spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েশিশুদের মনন ও মানসিকতাকে ঋদ্ধ করবে ‘কথার কথা'

লিখেছেন : রাইয়ান খান পাঠান

শিশুদের মনন ও মানসিকতাকে ঋদ্ধ করবে ‘কথার কথা’

রাইয়ান খান পাঠান

গত শতকের নব্বই দশকের আলোচিত কথাসাহিত্যিক ও ছড়াকার রফিক মুহাম্মদ। সাহিত্যের সব শাখায় তাঁর অবাধ বিচরণ হলেও গল্প এবং ছড়ায় রয়েছে তার বিশেষ পারদর্শিতা। তাঁর লেখায় রয়েছে বহুমাত্রিকতা। মূলত তিনি আদর্শবাদী বা আধ্যাত্মবাদী চেতনার লেখক। এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়ে তার নতুন ছড়ার বই ‘কথার কথা’।

‘কথার কথা’ এর আভিধানিক অর্থ যে কথার কোন মানে নেই বা অর্থ নেই। কিন্তু যদি এটাকে আলাদা করে পড়া হয় অর্থাৎ কথা এর কথা তাহলে এর অর্থ দাঁড়ায় কথা নিয়ে বা কথার বিষয়ে কথা। রফিক মুহাম্মদ তার এ বইয়ে কথার বিষয়েই নানান কথা তুলে ধরেছেন।

কথা–

 সে তো অনেক কথা/স্মৃতি কথা ইতি কথা/নীতি কথা গীতি কথা/অল্প কথা স্বল্প কথা/গল্প কথা কল্প কথা…

এরকম কথা নিয়েই দীর্ঘ ছড়ার বই কথার কথা। শিশুদের মেধা ও মননকে আদর্শবাদী চেতনায় গড়ে তোলার জন্য এ বইটি সহায়ক ভূমিকা রাখবে। 

‘ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাক’ রাসূল (স) এর উপর অবতীর্ণ সর্ব প্রথম আয়াত এটি। মহা গ্রন্থ আল কুরআনের এ আয়াতের অর্থ হলো, ‘পড় তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ আয়াতটির প্রথম শব্দ ‘ইকরা’ যার ইংরেজী Read, বাংলা পড়ুন। রাসূল (সা.) ছিলেন উম্মি। তিনি লেখাপড়া জানতেন না। অক্ষর জ্ঞানহীন একজন মানুষের কাছে ‘ইকরা’ শব্দ দিয়ে শুরু করার মাধ্যমে সহজেই প্রতিয়মান হয় পড়ার গুরুত্ব কত। ইকরা মানে পড় নিয়ে রফিক মুহাম্মদ লিখেছেন,

কথা দিয়ে গল্প লেখেন/কাব্য লেখেন কবি/ ‘পড়’ এমন কথার অহি/ প্রথম পেলেন নবী।…

শিক্ষার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ভালো মানুষ হিসাবে জীবনকে গড়ে তোলা। আর সে উদ্দেশ্যপূরণ করতে হলে অবশ্যই সুশিক্ষা অর্জন করতে হবে। এই বিষয়টি বিবেচনায় রেখে আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার শিশুকে আপনি কি পড়তে দেবেন। অর্থাৎ কি ধরনের বই আপনি আপনার বাচ্চার হাতে তুলে দেবেন। আপনি যদি আপনার শিশুকে আদর্শ ও চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাহলে তার হাতে অবশ্যই একটি ভাল মানের বই তুলে দিতে হবে। ভাল মানের বই বলতে যে বইতে নীতি ও আদর্শের কথা রয়েছে। যে বই পড়ে আপনার শিশু আদর্শবান ও মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে।

কবি রফিক মুহাম্মদের ‘কথার কথা’ বইটি এমনই একটি ভালমানের বই। যে বইটি আপনার শিশুকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলেতে সহায়ক হবে। 

কথা নিয়ে লেখা দীর্ঘ একটি ছড়ার বই ‘কথার কথা’। এ ছড়াতে একজন আদর্শবান মানুষ হতে হলে কি করতে হবে শেষ চার লাইলে কবি তাই তুলে ধরেছেন।

সাধু কথা চলতি কথা/ কথা আছে কথ্য/ যে যাই বল মিথ্যে ছাড়া/ বলবে কথা সত্য।

মিথ্যে ছাড়া সত্য বলার এ শিক্ষা নিয়ে একজন শিশু সৎ ও আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠবে এটাই এ ছড়ার মূল প্রতিপাদ্য।

খ্যাতিমান চিত্রশিল্পী মোমিনউদ্দীন খালেদের আঁকা নান্দনিক প্রচ্ছদ ও অলংকরণ এ বইয়ে বাহ্যিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। ঝিঙেফুল প্রকাশিত ১৬ পৃষ্টার এই বইটির মূল্য মাত্র ১০০ (একশত) টাকা। মনন ও মানসিকতাকে ঋদ্ধ করার মত এই চমৎকার বইটির বহুল পঠন ও প্রচার কামনা করি।   

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ