প্রচ্ছদগদ্যকরোনাকালে একটি কবিতার উৎস সন্ধানে

লিখেছেন : মতিন রায়হান

করোনাকালে একটি কবিতার উৎস সন্ধানে


ম তি ন রা য় হা ন

ড. ইসরাইল খান। এক নিবেদিতপ্রাণ গবেষক। গত পড়শু সন্ধ্যায় হঠাৎ ফোন করে কুশলাদি বিনিময়ের পর বললেন, ‘সেভেনে পড়া একটি কবিতার কয়েকটি লাইন শুনুন।’ তিনি লাইনগুলো পাঠ করে শোনালেন। তারপর বললেন, ‘বর্তমান করোনাকালে এই লাইনগুলো হতে পারে আমাদের জন্যে সান্ত্বনা কিংবা আশাবাদের উপলক্ষ্য। যদি সম্ভব হয়, তাহলে আমার রেফারেন্স দিয়ে ফেসবুকে এই লাইনগুলো উদ্ধৃত করে একটি স্ট্যাটাস দিন। আমি ফেসবুকে বাংলা কম্পোজ করতে পারি না।’
আমি বললাম, ‘কার কবিতার অংশ এগুলো?’
তিনি বললেন, ‘সম্ভবত শেখ ফজলল করিমের।’
আমি বললাম, ‘সম্ভবত বললে হবে না! সঠিকভাবে জেনে তবেই স্ট্যাটাস দিতে হবে। তা না হলে পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। আর এতে আমাদের দুজনকেই নিন্দামন্দ শুনতে হবে!’
তারপর তিনি বললেন, ‘আচ্ছা খুঁজে দেখি কার কবিতার লাইন।’
আমি বললাম, ‘আমিও চেষ্টা করে দেখি খুঁজে বের করতে পারি কি না।’
তারপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে একটি লাইন লিখে গুগলে সার্চ দিলাম। সঙ্গে সঙ্গে একটি সূত্র বের হয়ে এলো। তারপর আবার সার্চ দিলাম। এভাবে দু’তিনবার সার্চ দিয়ে পেয়ে গেলাম কবিতাটি। মজার ব্যাপার হলো, কবিতাটির স্ক্যান করা পৃষ্ঠাটিও পেয়ে গেলাম। তারপর পুরো কবিতাটি লিখে নিলাম খাতায়। স্ক্যান করা পৃষ্ঠার নিচের দিকে ছোটো করে লেখা ‘শিলার’ আর কবিতার শিরোনামের উপরে লেখা ‘তীর্থরেণু’। তারপর ‘তীর্থরেণু’ লিখে সার্চ দিয়ে পেয়ে গেলাম সত্যেন্দ্রনাথ দত্তের নাম। কিন্তু কবিতাটির ছন্দের সঙ্গে সত্যেন্দ্রনাথের কবিতার মেজাজ মেলে না। কবিতাটির নিচে ছোট্ট করে ‘শিলার’ লেখা কেন, সেটাও ধরতে পারছি না।
সঙ্গে সঙ্গে ইসরাইল ভাইকে ফোন দিলাম। বললাম, ‘পুরো কবিতাটি খুঁজে পেয়েছি। তবে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে ‘সত্যেন্দ্রনাথ দত্ত’, ‘তীর্থরেণু’ ও ‘শিলার’। এই তিনটির রহস্য উদ্ধার করা গেলে হয়তো আমাদের কৌতূহলের সমাধান মিলবে।
ইসরাইল ভাই বললেন, ‘আমাকে একটু সময় দেন। সত্যেন্দ্রনাথ দত্ত রচনাবলি আমার সংগ্রহে আছে। দেখি কোনো সূত্র পাই কি না।’
আবারও ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
প্রায় পনেরো মিনিট পর ইসরাইল ভাইয়ের ফোন।
বললেন, ‘তীর্থরেণু কবি সত্যেন্দ্রনাথ দত্তের ষষ্ঠ কাব্যগ্রন্থ। অনুবাদ হিসেবে দ্বিতীয় সংকলন। কবি তাঁর জীবিতকালে (১৮৮২-১৯২২) তীর্থরেণুর প্রথম সংস্করণ (১৯১০) দেখে যেতে পেরেছিলেন। এই গ্রন্থের কিছু কবিতা ভারতী ও প্রবাসীতে প্রকাশিত হয়েছিল। ‘
তারপর তিনি বললেন, ‘শিলার সম্ভবত মূল কবি। ইংরেজি ভাষার কবি হতে পারেন।’
আমি বললাম, ‘এবার আমাকে সময় দিন। চেষ্টা করে দেখি ‘শিলার’ কে এবং কোন্ ভাষার কবি উদ্ধার করতে পারি কি না।’
আবারও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
অতঃপর গুগলের শরণ নিলাম। Shiler লিখে সার্চ দিতেই মোবাইলের স্ত্রিনে ভেসে উঠলো বেশ কিছু সাজেশন। তারপর Schiller লিখে সার্চ দিতেই রহস্যের খানিকটা কিনারা পেলাম, এমনটাই মনে হলো। তারপর ইমেজে সার্চ দিলাম। স্ক্রিনে ভেসে উঠলো এক নায়কোচিত পুরুষের ছবি। ছবির নিচে লেখা Johann Cristoph Friedrich Von Schiller।
ডেসক্রিপশনে গিয়ে দেখি তিনি জার্মানির কবি। আরও লেখা Philosopher, Physician, Historian and Playwright। তাঁর জন্ম ১৭৫৯ সালের ১০ই নভেম্বর জার্মানির Marbach am Neckar-এ। আর মৃত্যু ১৮০৫ সালের ৯ই মে জার্মানির Weimar-এ।
যেহেতু জার্মান নাম সেহেতু নামটির সঠিক উচ্চারণ লেখা সম্ভব হবে কি না জানি না; তবে বাংলা উচ্চারণে এরকম লেখা যেতে পারে : জন ক্রিস্তফ ফ্রেডরিখ ভন শিলার। তবে Friedrich Schiller নামেই সমধিক পরিচিত। এরকমই দেখা গেল নেটে।
তারপর এই কবি সম্পর্কে আরও কিছু তথ্য পড়লাম নেটে। তিনি নন্দনতত্ত্ববিদও। বোঝা গেল, কবিতাটি ফ্রেডরিখ শিলারের। যেহেতু ‘তীর্থরেণু’ অনুবাদ কাব্য এবং কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের অনূদিত; তাই সত্যেন্দ্রনাথ দত্তের নিজের কবিতার মেজাজের সঙ্গে না মেলাই স্বাভাবিক।
রীতিমতো রহস্য উদ্ধারের উচ্ছ্বাসে আমি আপ্লুত। ইসরাইল ভাইকে ফোন দিয়ে সব জানাবো যখন ভাবছি, ঠিক এমন সময় তাঁরই ফোন। কবিতাটির উৎস সন্ধানের জার্নিটা সবিস্তারে তাঁকে জানালাম। তিনিও অভিভূত, উচ্ছ্বসিত। বললেন, ‘আমি জানতাম, আপনি এর রহস্য উদ্ধার করে ছাড়বেন। কারণ দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সাংবাদিকরাও গবেষক। সামান্য সূত্র থেকে বিরাট রহস্য উদ্ধারে তাঁদের তুলনা নেই! আমি এ কারণেই আপনার শরণাপন্ন হয়েছি। এখন কবিতাটি নিয়ে একটি স্ট্যাটাস দিন। আর সম্ভব হলে শিলারের কিছু কবিতা অনুবাদ করে একটি বই করুন।’
আমি বললাম, ‘এটা আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আমি জার্মান ভাষাও জানি না, জানি না ভালো ইংরেজিও।’
তিনি বললেন, ‘এ ব্যাপারে আপনাকে আমি সাহায্য করবো। দরকার হলে গ্যেটে ইনস্টিটিউটে নিয়ে যাবো। জার্মান ভাষা শিখবেন। ‘
আরও নানা কথা বললেন। আমি বললাম, ‘যদি শিলারের কবিতা আমার পক্ষে অনুবাদ করা সম্ভব হয়, তাহলে বইটি আপনাকেই উৎসর্গ করবো।’
তারপর এক ধরনের পরিতৃপ্তি নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
প্রিয় পাঠক, এতক্ষণ যে কবিতাটিকে ঘিরে এত কথা হলো, এবার সেটি পড়ে নিতে পারেন। বলতে দ্বিধা নেই, বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার মৃত্যুথাবা অস্থির করে তুলেছে পুরো মানবসম্প্রদায়কে। এই দুঃসময়ে সত্যেন্দ্রনাথ দত্ত অনূদিত ফ্রেডরিখ শিলারের কবিতাটি হতে পারে একরকম সান্ত্বনা বা শরণ। কবিতাটি পড়ুন এবার :
………………..
তিনটি কথা
…………………

মানুষের মনে আমি সযতনে
লিখে যাব তিন বাণী
অগ্নি আখরে পরাণের ‘পরে
অমর এ লিপিখানি;
আশা রেখো মনে, দুর্দ্দিনে কভু
নিরাশ হয়ো না, ভাই,
কোনোদিন যাহা পোহাবে না, হায়,
তেমন রাত্রি নাই।
রেখো বিশ্বাস, তুফান বাতাসে,
হয়ো না গো দিশাহারা,
মানুষের যিনি চালক, তিনিই
চালান চন্দ্র তারা।
রেখো ভালবাসা সবারি লাগিয়া,
ভাই জেনো মানবেরে,
প্রভাতের মত প্রভা দান কোরো
জনে জনে, ঘরে ঘরে।
মনে রেখো এই ছোট ক’টি কথা,
‘আশা’, ‘প্রেম’, ‘বিশ্বাস’,
আঁধারে জ্যোতির দরশন পাবে
পাবে বল, যাবে ত্রাস।
…………………..
মূল : ফ্রেডরিখ শিলার
অনুবাদ : সত্যেন্দ্রনাথ দত্ত

পুনশ্চ : ড. ইসরাইল খান। বাংলাদেশের সাময়িকপত্র গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল নাম। ‘বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি ও সমাজের অগ্রগতিতে সাহিত্য পত্রিকার ভূমিকা (১৯৪৭-১৯৭১)’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ভারত সরকারের আইসিসিআর স্কলারশিপে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সাময়িকপত্র নিয়ে উচ্চতর গবেষণা করেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণাগ্রন্থ হলো :
পূর্ব বাংলার সাময়িকপত্র : প্রগতিশীল ধারা (১৯৪৭-১৯৭১) প্রকাশক : বাংলা একাডেমি
পূর্ব বাংলার সাময়িকপত্র | প্রকাশক : বা/এ
মুসলিম সম্পাদিত ও প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা | প্রকাশক : বা/এ
বাংলা সাময়িকপত্র : পাকিস্তান পর্ব | প্রকাশক : বা/এ
সাময়িকপত্র ও সমাজ গঠন
ভাষার রাজনীতি ও বাংলার সমস্যা
মনীষা ও মনস্বিতা
মুক্তিযুদ্ধের পটভূমি
অদ্বৈত মল্লবর্মণ : জীবন ও কর্ম
কবি নজরুলের অসুস্থতা তর্ক-বিতর্ক ও দলিলপত্র
বুদ্ধিজীবীদের দ্বন্দ্ব ও সাহিত্যসমাজের অবক্ষয়
এরশাদের আমলে ভাষাকেন্দ্রিক রাজনীতি ও সাংস্কৃতিক বিতর্ক (১৯৮২-১৯৯০)
অদ্বৈত মল্লবর্মণ রচনাবলী | সংগ্রহ ও সম্পাদনা
মোহাম্মদ লুৎফর রহমান : জীবন ও চিন্তাধারা
আবদুল করিম সাহিত্যবিশারদের অভিভাষণসমগ্র | সম্পাদনা

[ড. ইসরাইল খান সংক্রান্ত তথ্যঋণ : গবেষক মামুন সিদ্দিকী ও ইন্টারনেট]


সূত্র : ইন্টারনেট

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. এরকম শিক্ষণীয় আলোচনা অব্যাহত থাকুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা