spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতানিবেদিত কবিতা : শতবর্ষের ফুল

নিবেদিত কবিতা : শতবর্ষের ফুল

সাজ্জাদ বিপ্লব

(নজরুল জন্মশতবার্ষিকী সামনে রেখে)

আজি হতে শতবর্ষ আগে
যে তুমি কবি এসেছিলে
বিদ্রোহী হয়ে
আমাদের লয়ে
আজি হতে শতবর্ষ আগে!

তোমা হতে শতবর্ষ পরে
যে আমি কবি, পড়িতেছি–
দুষ্প্রাপ্য তোমায়
দাঁড়িয়ে মাঝে হেথা
যুদ্ধ বোমায়

তোমা হতে শতবর্ষ পরে
আমাদেরি তরে
নজরুল
তুমি নেই দেখি’ ফোটে না
কোন ফুল

ঝরে যায় যত আদম সকল
বসনিয়া, কাশ্মীর ও চেচনিয়ায়
পাখি তুল

তুমি নেই বলে, হে সাহসী–
নজরুল।

তুমি নেই বলে
ফরাসী শকুন জ্যাক শিরাক
দু:সাহস দেখায়–
পারমাণবিক ধ্বংসযজ্ঞের

তুমি নেই তাই
ফণা তুলে দাঁড়াতে চেষ্টা করে–
যত কবি’রা অজ্ঞের।

তুমি নেই বলে–
নেই কেউ ভাঙাতে আমাদের
শত ভুল

শোন তুমি, শোন ওগো, প্রিয়–
নজরুল।

আজি হতে শতবর্ষ আগে
তুমি এসেছিলে কবি
স্বপ্নদ্রষ্টা হয়ে

আমাদেরি লয়ে
আজি হতে শতবর্ষ আগে…

তোমা হতে শতবর্ষ পরে,
হে কবি

জানিয়ে তোমায়
রাখছি, সবি–

ভুলে গেছি আমরা স্বপ্ন দেখতে
ভুলে গেছি হেরার রশ্মি আঁকতে
ভুলিনি শুধু স্বার্থ ছাড়তে

না পেয়ে কোনো পথের দিশা
পাপের পথে মিটায়ে তৃষা
দাঁড়িয়েছি আজ অগ্নি গর্তে

তোমা হতে শতবর্ষ পরে
ভয় পাই শুধু জিহাদে মরতে

আজি হতে শতবর্ষ আগে
যে তুমি কবি ফুটেছিলে হয়ে–
শতবর্ষের ফুল

সময়ের প্রয়োজনে আজি, আবার–
ফিরে এসো, ফিরে এসো
হে মহা কবি নজরুল।

[রচনাকাল : ১৯৯৭]

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. ভালোলাগলো । বিদ্রোহী ও প্রেমিক কবিকে প্রণাম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ