রুবাইয়াত
১]
ঘুম ভাঙে তপনের রূপালী রৌদ্রের ইশারায়
দিন শেষে চলে আসে অভিসারে পশ্চিম পাড়ায়
সন্ধার দিগন্ত তখন প্রেয়সীর রক্তিমাভ ঠোঁট
লাল হলুদাভ মেঘ মোলায়েম গ্রীবা ও কপোল
২]
হাফিজ তো নই তাই পারি না তোমার তিলক তরে
সমরখন্দ ও বোখারাকে বিলাই কেমন করে!
আমি তো এক নিঃশ্ব গরীব ক্ষমতাহীন কবি
কল্পনাতে আঁকতে পারি তোমার মুখের ছবি
৩]
কাঁচের চাকচিক্যে ভুলে কাঁচের দিকেই হৃদয় দিলে
জীর্ণ মলিন কাঁদার ঘরে হীরক গড়ায় দেখলে নাতো!
চিনলে না তো বুঝলে না এর মূল্য কত! চিনতে হলে–
দিব্য কোন দৃষ্টি লাগে, হীরক কি আর সবাই চেনে?
৪]
আলতা রঙের ত্বকের বড়াই থাকবে না তো আর চিরদিন
বুঝবে তুমি সময় গেলে সব ত্বকেরই রঙ মরে যায়
জীবন বায়ু ফুরিয়ে গেলে ধূলায় গড়ায় কাঁদায় লুটায়
শেষ ঠিকানা মাটির ঘরে সব ত্বকই তো কীড়ায় কাটে।
৫]
হায়রে আয়ু! হায়রে আয়ু!! মাটির প্রদীপ সলতে যেনো
কি পরিমান তেল রয়েছে আল্লাহ তায়ালাই জানেন শুধু
সন্দেহ আর শংকাতে তাই হৃদয় ভীষণ কাঁপতে থাকে
তোমার সাথে অভিসারের আগেই যদি ডাক এসে যায়!
ছন্দ, ফর্মেট কিছুই হয় নাই