প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : ফারুক নওয়াজ

গুচ্ছ কবিতা : ফারুক নওয়াজ


কেউ হেঁটে গেছে অন্ধকারের ভেতর

কেউ হেঁটে গেছে অন্ধকারের ভেতর
আবছা আলোয় তার পড়েছিল বিস্তৃত ছায়া
সে কী কুহক কোনো;
নিঃশ্বাসের শব্দ তার ভারী হয়ে বেজেছে হাওয়ায়

মধ্যরাত ডেকেছে আমায় দরোজার কড়ার শব্দে
আকস্মিক মনের অজান্তে দরোজা খুলেই গেছি
খোলাছাদে ঝুলে থাকা অন্তরীক্ষের নিকষ আঁধারে
কোথাও কেউ নেই; শুধু মিশমিশে তমসায়
কেউ চলে গেল পিঠ রেখে দক্ষিণের বনে

হয়তো ডেকেছিল সে-ই
হয়তো কড়া নেড়ে বলে গেল উত্তরে এসো

উত্তরে কী পাহাড় কোনো?
আমি শুনেছি তার কলকল নিঝরের ধারা

আমি যাইনি মায়ার পেছন; দেখেছি তার
প্রলম্বিত ছায়া অপসৃয় হয়ে

মিশে গেছে উত্তরের অচেনা আঁধারে…


ক্রমশ মিশে যাই ভূনিসর্গে

পৃথিবী আমাকে ঠেলে নিয়ে যায়
জাতীয়তাবাদের গণ্ডি থেকে
দেশের মানচিত্র থেকে ছিটকে দেয়
অবিভাজিত সসীম সীমায়
ব্যঙ্গ করে সমুদ্রের উত্তাল ঢেউয়ের গর্জন;
দেশ বলে কিছু নেই;
গণতন্ত্র!– সে তো নষ্ট দলতন্ত্রের চতুর পদ্ধতি:
লুটপাট
হিংসা
হিংস্রতা
লোভ ও জিঘাংসার ভুয়োদর্শনমাত্র!

রাষ্ট্রতন্ত্র স্বভাবত দলান্ধ ভোগচক্রী
কঞ্জুসের সরাইখানা;
মোসাহেব ও ক্রীতদাসের জন্মের কামশালা।

বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যায় অসীম শূন্যতায়
উত্তরে দক্ষিণে পুবে ও পশ্চিমে জলে অন্তরীক্ষে আদিগন্ত মহাসীমায়…
আমি মানুষ হয়ে হয়ে ক্রমশ লীন হয়ে যাই

মিশে যাই ভূনিসর্গে…


তোমার উপমা তুমি সবটুকু জুড়ে

ডানা ও ঠোঁটেই পাখি তার সুর ও সৌন্দর্যে সুন্দর
হরিণ তো মায়াবী চোখের জাদুতে ছড়ায় আবেগ
বাঘ তার গর্জনে শ্রেষ্ঠ শক্তির উপমাতে;

তোমার উপমা তুমি সবটুকু জুড়ে
অপূর্ব সুষমা ধরে রাখে অবয়বের দৃশ্যত যাকিছু
ওষ্ঠ নয় শুধু
নিতল দীঘির মতো চক্ষু নয় শুধু
নিবিড় মেদুর নিঃশব্দ হাসি নয় শুধু
নিকষ তমসার মতো দীর্ঘ কেশগুচ্ছে নয় শুধু

হৃদয়ের দৃশ্যায়িত নয় যে নীলাভ আবেগ
অন্ধকারে প্রবাহিত নির্ঝরের অনিন্দ্য শিঞ্জিনীসম
অপূর্ব কথার ঘুঙুর
টুপটাপ পাতাঝরা শব্দের মতো পুষ্পফোটা
হাঁটার শৈলীতে তোমার
রাগ ও অনুরাগে কখনো নীরব ক্ষোভের প্রকাশেও তুমি সৌন্দর্যের অপার আধার

পাখি ও মৃগ নও তুমি
ব্যঘ্রী নও তুমি
ময়ূরপেখমী নও তুমি
তোমার উপমা তুমি সবটুকু জুড়ে…

৪.
কখনো কী সেই বনে আমিই প্রথম

কখনো কী গেছি আমি সেই বনভূয়ে
যেখানে পড়েনি কারো পদছাপ আগে
যেখানে উদাস হাওয়া পাতাদের ছূঁয়ে
শিহরণ তুলে গেছে মিহি অনুরাগে
রঙিন পাখির পর
উড়ে উড়ে
পড়েছে হাওয়ায়
ঊষসীর আবাহনে জেগে গেছে মহুয়া কুসুম…
রাতভর জেগে থেকে
খদ্যোত ও
ঝিঁঝিরা ঘুমায়
তল্লার ঝাড় হতে ভেসে আসে হুহুম হুহুম।…

কখনো কী সেই বনে হেঁটে যাবো আমিই প্রথম
পদধ্বনি পেয়ে বন সচকিত হয়ে যাবে তখন ঠিকই
ঝরাবে বোশেখি গাছ চুকা আম নেচে ঝমঝম
ছড়াবে হলুদরেণু হিমঝুরি স্বর্ণালি সোনাঝিকিমিকি

কোনো এক নীলপাখি
প্রথম শোনাবে শিস
কোনো অতিথিকে
অসংখ্য রাঙাবক উড়ে যাবে জাওয়াঝাড় থেকে…
বুনোপথ ধরে আমি
হেঁটে যাবো উত্তরে
পাহাড়ের দিকে

যেখানে শেষের নদী দক্ষিণে গেছে এঁকেবেঁকে।

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা