প্রচ্ছদকবিতারবীন্দ্রনাথকে নিবেদিত কবিতাগুচ্ছ

রবীন্দ্রনাথকে নিবেদিত কবিতাগুচ্ছ

হাননান আহসান

রবীন্দ্রনাথ
……..

রবীন্দ্রনাথ গানের খাতা
রবীন্দ্রনাথ ছন্দে গাঁথা
রবীন্দ্রনাথ জীবন জুড়ে
রবীন্দ্রনাথ পাহাড় চূড়ে।

রবীন্দ্রনাথ নদীর ধারা
রবীন্দ্রনাথ পাগলপারা
রবীন্দ্রনাথ উতল বায়ু
রবীন্দ্রনাথ পরমায়ু।

রবীন্দ্রনাথ আকাশ পানে
রবীন্দ্রনাথ সূর্য স্নানে
রবীন্দ্রনাথ কুসুম শোভা
রবীন্দ্রনাথ মনোলোভা।

রবীন্দ্রনাথ বনস্পতি
রবীন্দ্রনাথ প্রাণের গতি
রবীন্দ্রনাথ নির্ভাবনা
রবীন্দ্রনাথ চাঁদের কণা।

রবীন্দ্রনাথ বিশ্বমাঝে
রবীন্দ্রনাথ সকল কাজে
রবীন্দ্রনাথ দিনযাপনে
রবীন্দ্রনাথ হৃদয় মনে।

রবীন্দ্রনাথ সবার বুকে
রবীন্দ্রনাথ থাকেন ঢুকে
রবীন্দ্রনাথ মাথার ছাতা
রবীন্দ্রনাথ কবির খাতা।

রবীন্দ্রনাথ সন্ধেবাতি
রবীন্দ্রনাথ দিবস রাতি
রবীন্দ্রনাথ বৃষ্টি ধোয়া
রবীন্দ্রনাথ শিশির ছোঁয়া।

রবীন্দ্রনাথ বটের ছায়া
রবীন্দ্রনাথ জীবন মায়া
রবীন্দ্রনাথ সবুজ মাঠে
রবীন্দ্রনাথ নিবিড় পাঠে।

রবীন্দ্রনাথ স্নিগ্ধ আলো
রবীন্দ্রনাথ ভালোর ভালো
রবীন্দ্রনাথ উজান-ভাটি
রবীন্দ্রনাথ নিখুঁত খাঁটি।

রবীন্দ্রনাথ গাছের পাতা
রবীন্দ্রনাথ নিবিড় ছায়া
রবীন্দ্রনাথ চিরকালীন
রবীন্দ্রনাথ অযুত মায়া।

রবীন্দ্রনাথ হাস্নুহানা
রবীন্দ্রনাথ তিনাঞ্জলি
রবীন্দ্রনাথ গন্ধ সুবাস
রবীন্দ্রনাথ কুসুমকলি।

রবীন্দ্রনাথ হিমেল বায়ু
রবীন্দ্রনাথ মেঘের কুচি
রবীন্দ্রনাথ রাত জোনাকি
রবীন্দ্রনাথ শুভ্র শুচি।

রবীন্দ্রনাথ প্রতিদিনের
রবীন্দ্রনাথ ঘর-বিছানা
রবীন্দ্রনাথ আশার আশা
রবীন্দ্রনাথ ইচ্ছেডানা।

রবীন্দ্রনাথ পরম্পরা
রবীন্দ্রনাথ আলোর মালা
রবীন্দ্রনাথ এই এখানে
রবীন্দ্রনাথ ছন্দ ঢালা।

রবীন্দ্রনাথ পারিবারিক
রবীন্দ্রনাথ চোখের তারা
রবীন্দ্রনাথ মন ভরানো
রবীন্দ্রনাথ পাগলপারা।

রবীন্দ্রনাথ কাজলরেখা
রবীন্দ্রনাথ বাঁশির সুরে
রবীন্দ্রনাথ সোনারকাঠি
রবীন্দ্রনাথ অচিনপুরে।

রবীন্দ্রনাথ রামধনু রঙ
রবীন্দ্রনাথ জোছ্না ঢাকে
রবীন্দ্রনাথ ঘুম জড়ানো
রবীন্দ্রনাথ স্বপ্ন আঁকে।

রবীন্দ্রনাথ প্রাণ অফুরান
রবীন্দ্রনাথ সজাগ আঁখি
রবীন্দ্রনাথ চার দেয়ালে
রবীন্দ্রনাথ কুটুমপাখি।

আমার রবীন্দ্রনাথ
………

বৃষ্টি মেখে গাইতে পারি
মনের ভিতর দিচ্ছে উঁকি
প্রাণের প্রিয় গানগুলি সব
রবীন্দ্রনাথ অভিমুখী।

ছপছপে জল ঘাসের উপর
ছুটতে ছুটতে সরছে পা’টা
অমনি দেখি বৈশাখী ঝড়
উচ্ছ্বাসে খুব বিঁধছে গা’টা।

একটু পরেই সোনা-রোদের
মিশেল-ঝুরি করছে খেলা
আমার মাথায় ঠিক তখনি
গীতাঞ্জলি ভাসায় ভেলা।

রিনিকঝিনিক গাছের পাতা
মেঘ-সুবাসে ছন্দে নাচে
প্রজাপতির ডানায় উড়ে
যাই চলে ফের তাঁরই কাছে।

যখন থাকি যেমন থাকি
প্রতিদিনের কাজের ফাঁকে
রবীন্দ্রনাথ আমার মনে
হিজিরবিজির স্বপ্ন আঁকে।

স্বপ্ন আঁকে রবীন্দ্রনাথ
………

মনের ভিতর

রবীন্দ্রনাথ
চোখের তারায়
রবীন্দ্রনাথ
পাহাড় চুড়োয়
রবীন্দ্রনাথ
বন জড়িয়ে
রবীন্দ্রনাথ।

স্রোতবাহারি

রবীন্দ্রনাথ
ঝরনাঝুমুর
রবীন্দ্রনাথ
মাঠমেদুরে
রবীন্দ্রনাথ
খোলা হাওয়ায়
রবীন্দ্রনাথ।

পেঁজা তুলোয়

রবীন্দ্রনাথ
বৃষ্টি ঝরায়
রবীন্দ্রনাথ
ভোরাই সুরে
রবীন্দ্রনাথ
সাঁঝের আলোয়
রবীন্দ্রনাথ।

শীতল ছায়ায়

রবীন্দ্রনাথ
ঘর-দুয়ারে
রবীন্দ্রনাথ
সাতসাগরে
রবীন্দ্রনাথ
অচিনঘরে
রবীন্দ্রনাথ।

সবুজ পাতায়

রবীন্দ্রনাথ
জোছ্না গুঁড়োয়
রবীন্দ্রনাথ
বই-খাতাতে
রবীন্দ্রনাথ
স্বপ্ন আঁকে
রবীন্দ্রনাথ।

শ্রদ্ধা জানাই
……….

সার্ধ শতবর্ষে কবির
অনুষ্ঠানের বাণে
হুল্লোড়ে খুব
মাতছে সবাই
কাব্য-ছড়া-গানে।

গুচ্ছ গুচ্ছ পদ্য লেখেন
হাল আমলের কবি
সংকলনে
হচ্ছে ছাপা
সঙ্গে বড়ো ছবি।

সেই লোভে আজ ডাইরি খুলে
আঁকিবুঁকি কাটি
কিন্তু বাপু
কেউ বলেনি
হচ্ছে লেখা খাঁটি।

তা হোক, তবু রাত্রি জেগে
শ্রদ্ধা জানাই তাঁকে
মনের কোণে
রবীন্দ্রনাথ
নিবিড়ভাবে থাকে।

আলোর মালা
……….

মিথ্যে তো নয়, সত্যি কথা
দোষ কারো নয় মোটে
রেল ঝমাঝম রেল ঝমাঝম
ঘাটশিলাতে ছোটে।

সত্যি বলছি বকলো না কেউ
বললো না ফাজলামি
পশুরাজের কেশর ছুঁয়ে
যখন উর্দ্ধগামী।

দিদিমণি স্তব্ধ হলেন
এবং সুরঞ্জনা
বাতাস এসে পাক খেলো যেই
উড়লো ধূলিকণা।

মেঘপরিরা দৌড়ে এলো
বুঝিনি কোন্ কাজে
চারিদিকে আলোর মালায়
শঙ্খধ্বনি বাজে।

শক্তি-সুনীল হুড়মুড়িয়ে
দাঁড়ায় এসে কাছে
ভিড়ের মধ্যে খোঁজ পেয়েছি
রবীন্দ্রনাথ আছে।

আসল খবর
……..

তখন ছিল সন্ধ্যা, রাস্তা ছিল ফাঁকা
রঘুপুরে কোথাও চাঁদ ছিল না বাঁকা
হনহনিয়ে আঁধার নামে একলা একা
পথের ধারে বটের ঝুরি যায় না দেখা
জবুথবু নিঝুম থাকে গুলনচটা
আশেপাশে ছমছমে খুব ঘনঘটা
সেখান দিয়ে যাচ্ছিল এক ফেরিওলা
এমন করে বেহিসেবী তাদের চলা
হঠাৎই কেউ থমকে দাঁড়ায় সামনে দূরে
রক্ত তখন জমাট বাঁধে শরীরজুড়ে
দিনেরবেলা বটের ঝুরি হাওয়ায় নাচে
খেলতে টেলতে কেউ আসে না ধারে কাছে
সেইখানে রাত, ঘটবে কি কি বলতে পারো
দুধেল মিহি অট্টহাসি এবং আরো
ফেরিওলার পা ওঠেনা ঝাপসা চোখে
তার সাহায্যে আসল না কেউ কোনো লোকে।

সকালবেলা রাখাল বালক খবর আনে
দাবানলের মতো ছড়ায় কানে কানে
দৌড়ে আসে পাড়ার নেতা তরুণ বুড়ো
জানতে গিয়ে চেল্লামিল্লি তাড়াহুড়ো
সবাই দেখে ঝাঁকার ভিতর অনেক কিছু
ভাঙা বোতল ছেঁড়া কাগজ মাটির লিচু
মরচে পড়া পানের ডিবা নোংরা টাকা
নোবেল চুরির টাটকা ছবি যত্নে রাখা
অবাক সবাই, পুলিশ ডাকে এক্কেবারে
রবির পদক চুরির হদিশ মিলতে পারে
কিন্তু বাপু চোখ খোলে না ফেরিওলা
আসল খবর কক্ষনো তাই যায়নি বলা।

আমার আছে
……….

আমার আছে
একটা আকাশ
বকুল-চাঁপা-হাস্নুহানা
আর কী আছে—
রামধনু রঙ
মাথার উপর সামিয়ানা।

আমার আছে
জোছনা্ পরি
সপ্তডিঙা সাগরপারে
আর তো আছে—
ছন্দযাপন
বুকের ভিতর ঘন্টা নাড়ে।

আমার আছে
দূর নীলিমা
কমনীয় চন্দ্রিমা রাত
আর যা আছে—
শরীরজুড়ে
সুরের মাঝে রবীন্দ্রনাথ।

প্রাণের প্রিয়
………

কী লিখি যে তাঁকে নিয়ে
তাঁর মতো কেউ
নাই যে
বটবৃক্ষের ডাল ছুঁতে যাই
হয় না ছোঁয়া
তাই যে !!

জোছ্না গুঁড়ো ছড়ায় আকাশ
স্নিগ্ধতা তাই
পাই যে
হিমালয়ের চুড়োয় উঠি
সেই ক্ষমতা
নাই যে !!

বৃষ্টি ফোঁটা টাপুরটুপুর
আনন্দে খুব
ধাই যে
অতল সাগর হাতছানি দেয়
তার কাছে ফের
যাই যে !!

ঘুমের ভেতর স্বপ্ন ভাসে
দিনযাপনে
চাই যে
রবীন্দ্রনাথ প্রাণের প্রিয়
সুরেলা গান
গাই যে !!

রবীন্দ্রনাথের প্রতি
…………

খুন-জখমের চলছে লড়াই
দাপাচ্ছে কার দাপুটে হাত
এসব দেখে ভিরমি খেতে
সত্যি বলছি রবীন্দ্রনাথ!

মা-বোনেরা আতঙ্কিত
অরাজকের ঘাত-প্রতিঘাত
আমরা কিন্তু ভয় পেয়েছি
করতে কী হে রবীন্দ্রনাথ!

বিবেক যখন অবিবেচক
দিনগুলি হয় ভয়াল রাত
কোন লেখা সেই প্রেক্ষাপটে
ফেলতে লিখে রবীন্দ্রনাথ!

না-মানুষের হিতৈষণা
থালায় রাখে ভিজিয়ে জাত
চোখ বুজিয়ে যিনি থাকুন
পারতে তুমি রবীন্দ্রনাথ!

তোমার প্রিয় বাংলাভাষা
খিস্তিখেউড় ছড়িয়ে মাত
তখন জানি, উগরে দিতে
প্রেস মিটে সব রবীন্দ্রনাথ!

রবিঠাকুরকে নিবেদিত
……….

একটা মানুষ এত্তো বড়ো যায় না ছোঁয়া তাঁকে
এই কথাটি কতবার যে শোনাই বাবা-মাকে
মা বলে তোর মানুষটি কে
খাতায় দে-না নামটি লিখে
আমি বলি, ওই তো তিনি দূর গগনের তারা
মা যে বোকা খুঁজেই মরে খুঁজেই হলেন সারা।

বাবা বলেন, প্রিয় মানুষ সবার থাকে জানি
তোর মানুষটি বলতো কে রে দেয় কি কিছু বাণী
কথার ঘায়ে বাক্যহারা
অট্টহাসি হাসেন কারা
মা’কে বলি, যার গানেতে হয় যে উজান-ভাটি
তিনি আমার বুকের মাঝে আছেন আঁটিসাঁটি।

হকচকিয়ে যান যে বাবা, বল্ না ভালো করে
আমি বলি, কী করে আর বোঝাই ধরে ধরে
ভোরের সুবাস সাঁঝের বাতি
তাঁর কাছে ফের হাতটি পাতি
তিনি হলেন সার্বজনীন শিল্পীত এক হীরে
সব হৃদয়ে আছেন তিনি সবখানেতে ভীড়ে।

আরও পড়তে পারেন

3 COMMENTS

  1. চমৎকার সব কবিতা। অপূর্ব বৈচিত্র্যময় শ্রদ্ধা জ্ঞাপন। কবিকে অভিনন্দন জানাই।

  2. অপূর্ব সব কবিতা। ছন্দ কথা আর মর্ম। কবিকে অভিনন্দিন জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা