নীল কলম
…..
রাস্তায় ছিটকে পড়লো নীল কলম
বাংলা একাডেমী প্যাড
গ্লিসারিন শৌখিন শিশি
যা ছোট
ঐ সব কুড়ায়ে আশিক আকবর
পা দিলেন ঢাকার রাস্তায়
তাবলিগি বিছানা
সংসারি ট্রাংক
সঙ্গী তার
হাঁটার দূ্রত্বে হাতিরপুল মাংস দোকান
আজাদের মেস
দুইবেলা খাবারসহ
মাসে ভাড়া সাড়ে পাঁচ হাজার
ওখানে প্রচুর ওরস
নয়া পল্টনে কমরেড মাসুদেরা
থাকে
ওখানে ছাড়পোকা কম
ওখানে দুইবেলা অন্নসহ টাকা ছ’হাজার
ফার্মগেটের দিকে রুম ভাড়া
হাজার চারেক
দুইজনে থাকা যায়
রান্না করে খাওয়া টাওয়া চলে
আসতে যেতে বাস ভাড়া
দশ দশ বিশ
তাও তো হাজার পাঁচের নিচে নামবেই না
বাকী থাকে রাস্তায় ঘুমান
কিংবা শাহবাগ থানায় আটকানো গাড়ীর ভিতর ঘুম
মসজিদ মন্দির হাসপাতালের হাগনখানা
দশ টাকার গোসল
ভার্সিটি হলে সাশ্রয়ে খাওয়া
তাও কি পাঁচ হাজারের নিচে নামা যাবে
সারা দিনে দুই কাপ লিকার
মাঝে মাঝে এক আধটু ঔষধ
কাপড় ওয়াস
সেভ করার জন্য জিলেট ব্লেড
সাবান ক্রীম তেল…
মাসে সব মিলায়ে সাত আটের নিচে চলা অসম্ভব
তাও অনিশ্চিত অসম্ভবে এসে
কুড়ায়ে নিচ্ছি জুতা
নীল কলম
কলমের জন্যেই এই দিকে আসা
আ আ
17/3/24
পর্যবেক্ষণ
…….
কিছু না কিছু না পেলে
মেয়ে মানুষকে
না বলা যায় না
নারী চিরকাল হা বলা মানুষ
পরিবেশ পরিস্থিতি তাকে না না বলায়
তবে তার না এর মধ্যে হা লুকায়ে থাকে
হাঁ
এই হ্যাঁ বা হা যারা বেশী চিনে
তারাই অধিক পুরুষালী কাম করতে সক্ষম
আ আ
15/3/24
আমি
…..
কবেকার আমি
চেনা চেনা লাগে
চেনা কি গিআছে কও
এই অচেনাকে
হাতপদচুলনখচোখদাঁত
ইহা কি আমি
আমি
কহ কালাচান
কহ
এ জগতে
কি অরূপ আমার
আশিককে
চিনি নাই আমি
অনেকটা চিনেও
আহা
এই অন্ধ অন্ধকারে
তাও হাতড়াই
যদি পেয়ে যাই
ছাই
কিংবা বসন্ত রাই
আ আ
14/3/24
রিফাত চৌধুরী
….
সেজদার একটা ভঙ্গি চলে আসছে
তারপরও মাথাটা ঊর্ধ্বমুখী
নত হতে হতেও নতজানু না
নষ্টের দিকে না
তিনি রিচৌ
আমাদের দিকের কবি
হ্যা কবি
রিফাত চৌধুরী
চারদিক ধরেন না তিনি
ধরেন দশাধিক দিক
যদিও দশভূজা দূর্গা নন
তাকে ধরতে গেলে
দশ দশা পার হৈআ কূর্ণিশ করা কলা গাছের দিকে যেতে হয়
জানতে হয় কদলী গাছের একশ এক রকম রহস্যময়তা
২৮/২/২৪
স্বাধীনতার শেষ দিন
…..
আজ আমার স্বাধীনতার শেষ দিন
কাল থেকে আটটা তিনটার ডিউটি শুরু
শুরু চাইট্যা আটটার কর্ম সময়
চাইলেই ব্রহ্মপুত্রে হবে না সিনান
পীরের দোকানে তিতকুটে ফ্রী লিকার চা
অহেতুক দিবারাত্রভর শুইআ থাকা চাঙ্গে উঠবে
ফেইসবুকে ফেইসবুকে ইনবকসে ইনবকসে
চ্যাটে চ্যাটে চ্যাটে যাবে না জাগনা সময়
কবিতা কীর্তিনাশার ঘোরে কাটবে না এলেবেলে টাইম
আমার স্বাধীনতা
আপনাকে আপাততঃ বিদায়
কেননা
কোটিপতি হৈতে দুইটা চাকরি এক সাথে নিছি
আর আর ছুটির দিনে করতেছি ফুটপাতে ও অনলাইনে বইয়ের ব্যবসায়
এইবার ব্যক্তিগত বিমান কেনার দিকে এগিয়ে যাবো
এগিয়ে যাবো আঁকা বাঁকা পথের কমিউনিস্ট বিপ্লবের দিকে
যা লাল নীল হলুদ কালো হৈআ নাই রঙের দিকে যেতে থাকবে
যা আমাদের দেবে ব্যাক্তিগত হেলিপ্যাড ও নিজস্ব এরোপলেন
আ . আ
১|৩|২৪
কবিতাগুলি ভালো লেগেছে