মুরিদ বারগুতি
১৯৪৪ সালে দেইর গাসসানি গ্রামে জন্ম। কুয়েতে চার বছর শিক্ষকতা এবং কায়রোয় ‘ফিলিস্তিন রেডিও-য় কাজ করেছেন। বুদাপেস্টে পিএলও প্রতিনিধি ছিলেন। বর্তমানে কায়রোয় বসবাস করছেন। দেশপ্রেমমূলক কবিতা দিয়ে শুরু করলেও তিনি আধুনিক আবেগ এবং নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন কবিতা নিয়ে। ১৯৭৭ সালে কায়রোর আমেরিকান ইউনিভার্সিটি তাকে নাগিব মাহফুজ সাহিত্য পুরস্কার-এ ভূষিত করে। তিনি সাকাকিনি জেনারেল এ্যাসেমব্লি-র সদস্য।
ব্যতিক্রম
তারা সবাই উপস্থিত
নদী এবং ট্রেন
শব্দ এবং জাহাজ
আলো এবং চিঠি
সান্ত্বনার টেলিগ্রাম
ডিনারের আমন্ত্রণ
কূটনৈতিক থলে
উড়োজাহাজ
সব হাজির… সব
নেই কেবল স্বদেশের দিকে আমার পদক্ষেপ…