প্রচ্ছদকবিতাসাম্প্রতিক কবিতা : মুহম্মদ মতিউল্লাহ্

সাম্প্রতিক কবিতা : মুহম্মদ মতিউল্লাহ্

সেজদাকে চিঠি

সেজদা, তোর মনে আছে বাবার রেখে যাওয়া সেই বইটি?

আমার বইয়ের আলমারিতে কোথাও খুঁজে পাচ্ছি না…. বাবা বলেছিলেন দাদিমার যত্নে রাখা সেই বই, তাঁর অকালপ্রয়াত শিশু পুত্রের, ১৯১৬ সালে যার জন্ম এবং ১৯২৬-এ বাবার জন্মের আগে অকাল প্রয়াণ— বইয়ের প্রথম পাতায় একটা অস্পষ্ট আবছায়া — বাবা বলেছিলেন দাদিমার কান্নার অশ্রু ওই দাগ! ‘কৃষিগাথা’ নামের সেই শিশুপাঠ্য বইটি কতবার আমরা নাড়াচাড়া করেছি আমাদের ছেলেবেলায়।..

এখন বইয়ের ভিড়ে কোথাও খুঁজে পাচ্ছি না ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া গ্রামের বাড়ি, ডালিমতলার ছায়া.. দুপুরের রোদ.. এক একটি চৈত্রমাস …. আর তোর ছবি আঁকার খাতায় জেগে থাকা ‘সোনার তরী’।

সেজদা, তোর কাছেই কি আছে সেই বই? যদি থাকে কী যে ভালো হয়.. একশো বারো বছরেরও বেশি পুরনো সেই বই বাবা রেখে দিয়েছিলেন, আমি রেখে দিয়েছিলাম তুই রেখে দিয়েছিলি, তারপর ভিড়ের ভিতরে, অপ্রয়োজনের ভিতরে কোথায় হারিয়ে গেল! যদি তোর আলমারিতে থাকে একবার আমাকে পাঠাস

শুধু ছুঁয়ে দেখে নিয়ে আবার তোকে পাঠিয়ে দেব।

কত বড় একটা দুপুর

কত বড় একটা দুপুর আমাদের পাড়ায় এসেছে
অনেক দূর থেকে আমরা তাকে দেখতে পাচ্ছি
একটা কেবল শূন্যতার রাজভাণ্ডার তার মাথায়..
সে হেমন্তকে বলেছে এখন যাও, তোমার ঘুমের সময়…
সে বসন্তকে বলেছে ফাল্গুনের বনে বনে তোমাকে দেখে এলাম আসার সময়..
এই তো তোমার হারিয়ে যাওয়া..
তার ভাণ্ডার ছড়িয়ে দিচ্ছে ধূলিধূসরতায়

কত বড় একটা ঝাঁ ঝাঁ দুপুর
তার ঘুম নেই, নাওয়া খাওয়া নেই
শুধু পাড়ায় পাড়ায় তার সুদূর বেড়াতে আসা।
একটি জামগাছ একটি প্রাচীন অশ্বত্থ
চোখে মুখে জল দিয়ে তার জন্য বসে আছে।
আমাদের পাড়া ছাড়িয়ে সুদূর এক পুষ্করিনীপাড়ে
তৃষ্ণার্ত তার ছায়া ভাসছে
পাড়ার ছেলেরা সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে
উৎসবের মেজাজে

তারা এখন দুপুরের কাছে যাবে।

উপহার

তোমার পাঠানো শার্ট খুব সুন্দর গায়ে হয়েছে
এত আরামপ্রদ সহজ অনায়াস—
একমাত্র তুলনা হতে পারে
পুরনো পোশাকের সঙ্গে :
পুরনো পোশাক, কেউ জানেনা, কী সঙ্গোপন সুখ

এখন তুমি কাছে নেই, দূর থেকে, অনেক দূর থেকে ভেসে
আসছে তোমার দূরভাষ

একাকী বাড়িতে বেজে উঠছে নিঃসঙ্গ রোদ হয়ে, শূন্য
আকাশ হয়ে

একা থাকলে বাড়ি আর বাড়ি থাকেনা
এই শূন্যতা তোমার উপহার হয়ে বাজে…

যাওয়া

বিছানায় ছড়ানো ছেটানো বইপত্র.. লেখার টেবিল কাঁপছে
সন্ধ্যা মোমের আলোয়, ক্রমশ গলে গলে পড়ে…
পেনসিল গড়িয়ে যাচ্ছে মেঝে জুড়ে
ধোঁয়ায় বিলীন সাঁঝের লোবানকাঠি.. মায়াবি সুগন্ধে
কত লোক আজ তোমার বাড়িতে এসেছে
শুধু তোমার চোখ ঘন হয়ে আছে এক সুদূর বন্ধুতায়..

তুমি চলে যাবে বলে বাঁশগাছ নুয়ে আছে পানির ছায়ায়..

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. কবিতাগুলো ভালো লেগেছে। এমন কবিকেই তো আমি খুঁজছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা