প্রচ্ছদকবিতাতিনটি কবিতা : হাসান আলীম

তিনটি কবিতা : হাসান আলীম


……………
আমি বাঘ দেখিনি : দেখেছি দীপ্তি
……………

এই প্রৌঢ় বয়সে আমি এখনো বাঘ দেখিনি
সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার দুচোখে দেখিনি।
বালক বয়সে দেখেছি মুক্তিযুদ্ধ,–
মুক্তিযোদ্ধা-গেরিলা দেখেছি কিন্তু একটা বাঘ দেখিনি।

এইতো সেদিন আইচ্যানেল আমার চোখ খুলে দিলো,
একটা সুন্দরী বাঘিনী এবং তার গর্জন আমাকে দারুণ জীবন্ত করেছে।
সে একজন একচোখা হরিণ,
কালো সোনা মানিকের চোখে ঠা ঠা বজ্র দীপ্তি ছড়িয়ে
চিতকার করে উঠলো–
‘কোন অধিকারে আমাকে রাজাকার বলছেন,
আমার বাপদাদারা মুক্তিযোদ্ধা’।

ওই বাঘিনীর প্রচণ্ড ছোবলে, বিজুরি দীপ্তির ঝলকে ঝলসে গেলো সে —
লেজ গুটিয়ে পালালো কালো শিয়াল!

আমি রয়েল বেঙ্গল টাইগার দেখিনি
দীপ্তি চৌধুরীকে দেখেছি, বাঘিনী দেখেছি।
জয় দীপ্তি চৌধুরী —
জয় মুক্তিযোদ্ধার উত্তর পুরুষ,
জয় সত্যের বিমল জয়।

……………….
ভয় নেই তাহেরা খাতুন
………………..

অজানা আশংকা করে কেঁপে ওঠে তোমার হৃদয়–
ছেলের দেওয়া ৫০০ পুতির তসবি ছিড়ে গেলো বলে কোন আফসোস করোনা বোন!
বিচ্ছিন্ন পুঁতিগুলোকে আবার একত্রে এক সুতোয় গ্রথিত করো–
জড়ো করো ছড়িয়ে ছিটিয়ে পড়া সোনার টুকরোগুলো,
সীসা ঢালা প্রাচীরের মতো ওরা আবার দাড়িয়ে যাবে।
কালো জোছনার গ্রাসে ওরা ভীতু নয়,
কালো অন্ধকার, জলপাই রঙের অস্বচ্ছ আবডাল শীঘ্রই কেটে যাবে —

তাহেরা খাতুন, সোনা বোন তুমি পুঁতির স্বর্ণ টুকরো গুলো একত্রিত করে তসবিহ মেরামত করো –
আবার ফু দাও বোন–
আয়াতুল কুরসি পড়ে, সুরা মুলক পড়ে জোরে জোরে ফুক দাও
তসবিহ দানারা আবার লু হাওয়ার মতো ছড়িয়ে পড়বে বহুভুজে, বৃত্তে, তুমুল ত্রিভুজে —
সরল রেখার মতো, মাথা উঁচু করা লম্ব আবার ফুকারি উঠবে!

তুমি অজানা আশংকা না করে বরং জায়নামাজের সবুজ চত্বরে সটান দাড়িয়ে যাও —
পুঁতির দানারা তোমার সন্তান!
মায়ের দোয়া সন্তান সন্ততির জন্য অব্যর্থ ওষুধ —
নিরাময় হবে, অনিবার্য প্রত্যুষের সূর্যোদয় হবে, নিশ্চিত সুন্দরে ভরপুর হবে তোমার আঙিনা!

………………..
আমার বিশ্বাস
………………..

আমার এখনো বিশ্বাস আছে সুদৃঢ় —
আল্লাহ ইচ্ছে করলে রহমতের ফেরেস্তা নাজিল করতে পারেন —
গাজা, খাজা ইউনিস থেকেও আল্লাহ আমাদের প্রতি বেশি দরদী।
শীঘ্রই সাহায্য আসবে আসমান ও জমিন থেকে!
যা ঘটার তা ঘটবেই —
তবুও আমি আল্লাহর সীমাহীন সাহায্যের খুব প্রত্যাশা করি।

হে বিবাদমান মানুষেরা তোমরা পরস্পর ধ্বংস যজ্ঞে জড়িয়ে পড়ো না।
তোমরা তো সকলেই কবরের মাটিতে পঁচে গলে মিশে যাবে–
এত অহংকার এত বাড়াবাড়ি কারো জন্য ভালো নয়!

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. হাসান আলীম কবিতায় সব সময়ই একটা মান বজায় রাখার চেষ্টা করেন।
    এই তিনটা কবিতায়ও তা লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা