spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : দিলরুবা নীলা

গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা

দেখবে একদিন
……

দেখবে একদিন আমিও মেঘ হব
ছড়াব মুঠো মুঠো বিলাসি জলকণা।
রঙিন স্বপনেরা হাসবে দিনভর
শিউলিরঙে পায়ে আঁকব আলপনা।

আমিও রোদ হব ঠিক তো একদিন
আমার বুকে হবে সোনালি তরুলতা।
সুবাস ছড়াবেই সদ্য ফোটা ফুল
নদীরা ঢেউ তুলে ভাঙবে নীরবতা।

বাতাস ঠোঁটে ঠোঁটে জড়াবে কম্পন
আমিও সেইদিন শালিক পাখি হব
জোড়ায় বসে ডালে তাকিয়ে চোখে চোখে
মনের আনচানে কত যে কথা কব!

সত্যি একদিন তোমাকে ভুলে যাব
আঁচলে বেঁধে নেব নিঠুর নীরবতা
পাখির নীড়ে থাকে কতটা ভালোবাসা
বুঝেছ কোনোদিন?
মোটেও বোঝোনি তা।

তবুও তুমি কেন
……

টেবিলে পড়ে আছে কলম,খাতা,বই
নকশা আঁকিবুঁকি খাতার ভাঁজেভাঁজে
শুধুই নেই কাছে অধীর যাকে চাই
ব্যাথার ঘন্টাটা আকুল হয়ে বাজে।

তোমাকে মনে পড়ে রাতের নির্জনে
আকাশ ভরে বুঝি রুপোলি জোছনায়
নিরালা চাঁদ জানে এ-মন মনে মনে
মুঠিতে ভরে খুব জোনাক নিতে চায়

একটি নদী পোষো বুকের মাঝখানে
নেবে কি সাথে করে নিমিষে দেব ডুব
একটি নীলাকাশ তোমাকে দিতে চাই
তবুও তুমি কেন এতটা নিশ্চুপ?

তবুও ভালোলাগে
……

সন্ধ্যে হলে বুঝি আকাশ আঙিনায়
তারারা মেলে হাট।
পাখিরা ঘরে ফেরে শান্ত মাছরাঙা
বসে না দিঘিঘাট।

ব্যাথারা ঘোরে খুব মনের আঙিনায়
অলস বেলা জুড়ে।
নিরেট সোনাগুলো নিখাদ হয় বুঝি
আগুনে পুড়ে পুড়ে।

একটা চাঁদমতো মায়াবীমুখ খুব
ছড়ায় মিঠে ঘ্রাণ।
জানালা খুলে রাখি হঠাৎ যদি আস
এ-মন আনচান

আমোদী কিছু সুখ প্রহর গুনেগুনে
পায় না খুঁজে কুল।
জানিতো আসবে না তবুও ভালোলাগে
ভাবতে কিছু ভুল।


কোথাও আর নেই কেউ
……

শুরুটা বেশ বেগবান ছিল
বোশেখের ঝড় যেন
মুহূর্তেই তোলপাড় বাড়ন্ত ফসলের মাঠ।
বিজলির লেলিহান শিখায় উত্তপ্ত আকাশ,
পৃথিবী কিংবা মোহাচ্ছন্ন রমনী।
তখনও জলের ছলনা বোঝেনি প্রতীক্ষিত মাছরাঙা।
সে কি জানত উজান ভাটির খেলায় মাছেরাও হারাতে জানে?
যেমন প্রভাতে হারিয়ে যায় তারাদের হাতছানি।
কালের পরিক্রমায় হৃদয়হীন উচ্ছ্বাসে বিলীন হয় পৌরানিক নগরী
সৈকতে আঁকা বালুর ঘর আর তুমি।
লাভক্ষতির হিসাবনিকাশে একসময় হারিয়ে
যায় তিল তিল করে গড়ে ওঠা প্রেম।
তবু স্বপ্ন দেখি রোজ একটি ঝুলবারান্দা,দুকাপ কফি
আর একটি কবিতার খাতা।
বৃষ্টি ঝরে, জলের টুপটাপ শব্দে কে তোলে কষ্টের ঢেউ?
জানো নাই বুঝি তুমি ছাড়া আর কোথাও নেই কেউ।

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. কবিতাগুলো বেশ ভালোলাগলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

Adv. Shahanara on যুদ্ধশিল্প
নয়ন আহমেদ on যুদ্ধশিল্প
কাজী জহিরুল ইসলাম on কবিতার জন্য নির্বাসন