প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : দিলরুবা নীলা

গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা

দেখবে একদিন
……

দেখবে একদিন আমিও মেঘ হব
ছড়াব মুঠো মুঠো বিলাসি জলকণা।
রঙিন স্বপনেরা হাসবে দিনভর
শিউলিরঙে পায়ে আঁকব আলপনা।

আমিও রোদ হব ঠিক তো একদিন
আমার বুকে হবে সোনালি তরুলতা।
সুবাস ছড়াবেই সদ্য ফোটা ফুল
নদীরা ঢেউ তুলে ভাঙবে নীরবতা।

বাতাস ঠোঁটে ঠোঁটে জড়াবে কম্পন
আমিও সেইদিন শালিক পাখি হব
জোড়ায় বসে ডালে তাকিয়ে চোখে চোখে
মনের আনচানে কত যে কথা কব!

সত্যি একদিন তোমাকে ভুলে যাব
আঁচলে বেঁধে নেব নিঠুর নীরবতা
পাখির নীড়ে থাকে কতটা ভালোবাসা
বুঝেছ কোনোদিন?
মোটেও বোঝোনি তা।

তবুও তুমি কেন
……

টেবিলে পড়ে আছে কলম,খাতা,বই
নকশা আঁকিবুঁকি খাতার ভাঁজেভাঁজে
শুধুই নেই কাছে অধীর যাকে চাই
ব্যাথার ঘন্টাটা আকুল হয়ে বাজে।

তোমাকে মনে পড়ে রাতের নির্জনে
আকাশ ভরে বুঝি রুপোলি জোছনায়
নিরালা চাঁদ জানে এ-মন মনে মনে
মুঠিতে ভরে খুব জোনাক নিতে চায়

একটি নদী পোষো বুকের মাঝখানে
নেবে কি সাথে করে নিমিষে দেব ডুব
একটি নীলাকাশ তোমাকে দিতে চাই
তবুও তুমি কেন এতটা নিশ্চুপ?

তবুও ভালোলাগে
……

সন্ধ্যে হলে বুঝি আকাশ আঙিনায়
তারারা মেলে হাট।
পাখিরা ঘরে ফেরে শান্ত মাছরাঙা
বসে না দিঘিঘাট।

ব্যাথারা ঘোরে খুব মনের আঙিনায়
অলস বেলা জুড়ে।
নিরেট সোনাগুলো নিখাদ হয় বুঝি
আগুনে পুড়ে পুড়ে।

একটা চাঁদমতো মায়াবীমুখ খুব
ছড়ায় মিঠে ঘ্রাণ।
জানালা খুলে রাখি হঠাৎ যদি আস
এ-মন আনচান

আমোদী কিছু সুখ প্রহর গুনেগুনে
পায় না খুঁজে কুল।
জানিতো আসবে না তবুও ভালোলাগে
ভাবতে কিছু ভুল।


কোথাও আর নেই কেউ
……

শুরুটা বেশ বেগবান ছিল
বোশেখের ঝড় যেন
মুহূর্তেই তোলপাড় বাড়ন্ত ফসলের মাঠ।
বিজলির লেলিহান শিখায় উত্তপ্ত আকাশ,
পৃথিবী কিংবা মোহাচ্ছন্ন রমনী।
তখনও জলের ছলনা বোঝেনি প্রতীক্ষিত মাছরাঙা।
সে কি জানত উজান ভাটির খেলায় মাছেরাও হারাতে জানে?
যেমন প্রভাতে হারিয়ে যায় তারাদের হাতছানি।
কালের পরিক্রমায় হৃদয়হীন উচ্ছ্বাসে বিলীন হয় পৌরানিক নগরী
সৈকতে আঁকা বালুর ঘর আর তুমি।
লাভক্ষতির হিসাবনিকাশে একসময় হারিয়ে
যায় তিল তিল করে গড়ে ওঠা প্রেম।
তবু স্বপ্ন দেখি রোজ একটি ঝুলবারান্দা,দুকাপ কফি
আর একটি কবিতার খাতা।
বৃষ্টি ঝরে, জলের টুপটাপ শব্দে কে তোলে কষ্টের ঢেউ?
জানো নাই বুঝি তুমি ছাড়া আর কোথাও নেই কেউ।

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. কবিতাগুলো বেশ ভালোলাগলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা