spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাসাম্প্রতিক কবিতা : আশিক আকবর

সাম্প্রতিক কবিতা : আশিক আকবর

নীল কলম
…..

রাস্তায় ছিটকে পড়লো নীল কলম
বাংলা একাডেমী প‍্যাড
গ্লিসারিন শৌখিন শিশি
যা ছোট

ঐ সব কুড়ায়ে আশিক আকবর
পা দিলেন ঢাকার রাস্তায়
তাবলিগি বিছানা
সংসারি ট্রাংক
সঙ্গী তার

হাঁটার দূ্রত্বে হাতিরপুল মাংস দোকান
আজাদের মেস
দুইবেলা খাবারসহ
মাসে ভাড়া সাড়ে পাঁচ হাজার
ওখানে প্রচুর ওরস

নয়া পল্টনে কমরেড মাসুদেরা
থাকে
ওখানে ছাড়পোকা কম
ওখানে দুইবেলা অন্নসহ টাকা ছ’হাজার

ফার্মগেটের দিকে রুম ভাড়া
হাজার চারেক
দুইজনে থাকা যায়
রান্না করে খাওয়া টাওয়া চলে
আসতে যেতে বাস ভাড়া
দশ দশ বিশ
তাও তো হাজার পাঁচের নিচে নামবেই না

বাকী থাকে রাস্তায় ঘুমান
কিংবা শাহবাগ থানায় আটকানো গাড়ীর ভিতর ঘুম
মসজিদ মন্দির হাসপাতালের হাগনখানা
দশ টাকার গোসল
ভার্সিটি হলে সাশ্রয়ে খাওয়া
তাও কি পাঁচ হাজারের নিচে নামা যাবে

সারা দিনে দুই কাপ লিকার
মাঝে মাঝে এক আধটু ঔষধ
কাপড় ওয়াস
সেভ করার জন‍্য জিলেট ব্লেড
সাবান ক্রীম তেল…
মাসে সব মিলায়ে সাত আটের নিচে চলা অসম্ভব

তাও অনিশ্চিত অসম্ভবে এসে
কুড়ায়ে নিচ্ছি জুতা
নীল কলম

কলমের জন‍্যেই এই দিকে আসা

আ আ
17/3/24

পর্যবেক্ষণ
…….

কিছু না কিছু না পেলে
মেয়ে মানুষকে
না বলা যায় না

নারী চিরকাল হা বলা মানুষ
পরিবেশ পরিস্থিতি তাকে না না বলায়

তবে তার না এর মধ‍্যে হা লুকায়ে থাকে
হাঁ

এই হ‍্যাঁ বা হা যারা বেশী চিনে
তারাই অধিক পুরুষালী কাম করতে সক্ষম

আ আ
15/3/24

আমি
…..
কবেকার আমি
চেনা চেনা লাগে
চেনা কি গিআছে কও
এই অচেনাকে
হাতপদচুলনখচোখদাঁত
ইহা কি আমি
আমি

কহ কালাচান
কহ
এ জগতে
কি অরূপ আমার

আশিককে
চিনি নাই আমি
অনেকটা চিনেও

আহা
এই অন্ধ অন্ধকারে
তাও হাতড়াই
যদি পেয়ে যাই
ছাই
কিংবা বসন্ত রাই

আ আ
14/3/24

রিফাত চৌধুরী
….
সেজদার একটা ভঙ্গি চলে আসছে
তারপরও মাথাটা ঊর্ধ্বমুখী
নত হতে হতেও নতজানু না
নষ্টের দিকে না

তিনি রিচৌ
আমাদের দিকের কবি
হ‍্যা কবি
রিফাত চৌধুরী

চারদিক ধরেন না তিনি
ধরেন দশাধিক দিক
যদিও দশভূজা দূর্গা নন

তাকে ধরতে গেলে
দশ দশা পার হৈআ কূর্ণিশ করা কলা গাছের দিকে যেতে হয়
জানতে হয় কদলী গাছের একশ এক রকম রহস‍্যময়তা

২৮/২/২৪

স্বাধীনতার শেষ দিন
…..
আজ আমার স্বাধীনতার শেষ দিন
কাল থেকে আটটা তিনটার ডিউটি শুরু
শুরু চাইট‍্যা আটটার কর্ম সময়

চাইলেই ব্রহ্মপুত্রে হবে না সিনান
পীরের দোকানে তিতকুটে ফ্রী লিকার চা
অহেতুক দিবারাত্রভর শুইআ থাকা চাঙ্গে উঠবে
ফেইসবুকে ফেইসবুকে ইনবকসে ইনবকসে
চ‍্যাটে চ‍্যাটে চ‍্যাটে যাবে না জাগনা সময়

কবিতা কীর্তিনাশার ঘোরে কাটবে না এলেবেলে টাইম
আমার স্বাধীনতা
আপনাকে আপাততঃ বিদায়

কেননা
কোটিপতি হৈতে দুইটা চাকরি এক সাথে নিছি
আর আর ছুটির দিনে করতেছি ফুটপাতে ও অনলাইনে বইয়ের ব‍্যবসায়

এইবার ব‍্যক্তিগত বিমান কেনার দিকে এগিয়ে যাবো
এগিয়ে যাবো আঁকা বাঁকা পথের কমিউনিস্ট বিপ্লবের দিকে
যা লাল নীল হলুদ কালো হৈআ নাই রঙের দিকে যেতে থাকবে

যা আমাদের দেবে ব‍্যাক্তিগত হেলিপ‍্যাড ও নিজস্ব এরোপলেন

আ . আ
১|৩|২৪

আরও পড়তে পারেন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন
কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমি এবং আমার গ্লানি
কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প
পথিক মোস্তফা on মানবিক কবি ফররুখ আহমদ
মোহাম্মদ জসিম উদ্দিন on ক্রান্তিকাল
এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা