spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাএকুশের কবিতা : মহিবুর রহিম

একুশের কবিতা : মহিবুর রহিম

[সুবল দার কিছু স্মৃতি ভুলতে পারি না। ২০১৪ সালের মার্চ মাসে হঠাৎ একটি ফোন পাই।আমি বললাম হ্যালো কে বলছেন? অপর প্রান্ত থেকে তিনি আমার হ্যালোর উত্তর না দিয়ে আমার একটি কবিতা অসাধারণ দরদ মিশিয়ে আবৃত্তি করছেন। কবিতাটির নাম ‘মাতৃভাষা’।

তাঁর সুললিত কণ্ঠের আবৃত্তিতে আমি প্রায় নিঃস্তব্দ হয়ে শুনি। তিনি বললেন আমার নাম সুবল কুমার বণিক।ব্র্যাকের জনসংযোগ বিভাগে কাজ করি।আপনার এ কবিতাটি আমার খুব ভাল লেগেছে। আমার বিবেচনায় ‘মাতৃভাষা’ শিরোনামে রচিত কবিতাগুলোর মধ্যে অন্যতম একটি কবিতা।কবিতাটি আমি মাতৃভাষা বিষয়ক একটি কবিতা সংকলনে অন্তভূক্ত করতে চাই।আপনার অনুমতি প্রয়োজন। আমি তাঁকে শ্রদ্ধার সাথে অনুমতি দিলাম।
এটা ছিল তাঁর সাথে আমার প্রথম আলাপ ও পরিচয়। কবিতাটি প্রথম সাত রঙ -এ প্রকাশিত হয়।সেটিও তিনি সম্পাদনা করতেন।পরে বন্ধু কামরুজ্জামান কাজলের সৌজন্যে চন্দ্রাবতী একাডেমিতে সুবল দা’র সাথে বহুবার কথা হয়েছে, আড্ডা হয়েছে।তিনি বলতেন আপনার লেখার মান ভাল। যারা মাঠ দখল করে আছে তাদের অনেকের লেখারই মান ভাল নয়। আপনি লিখে যান, একদিন মূল্যায়ন পাবেন।সুবল দা আমার বেশ কয়েকটি কবিতা সাত রঙে প্রকাশ করেছিলেন।

সুবল দা, ভাল থাকবেন অনন্ত যাত্রায়, আপনার জন্যে শুভ কামনা নিরন্তর।…]

মাতৃভাষা

আশার মতন রঙিন পাখা তার
সে উড়ে এক ভাবের ঘুড়ি হয়ে
কত জনম জনম ধরে চলা
থামে না তার ইচ্ছে জলধারা।

সময়কে সে তারার দানা করে
যত্ন করে মালায় গেথে রাখে
তার অনুরাগ প্রতিজনের বুকে
যুগের সাথে যুগান্তকে বাধে।

শহীদের লাল চেতনা

রৌদ্রে জ্বলছে শহীদের লাল চেতনা
বাতাসের আগে বয়ে চলে দ্রোহী দিন
এভাবেই আজ ফেব্রুয়ারির দেনা
আকাশের মতো নীলিমায় উড্ডীন।

দিন বেড়ে চলে হৃদয় জাগানো রঙে
কোটি কোটি মন অক্ষয় মেঘে মেঘে
ওরা ফিরবে না ওরা আকাশের সঙ্গে
বেদনার মত চিরদিন জেগে আছে।

ওদেরই গল্প সূর্যোদয়ে ফোটে
রক্তের মত তাজা তাজা সব ফুলে
মৃত রাত্রির বুক চিড়ে জেগে ওঠে
সম্ভাবনার মত ওরা সব দোলে।

মাতৃভাষা

ভাষার মাঝে জড়িয়ে আছে বহু যুগের আশা
জড়িয়ে আছে স্বপ্ন ও সাধ দুঃখ ভালবাসা
হরফগুলো আগলে রাখে মানব মনের সৃষ্টি
যা পারে না চেতনালোক যা পারে না দৃষ্টি।

কত মনের কত আবেগ কল্পনা আর সত্য
মহাকালের সাধনাতে পাওয়া অনেক পথ্য
সব কিছুরই প্রকাশ ঘটে অর্থবোধক শব্দে
যা ঘটেছে নিকট কালে যা ঘটেছে অব্দে।

চেতনলোকের প্রকাশ এবং বিকাশ আনে ভাষা
তারই মায়ায় জমে ওঠে সভ্য হওয়ার আশা
তারই ফ্রেমে বাঁধা পড়ে যুগান্তরের জ্ঞান
লক্ষ কোটি মানব মনের সাধনা আর ধ্যান।

সৃজনলোকের মর্মকথা লুকিয়ে ভাষার বুকে
নদীর মত বয়ে চলে মনের চেতনলোকে
ভাষা ছাড়া স্বপ্ন কোথায়, কোথায় এত আশা
মানব মনের শ্রেষ্ঠ প্রকাশ তাইতো মাতৃভাষা।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ