spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদতরজমাশের ও শায়েরি : বিদ্রোহের কবিতা -৩

শের ও শায়েরি : বিদ্রোহের কবিতা -৩

অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু


“বাতিল সে দাবনে ওয়ালে এ্যয় আসমান নেহি হাম,
সো বার কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা।”
— আল্লামা ইকবাল
(হে আকাশ, আমরা অসত্যের কাছে পরাজিত হবো না,
তুমি বহুবার আমাদের দৃঢ়তার পরীক্ষা নিয়েছো।)


“মওত হর শাহ-ও-গাদা কো খাব কি তাবির হ্যায়,
ইস সিতমগার কা সিতম ইনসাফ কি তসবীর হ্যায়।”
— আল্লামা ইকবাল
(বাদশাহ ও দরিদ্রের স্বপ্নের অভিন্ন ব্যাখ্যা হচ্ছে মৃত্যু,
এই নিষ্ঠুর অত্যাচারীর সৃষ্ট সন্ত্রাসই ন্যায়বিচারের চিত্র।)


“জিল্লত কি জিন্দেগি সে বেহতর হ্যায় লাখ মওত,
ছোটি সি ইয়ে জিন্দেগি পর রোইয়া না কিজিয়ে।”
–আল্লামা ইকবাল
(অপমানের জীবনের চেয়ে লক্ষবার মৃত্যুবরণ করা উত্তম,
অতএব সংক্ষিপ্ত এই জীবনের জন্য কান্নাকাটি করো না।)


“জুলম সেহনা ভি তো জালিম কি হিমায়াত ঠহরা,
খামোশী ভি তো হুই পুশত-এ-পানাহ কি তরহ।”
–পারভিন শাকির
(অত্যাচার সহ্য করার অর্থ অত্যাচারীকে উৎসাহ দান করা,
মুখ বন্ধ করে থাকাও নিপীড়ককে প্রশ্রয় দেওয়ার শামিল।)


“কিতনে আজিব হোতে হ্যায় লোগ,
গলত সাবিত হোনে পর মাফি নেহি মাঙ্গতে
বালকি আপকো গলত সাবিত করনে মে
আপনি পুরি তাকত লাগা দেতে হ্যায়।”
— সন্দীপ নাথ
(মানুষ কে কেমন অদ্ভুত বৈশিষ্টের হয়ে থাকে,
তার কাজ ভুল প্রমাণিত হলেও ক্ষমা চায় না,
বরং তুমিই অন্যায় করেছো এমন প্রমাণ করতে
সে তার নিজের পুরো শক্তি নিয়োগ করে।)


“জব জুলম-ও-সিতম কে ‘কোহ-এ-গিরান’
রুই কে তরহ উড় জায়েঙ্গে,
হাম মাহকুমো কে পাও তলে জব
ইয়ে ধরতি ধড় ধড় ধড়কায়েগি।”
— ফৈজ আহমদ ফৈজ
(যখন অত্যাচার-নিপীড়নের উঁচু পর্বত
উড়ে যাবে তূলার মতো,
শাসিতের পায়ের নিচের এই মাটি
হৃদস্পন্দনের মতো কাঁপতে থাকবে।)


“মেরে টুটে হোঁসলে কে পর নিকালতে দেখ কর
উসনে দিওয়ারো কো আপনি আউর উঁচা কর দিয়ে।”
—আদিল মনসুরী
(আমার ভাঙা সংকল্পে আবার পালক গজাতে দেখে
সে তার নিজের প্রাচীরগুলোকে আরও উঁচু করেছে।)


“মেরা জমীর মেরা এতবার বোলতা হ্যায়,
মেরি জুবান সে পরওয়ারদিগার বোলতা হ্যায়,
কুছ আউর কাম উসে আতা হি নেহি শায়েদ,
মাগার ওহ ঝুট বহুত শানদার বোলতা হ্যায়।”
— রাহাত ইন্দোরি
(আমার বিবেক আমার বিশ্বাসের কথা বলে,
আমার জিহ্বায় কথা বলেন স্বয়ং আল্লাহ।
হয়তো সে অন্য কোনো কাজ করতে পারে না,
কিন্তু সে খুব চমৎকার মিথ্যা বলতে পারে।)


“সিনা ঠোক কে গলত কো গলত কাহো,
সরকার চাহে কিসি কা ভি হো।
কিউকি ইতিহাস হামেশা দিলেরি কা
লিখখা জাতা হ্যায়, দালাল কা নেহি।”
— সুলতান মির্জা
(যে কোনো দলের সরকার হোক না কেন,
তুমি বুক চাপড়ে অন্যায়কে অন্যায় ভুল বলো,
কারণ ইতিহাসে সবসময় বীরের কথা লেখা হয়,
কোনো দালালের ইতিহাস লেখা হয় না।)

১০
“না পুছ মেরে সবর কি ইমতিহান কাহা তক হ্যায়,
কর লে তু সিতম তেরি হাসরত জাহা তক হ্যায়,
ওয়াফা কা উম্মিদ জিনহে হোগি তো উনহে হোগি
হামে তো দেখনা হ্যায় তু বেওয়াফা কাহা তক হ্যায়।”
— সুশীল কুমার উপাধ্যায়
(আমার ধৈর্য্যের সীমা কতটা তা জানতে চেয়ো না,
তোমার যত খুশি আমাকে অত্যাচার করতে পারো,
যে আমার আনুগত্য আশা করবে, সে তা করবে,
তুমি কতটা বেঈমান আমরা তা দেখতে চাই।)

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ