spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েনির্বাচিত বক্তব্য

নির্বাচিত বক্তব্য


বাংলাদেশের সাময়িকীর জগতে ‘বক্তব্য’ একটি উজ্জ্বল স্থান অধিকার করে আছে। ‘বক্তব্য’ কোনোভাবেই শুধু প্রথাগত ‘সাহিত্য’ পত্রিকা ছিল না। এর সূচিপত্রের লেখকদের নামগুলো দেখলেই তার অনন্যতা বোঝা যাবে, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, অমর্ত্য সেন, বদরুদ্দীন উমর, আনিসুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ ইউনুস, আহমদ শরীফ, শওকত আলী, রণেশ দাশগুপ্ত, সামসুল ওয়ারেস, সরদার ফজলুল করিম, সিরাজুল ইসলাম চৌধুরী, ভূঁইয়া ইকবাল-এর মতো লেখকবৃন্দের প্রবন্ধ নিয়ে প্রকাশ হয় ‘বক্তব্য’।

জীবনের গভীরতর তাৎপর্য অন্বেষণের সব প্রচেষ্টাকে স্বাগত জানাতে চেয়েছিলেন সম্পাদকেরা, সমকালীন প্রায় সকল অগ্রগণ্য লেখকের প্রধানতম কাজগুলো প্রকাশ করেছিল বলেই মননশীল পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল পত্রিকাটি। তবে মানসম্মত রচনা ও আবশ্যক আনুষঙ্গিকের অভাবে মাত্র বারোটি সংখ্যা প্রকাশের পর তা বন্ধ হয়ে গিয়েছিল। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেই যেমন যাত্রা শুরু হয়েছিলো পত্রিকাটির, তেমনি কারণ ব্যাখ্যা করেই এর সমাপ্তি ঘোষণা করেছিলেন সম্পাদকরা।

১৯৭০ দশকের বাংলাদেশের চিন্তাবিদদের আলোড়িত করছিল কোন কোন বাস্তবতা ও প্রবণতা, তার পূর্ণ প্রকাশ মিলবে ‘বক্তব্য’র সূচিপত্রে। এই অর্থে ‘বক্তব্য’ তে প্রকাশিত লেখাগুলো সময়ের ঐতিহাসিক দলিল। পাঁচমিশালি রচনা নিয়ে ‘বক্তব্য’কে তখন সম্পাদকেরা ‘বৈশিষ্ট্যহীন’ অবস্থায় বাঁচিয়ে রাখবার অপচেষ্টা করেননি। বরং, রাজনীতি—অর্থনীতি—সমাজবিজ্ঞান এবং সাহিত্যের গতিপ্রকৃতির গভীর পরিচয় পাওয়া যাবে ‘বক্তব্যে’র সামগ্রিক অবয়বে। বারোটি সংখ্যা থেকে সংকলিত লেখা নিয়ে ‘নির্বাচিত বক্তব্য’ প্রকাশিত হলো। এখানেও আমাদের চেষ্টা ছিল ‘বক্তব্য’ সাময়িকীটির সামগ্রিকতাকে ধারণ করবার। গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং অনুসন্ধিৎসু পাঠকের জন্য ‘নির্বাচিত বক্তব্য’ একটি আকর্ষণীয় আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে।

বিশিষ্ট গবেষক ইসরাইল খান ‘নির্বাচিত বক্তব্য’ সংকলন, পরিমার্জনা ও সম্পাদনা করেছেন। বাংলাদেশের সাময়িকীর জগতে ‘বক্তব্য’ একটি উজ্জ্বল স্থান অধিকার করে আছে। ‘বক্তব্য’ কোনোভাবেই শুধু প্রথাগত ‘সাহিত্য’ পত্রিকা ছিল না। এর সূচিপত্রের লেখকদের নামগুলো দেখলেই তার অনন্যতা বোঝা যাবে, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বদরুদ্দীন উমর, আনিসুজ্জামান, মুহাম্মদ ইউনুস, অমর্ত্য সেন, আহমদ শরীফ, শওকত আলী, রণেশ দাশগুপ্ত, সামসুল ওয়ারেস, সরদার ফজলুল করিম, সিরাজুল ইসলাম চৌধুরী, ভূঁইয়া ইকবাল-এর মতো লেখকবৃন্দের প্রবন্ধ নিয়ে প্রকাশ হয় ‘বক্তব্য’।

জীবনের গভীরতর তাৎপর্য অন্বেষণের সব প্রচেষ্টাকে স্বাগত জানাতে চেয়েছিলেন সম্পাদকেরা, সমকালীন প্রায় সকল অগ্রগণ্য লেখকের প্রধানতম কাজগুলো প্রকাশ করেছিল বলেই মননশীল পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল পত্রিকাটি। তবে মানসম্মত রচনা ও আবশ্যক আনুষঙ্গিকের অভাবে মাত্র বারোটি সংখ্যা প্রকাশের পর তা বন্ধ হয়ে গিয়েছিল। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেই যেমন যাত্রা শুরু হয়েছিলো পত্রিকাটির, তেমনি কারণ ব্যাখ্যা করেই এর সমাপ্তি ঘোষণা করেছিলেন সম্পাদকরা।

১৯৭০ দশকের বাংলাদেশের চিন্তাবিদদের আলোড়িত করছিল কোন কোন বাস্তবতা ও প্রবণতা, তার পূর্ণ প্রকাশ মিলবে ‘বক্তব্য’র সূচিপত্রে। এই অর্থে ‘বক্তব্য’ তে প্রকাশিত লেখাগুলো সময়ের ঐতিহাসিক দলিল। পাঁচমিশালি রচনা নিয়ে ‘বক্তব্য’কে তখন সম্পাদকেরা ‘বৈশিষ্ট্যহীন’ অবস্থায় বাঁচিয়ে রাখবার অপচেষ্টা করেননি। বরং, রাজনীতি—অর্থনীতি—সমাজবিজ্ঞান এবং সাহিত্যের গতিপ্রকৃতির গভীর পরিচয় পাওয়া যাবে ‘বক্তব্যে’র সামগ্রিক অবয়বে। বারোটি সংখ্যা থেকে সংকলিত লেখা নিয়ে ‘নির্বাচিত বক্তব্য’ প্রকাশিত হলো। এখানেও আমাদের চেষ্টা ছিল ‘বক্তব্য’ সাময়িকীটির সামগ্রিকতাকে ধারণ করবার। গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং অনুসন্ধিৎসু পাঠকের জন্য ‘নির্বাচিত বক্তব্য’ একটি আকর্ষণীয় আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। বিশিষ্ট গবেষক ইসরাইল খান ‘নির্বাচিত বক্তব্য’ সংকলন, পরিমার্জনা ও সম্পাদনা করেছেন।

সূচিপত্র
কৃতজ্ঞতা
সম্পাদকীয়
প্রথম ভাগ: প্রবন্ধ
১. অমর্ত্য সেন- খাদ্য ও রাজনীতি
২. আনিসুজ্জামান- জাতীয় শিক্ষানীতি
৩. আনিসুজ্জামান- বিভাষী ছাঁদের বাংলা
৪. আনিসুজ্জামান- শব্দের ব্যবহার
৫. আবদুর রাজ্জাক- ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত মধ্যবিত্তের মন
৬. আবদুল হক- দোদুল্যমান জাতীয়তা
৭. আবদুল হক- দেবতার পতন
৮. আবুল কাসেম ফজলুল হক- বাংলাদেশের আর্থসামাজিক জীবনে একুশে ফেব্রুয়ারির চেতনার প্রতিফলন
৯. আবুল ফজল- তৃতীয় প্রতিভা
১০. আলী আসগর- যান্ত্রিক ভাষা
১১. আসহাবুর রহমান- বাঙালী জাতীয়তাবাদের সমস্যা
১২. আসহাবুর রহমান- বাংলাদেশের আমলাতন্ত্র: একটি সমাজতাত্ত্বিক সমীক্ষণ
১৩. আহমদ কবির- শিশুদের পাঠ্যপুস্তক ও অন্যান্য প্রসঙ্গ
১৪. আহমদ শরীফ- বে-আদবি
১৫. এ. এম. হারুন অর. রশীদ, অজয় রায়- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পটভূমি
১৬. নূরুল হুদা- প্রসঙ্গ: বাংলা ভাষার উন্নয়ন
১৭. নেয়ামাল বাসির- বাংলার উপর ইংরেজীর কুপ্রভাব
১৮. ফজলুল হালিম চৌধুরী- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষাট বছর
১৯. বদরুদ্দীন উমর- মাও সেতুঙ
২০. বশীর আল হেলাল- বুলবুল চৌধুরী: নৃত্যের দিকপাল প্রবর্তক
২১. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর- মসজিদ, বাংলাদেশে
২২. মনসুর মুসা- উচ্চশিক্ষার মাধ্যম
২৩. মুনতাসীর মামুন- ঢাকার পঞ্চায়েত ব্যবস্থা
২৪. মুনতাসীর মামুন- নদী ও বাংলাদেশ
২৫. মুহাম্মদ ইউনুস- মৌলিক শিক্ষা: একটি প্রস্তাব
২৬. মুহাম্মদ জাহাঙ্গীর- পেশাভিত্তিক পার্লামেন্ট
২৭. মোহাম্মদ আবদুল কাইউম- সাময়িকপত্রে সেকালের ঢাকা
২৮. মোহাম্মদ আনিসুজ্জামান- আমরা কি চাই ও কিভাবে
২৯. রফিউদ্দিন আহমেদ- বাঙালি মুসলমান ও মুসলিম জাতীয়তাবাদ
৩০. রশীদ আল ফারুকী- বাঙালি মুসলমানের ভাষা ও সংস্কৃতি
৩১. রণেশ দাশগুপ্ত- ক্রিস্টোফার কডওয়েল
৩২. শামসুদ্দীন আহমদ- বাঙলা বানান
৩৩. শওকত আলী- লেখকের দায়িত্ব
৩৪. শহীদ আখন্দ- অস্তিত্ববাদের মানবতাবাদ: জাঁ পল সার্ত্র
৩৫. সাঈদ-উর রহমান- উচ্চশিক্ষা সীমিতকরণের রাজনীতি
৩৬. সামসুল ওয়ারেস- বাংলাদেশে পঞ্চাশ ও ষাটের দশকের স্থাপত্যকথা
৩৭. সিরাজুল হক- ঢাকা বিশ্ববিদ্যালয়: আমাদের কালে
৩৮. হাসান উজ্জামান- ১৯৫৪ সালের নির্বাচন
৩৯. হাসান আজিজুল হক- কথাসাহিত্যে গ্রামীণ সমাজ
৪০. হুমায়ুন আজাদ- ভাষা আন্দোলন: নূরুল আমীনের দৃষ্টিতে

দ্বিতীয় ভাগ: সমালোচনা
৪১. আতিউর রহমান- চীনের গ্রামীণ উন্নয়ন: পর্যবেক্ষকের দৃষ্টিতে
৪২. আবুল কাসেম ফজলুল হক- ধর্মনিরপেক্ষতা: নানা মত
৪৩. আমিন ইসলাম- বাংলা উপন্যাসে রাজনীতি
৪৪. আসহাবুর রহমান- বাঙলাদেশে মাক্সর্ীয় সাহিত্য সমালোচনা
৪৫. আহমেদ হুমায়ুন- সংস্কৃতি চিন্তা
৪৬. উৎপল চৌধুরী- মুসলিম মানস ও প্রতিক্রিয়া
৪৭. তাজুল ইসলাম হাশমী- ঊনিশ শতকের বাঙালী সমাজ ও ‘রেনেসাঁস’
৪৮. নির্মল সেন- ৭১—এর মুক্তিযুদ্ধ ও চীন, রাশিয়া, আমেরিকা
৪৯. নিরঞ্জন হালদার- মধ্যবিত্তের আত্মকাহিনী
৫০. ভূঁইয়া ইকবাল- তিনটি আদি বাংলা ব্যাকরণ
৫১. মনসুর মুসা- স্বরূপ সন্ধানের সমস্যা
৫২. মোরশেদ শফিউল হাসান- আলোয় ভুবন ভরা
৫৩. মোহাম্মদ আবদুল কাইউম- বাংলা হরফে মুদ্রিত প্রথম বই
৫৪. সরদার ফজলুল করিম- শিবনাথ শাস্ত্রীর ‘আত্মচরিত’ এবং ‘রামতনু লাহিড়ী ও
তৎকালীন বঙ্গ সমাজ’
৫৫. সিরাজুল ইসলাম চৌধুরী- কবিতা, রাজনীতি ও দারিদ্র্য
৫৬. সৈয়দ আবুল মকসুদ- সমকালে কবির মূল্যায়

সৌজন্যে : ইউপিএল

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ