spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদতরজমাফিলিস্তিনি কবি রেফাত আলারির কবিতা

জহির হাসান অনূদিত

ফিলিস্তিনি কবি রেফাত আলারির কবিতা

যদি আমারে মরতেই হয় 

আমারে যদি মরতিই হয়,

তোমারে বাঁচতেই হবে

আমার কিচ্ছাখান কওনের লাগি

আমার জিনিসপত্তর সব বিক্রি করতে

এক টুকরা কাপড় কিননের লাগি

আর এক টুকরা দড়ি ,

(একটা লম্বা লেজ দিয়া সেইটারে সাদা করলে চলবে)

যাতে কোনো শিশু, গাজার কোনোখানে

আকাশে তাকাইলে চোখে বেহশতে তার বাপেরে দেখে

বাপজান ওয়েট করতেছে 

কাউরে হাত নাড়ি বিদায় জানাইতেছে না

তার পোলারেও না

নিজেরেও না

ঘুড়ি দেখে সে, তোমার বানানো আমার ঘুড়ি, উপরে উড়তেছে

আর এক লহমার লাগি ভাবো তো একজন ফেরেশতা সেইখানে হাজির

ভালবাসা ফিরায়ে আনতেছে

যদি আমারে  মরতেই হয়

সেই মওতরে আশা হইতে দিও 

সেই মওতরে একখান কিচ্ছা হইতে দিও!

[বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ গাজায় ইসরায়েলি হামলায় তরুণ ফিলিস্তিনি কবি রেফাত আলারির নিহত হইছেন। কবি রেফাত আলারির গাজার ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্য বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উনি  সেইখানে শেকসপিয়ার ও অন্যান্য বিষয়ে পড়া্ইতেন।]

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

খান কাওসার on দীর্ঘ কবিতা : কসম
মেজু আহমেদ খান on দীর্ঘ কবিতা : কসম
নয়ন আহমেদ on দু’টি কবিতা
নয়ন আহমেদ on পাখিমানুষ