে ভিজিট করেছেন। তাঁর প্রিয় পেইন্টিং নিয়ে আমাকে বলতেন। আধুনিক যুগের মদিগ্লিয়ানি, পাবলো পিকাসো, হেনরি মাতিস—প্রি-রেনেসাঁসের শিল্পী বতিচেল্লির পেইন্টিং তিনি ভীষণ ভালোবাসতেন। তাঁদের এগজিবিশনও দেখেছেন। 

.

জাহিদ ভাইয়ের পেইন্টিংপ্রীতি আমার ভালো লাগতো। পেইন্টিং নিয়ে কথা বলার সময়ে  আমি নৈকট্য অনুভব করতাম। প্রিয়জন মনে হত। আরেকটি বিষয়ে আমার তাঁকে কাছের মনে হতো— তিনি দৈনিক সংবাদে সাংবাদিকতা করেছেন। আমি দৈনিক সংবাদে দীর্ঘদিন কাজ করেছি শুনে উনিও খুশি হয়েছিলেন। জাহিদ ভাই জার্মানীর ডয়েছে ভেলেতেও কাজ করেছেন। সম্ভবত বাংলা বিভাগের প্রধান ছিলেন। ব্যক্তিগত জীবনে বাংলাদেশ বেতারের ডেপুটি মহাপরিচালকের পদ থেকে অবসর নেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জন্ম ১৯৪৯ সালে আসামের বদরপুরে।

.

জাহিদ ভাইয়ের সঙ্গে আমার মঞ্চে একাধিকবার কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে। কবি আমিনুর রহমানের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সে ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি একটি আমার লেখা কবিতা পড়েছিলাম, সেখানে একটি পঙক্তি ছিল : “কোনো বৃষ্টিই আর ইশ্‌কুল জীবন ফিরিয়ে দিবে না”….। কবিতা পড়া শেষে আমাকে তিনি বলেছিলেন— “আহা, দারুণ দারুণ রফি— “কোনো বৃষ্টিই আর ইশ্‌কুল জীবন ফিরিয়ে দিবে না”….

.

আজ থেকে আপনিও আর ফিরে আসবেন না প্রিয় জাহিদ ভাই। কোনো প্রার্থনাই আপনাকে আর ফিরেয়ে দিবে না পরমেশ্বর । 

সব লেনাদেনা চুকেবুকে অসংখ্য কাজ অসমাপ্ত রেখে চলেই গেলেন।

কত পরিকল্পনা করলেন আমার সঙ্গে আমার পেইন্টিং আর আপনার কবিতা নিয়ে…

যেখানে গেছেন, যে পৃথিবীতে গেছেন তা পৃথিবীর মানুষের কাছে কুয়াশাময়, আপনি এখন কুয়াশার ওপারে। ভালো থাকুন ওপারে—আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ।

.

সোমাবার, ১৫ জানুয়ারি ২০২৪

১ মাঘ ১৪৩০ । ঢাকা।

রফি হক : শিল্পী, ছাপচিত্রী, শিল্পলেখক, সম্পাদক। ভিজিটিং আর্টিস্ট এন্ড লেকচারার, ইউনিভার্সিটি অব শিকাগো। 

ছবি : কবি জাহিদুল হকের সঙ্গে। বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা