প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : মাসুদুল হক

গুচ্ছ কবিতা : মাসুদুল হক

চেরোফোবিয়া ও অন্যান্য কবিতা

১.চেরোফোবিয়া

শব্দের ব্যবহার অনেকটা রান্না করার মতোই

প্রতিটি শব্দ সবজি
শব্দদের কেটে কেটে
ছলবাকল খুলে গুছিয়ে নিতে হয়

তারপর প্রয়োগের হাঁড়িতে চাপিয়ে
কিছুটা সৌন্দর্য;
কিছুটা স্বাস্থ্য;
কিছুটা সংযোগে
বোধপালিত শব্দ
কণ্ঠের চুলায় রান্না হয়ে বাক্য হয়ে ওঠে

তুমি দেখছি কবিতার সংসারে
বেশ ভালো রান্না শিখে গেছ;
আর আমি চেরোফোবিয়ায় ভুগছি!

.বিধবা

দুপুরে মাছের বাজার নিভে গেলে
পথ খুলে
নিভৃতে সন্ধ্যা এসে দাঁড়ায়
কামিনীর তলে

রান্নাঘর গল্প করে

গরম তেল টগবগিয়ে ওঠে
সমুদ্র ফেরত লাস্যময়ী ইলিশের গায়ে

জীবনের কোথাও লবণের গন্ধ নেই!

৩.আমার দোষ

সব কিছুতেই আমার দোষ
ভুল করে আয়নায় দাঁড়ালে ঐ যে দুটো প্রতিচ্ছবি
মুখোমুখি
চেয়ে দেখে কে কার বয়স বেশি!

বাস্তবে বৃদ্ধ
আয়নায় তরুণ
এই দুজনের কাছেই আমি অসহায়!

২.
তোমার খোঁপায় ঝরা গোলাপ তুলে দিয়েও
আমি মুকুল ভেবে ভুল করি

জানি কুঁড়ি এলেই ফুলের প্রস্ফুটন লুকানো
যাবে না
তবু মৃত শীতের পিঠে বসন্তের উত্তাপে এখন–
সব কিছুতেই আমার দোষ!

৪.সন্ধিকেন্দ্রে আমি ও চাঁদ

চাঁদ আমার শত্রুদের মধ্যে একা
সঙ্গীহীন, অমাবস্যয় লুপ্ত।
চাঁদ বস্তুত শত্রু পরিবেষ্টিত, যার লাবণ্যবিভায়
সারারাত মনোজ গল্প সাজিয়ে আমি
গভীররাত্রি পর্যন্ত মেতে থাকি!

চাঁদ আমাকে ত্রিধা বিভক্ত করেছে
দেহ,আত্মা ও সমাজের ত্রিশূলে
এবং আমার নির্জন গভীর গোপনে
তার ঠোঁট নিয়েছে আশ্রয়
বুঝি তার চক্রে এমনি আমার ক্ষয়!

আমি হাওয়ার ঘরে
বরফের দেয়ালে আটকে থাকি
রত্নখচিত অঙ্গে চাঁদ এসে অবলীলায়
সে ঘরকে বানায় সন্ধিকেন্দ্র!

চাঁদ আমার শত্রুদের মধ্যে একা
রহস্যময়, ভালোবাসায় গুপ্ত।

৫.ইহুদি নারী

যখন প্রতিটি জিনিসের ছায়া জুতার ফিতার মতো
লাল বর্ণে অদৃশ্য বাইপোলার চোখ
সিডার কাঠের গন্ধে ছড়িয়ে পড়ে চারদিকে

উলের রঙ্গিন স্কারলেট আগুনে
মনে হয় নিজেকে বদলে নেব
ফর্সা হবো ফর্সা!
তমুল ফর্সা!

৬.ফিলিস্তিন মেয়ে

জীবনের জোয়াল এখনো আমার ঘাড়ে

বছরের পর বছর যুদ্ধ
পালিয়ে বেড়ানো
পরাজয়, গ্লানি
তাই বুঝি আমি পৃথিবীর সবচেয়ে ফর্সা মেয়ে…


মাসুদুল হক ঢাকার জিন্দাবাহারে ৩রা জানুয়ারি ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন।
শিক্ষা স্নাতকোত্তর (দর্শন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; পিএইচডি করেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।বাংলা একাডেমির রিসার্স-ফেলো।
পেশায় সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।

প্রকাশিত গ্রন্থ :
কবিতা: ৫টি বাংলা ও ২টি ইংরেজি ভাষায়
ছোটগল্প: ৪টি, উপন্যাস: ১টি
প্রবন্ধ-গবেষণা: ৬টি, অনুবাদ: ৩টি
সম্পাদিত গ্রন্থ: ৩টি, সাক্ষাৎকার গ্রন্থ: ১টি
লিটল-ম্যাগ (সম্পা): শ্রাবণের আড্ডা (১৯৮৭-২০০০)
পুরস্কার: বগুড়া লেখক চক্র পুরস্কার (২০১১); চিহ্ন সাহিত্য পুরস্কার (২০১৩); চর্যাপদ সাহিত্য একাডেমী পুরস্কার (২০২২);
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা (লোকসংস্কৃতি) ২০১৪।

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. “শব্দের ব্যবহার অনেকটা রান্না করার মতোই ” তার প্রমাণ রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা