১.
যখন দাঁড়িয়ে থাকবো
অদৃশ্য প্রতিপালক প্রভুর সামনে
নফসে মুতমাইন্না, পরিশুদ্ধ আত্মা, ডানা কাটা ও ডানা অলা পরী, ফেরেসতাসকল, অভিশপ্ত ও অভিনব নামের তালিকা
আগে ভাগে পাঠানো যে সকল বা যা যা
কৃতকর্ম : সুকর্ম,অকর্ম, অধর্ম, ধর্ম, নর্ম ও বর্ম লাজ-লজ্জা, সজ্জা
জ্বলন্ত আগুন ও অফুরন্ত শান্তি
হায়! যদি পিছনে দেখা যেতো কিম্বা যাওয়া যেতো ফিরে, প্রিয় অতীতে
গ্রীষ্ম কিম্বা শীতে?
আমরা কেউ ভাবিনি, ভাবি না
এমন দিনের কথা, এমনি করে!
…..
আটলান্টা, জর্জিয়া।
২.
আহ! যদি হওয়া যেতো
সেই দরবেশ, অন্ধজন ও বালক
যারা আমার প্রতিপালকের পছন্দের ও
কাছের ছিলেন
কিম্বা মনে করো, সেই জ্যোতিষীর কথা
অবিশ্বাসীদের ষড়যন্ত্রের কথা
আগুনের কথা পাহাড় ও সমুদ্রের কথা
কঙ্কর ও বিষাক্ত তীরের কথা
একদল মিথ্যুক ও সত্যবাদীর কথা
পরম প্রভুর পরীক্ষা ও রহমতের কথা
সাহসী ও ভীরুদের কথা
সামান্য পাথরের আঘাতে অসামান্য বাঘের নিহত হওয়ার কথা
প্রভুর নামে দৃষ্টি ফিরে পাওয়ার কথা
কি অফুরান বিশ্বাসে প্রভুর ইচ্ছায় প্রভুর কাছে ফিরে যাওয়ার কথা
আমরা এর কিছুই মনে রাখিনি
আমরা আর কিছুই মনে রাখি না
না, নিজেদের কথা
না, প্রভুর কথা
আমরা, ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত।
……
আটলান্টা, জর্জিয়া।
৩.
খুব মনে পড়ছে সেই অন্ধের কথা
যিনি বিশ্বাসীদের দলভুক্ত ছিলেন
এবং জিজ্ঞাসু ছিলেন
রাজ্যের যাবতীয় যতো প্রশ্নের ঝড়
পাহাড়ের মতো এসে দাঁড়াতো তার সামনে
পানির মতো সরল মনের সেই মানুষ
এবং বাতাসের মতো শুদ্ধ সেই সব হৃদয়বান-হৃদয়বতী সাহসী ও দয়ালু একদলসঙ্গী-সাথী কত না, জানার আকাঙ্খায়, প্রভুর ভয়ে ও শ্রদ্ধায় এসে দাঁড়াতেন আপনার সামনে, আপনার সান্নিধ্যে
আপনি, পৃথিবীর সবচেয়ে কোমল ও নিষ্পাপ হৃদয়ের মানুষ, নূরের অলঙ্কার, অহঙ্কার সৃষ্টিকুলের
ভুলের লেশমাত্র নেই, ছিলো না আপনার কথা ও কাজে
আপনি দাঁড়াতেন প্রভুর পক্ষে
দিকে-দিকে বেজে উঠতো সুর, সুমধুর
মাছেরা-গাছেরা, জ্বীন ও ইনসানেরা পাগল যে সুরে ও টানে
ছুটে যেতো আপনার পানে
আপনি, যিনি কোনোদিন, কোনকালে, কোন ভুল করেন না, করেননি
কি জানি কি খেয়ালের বশে অথবা অজান্তে
সেই অন্ধের, আপনার প্রভুর পছন্দের, বান্দাটির দিকে একদিন না তাকিয়ে তাকালেন অথবা মনযোগী হলেন সেই সব অবিশ্বাসী হিংস্র কুচক্রী শ্বাপদের, আসন্ন আপদের কথা না ভেবেই
কিন্তু, আপনার দয়াবান প্রভু, যিনি, যাকে ইচ্ছা সঠিক পথের সন্ধান দেন, যাকে খুশি পথভ্রষ্ট করেন, আপনাকে সতর্ক করলেন, আপনি তার বার্তাবাহক বা সতর্ককারী মাত্র। আপনাকে পাকরাওকারী বা জবরদস্তকারী হিসেবে পাঠানো হয়নি। আর কে না জানে জ্ঞানী আর মূর্খ কি কখনো এক হ’তে পারে?
আমরা জ্ঞানিও নই, মূর্খও নই
আমরা, আপনার মুখাপেক্ষী সেই অন্ধজন
যারা আজো, তাদের প্রভুর ক্ষমা ও দয়া খুঁজে ফিরে।
রব্বি যিদনি ইলমা…প্রভু, আমাদের জ্ঞান দিন।
……
আটলান্টা, জর্জিয়া।
৪.
আমরা কেউ তার মতো
হইনি
তিনি ছিলেন মাটি কিন্তু আলোর প্রতিনিধি।প্রতিধ্বনি সত্য ও সুন্দরের।আমাদের একমাত্র আশা। একক এক ভরসার প্রতীক। সঠিক ও সাম্যের প্রতিভূ।
তিনি হাঁটলে থমকে যেতো পাখিরা। ছায়া দিতো মেঘ।পৃথিবীর সমস্ত সুর জমা ছিলো তার কণ্ঠে।সুমধুর। মাছেরা না-কি ভীড় করতো সেই নামের টানে। আর অভিশপ্ত আত্মা যতো, পেতো ভয়। নিভে যেতো অশুভ অগ্নি। কুণ্ডুলিত কালো ধোয়া হয়ে যেতো ভ্যানিশ।
তিনি আজো বেঁচে আছেন আমাদের অন্তরে।আত্মায়।বিশ্বাসে।
বেঁচে থাকবেন অনন্তকাল। যতোদিন কেউ একজন বেঁচে থাকবেন বিশ্বাসের বাতি হাতে।
আমরা কেউ হয়তো তার মতো হইনি
কিন্তু তার ছায়া হয়ে মায়া হয়ে ছড়িয়ে আছি বিশ্বমময়।
……
আটলান্টা, জর্জিয়া
৫.
ফলবান বৃক্ষের মতো
আমাদের জ্ঞানবান বৃক্ষ করো
যাকে তুমি জ্ঞানবান সৃষ্টিশীল বৃক্ষ দাও
দাও সময়শাসিত প্রজ্ঞা
ভোরের মতো স্নিগ্ধ ও শান্ত বিনয়
তার প্রভূত কল্যাণ হয়
আমাদের যেন অকল্যাণ আর ক্ষতি না হয়
হে মায়াময়…
……
লিন্ডবার্গ স্টেশন, আটলান্টা।
চমৎকার বাঁকে বাঁকে ঘিরে থাকা কবিতার বয়ান
সুন্দর। আধ্যাত্মিক কবিতা।