……..
বিশ শতকে বাংলা কবিতা ইউরোপীয় আধুনিকতার স্পর্শে আসার পর কেন ইসলামি আবহ, বিষয় বা অনুষঙ্গ কবিতায় অবহেলিত থেকে গেল বা কেউ লিখলে তার লেখার নন্দনতাত্ত্বিক দিকটাকে মূল্যায়িত না করে তাকে আরব, ইরান তুরানের ভাব ও ভাষায় লেখা- এরকম অজ্ঞতামিশ্রিত ট্যাগ দিয়ে সরিয়ে দেয়া হলো- তা চিন্তার বিষয়। উনিশ ও বিশ শতকের বাঙালির ইউরোপীয় আধুনিকতার পাঠ হয়েছিল ইংরেজিতে শিক্ষিত বাঙ্গালি হিন্দু লেখকদের মাধ্যমে। এই আধুনিকতার গ্রহণ ও প্রকাশ ছিল সীমিত আকারে কিছু লেখক সাহিত্যিকদের লেখায়, দেশের ব্যাপক জনগোষ্ঠির সাথে এর তেমন একটা যোগাযোগ ছিল না। কারণ আর্থ সামাজিক ও সাংস্কৃতিকভাবে এদেশের জনগণ তখনো ট্রাডিশনাল জীবনেই অভ্যস্ত ছিল। আবার আমরা জানি যে ইউরোপীয় আধুনিকতার দুটি মুখ, দুটি স্বভাব। আধুনিকতার দ্বিধা-দ্বন্দ্ব, অস্তিত্ব সংকট, কিন্তু শুভ মূল্যবোধের একটা আর্তি, তার দিকে একটা যাত্রা আমরা দেখতে পাই গ্যেটে, ব্লেইক, অডেন, ফ্রস্ট, ইয়েটস, এলিয়ট, রবীন্দ্রনাথ ইত্যাদি কবিদের মধ্যে। কিন্তু আর একটি মুখ যেটি ফরাসী আধুনিক কবি বোদলেয়ারের জীবনবোধ ও সাইকি ঘেঁষা, সেটি শুরু হয়েছিল তার পাপবোধ, নিঃসঙ্গতা, বিশ্বাসহীনতা, যৌনতা এবং অনিকেত জীবন ভাবনা দিয়ে। ইউরোপের দুটি বিশ্বযুদ্ধ একদিকে যেমন বদলে দিয়েছিল মানুষের জীবন, নৈতিকতার সংজ্ঞা, অন্যদিকে মানুষকে ঠেলে দিয়েছিল ক্রমাগত অবক্ষয়ের দিকে। বোদলেয়ারের কবিতায় উঠে এলো সে সময়ের মুখ। নাগরিক জীবন ও সমাজের অবক্ষয়, বিশ্বাসহীনতা, শব ও শয়তান পূজা, স্বেচ্ছাচারি জীবন ও যৌনতার বন্দনা ছিল তাঁর কবিতার মূল বিষয়বস্তু। বিংশ শতাব্দীর ত্রিশের আধুনিক বাঙালি কবিরা বোদলেয়ারের এই মূল্যবোধগুলিই গ্রহণ করলো এবং তা বাংলা কবিতার আধুনিকতার ট্রেন্ড হিসাবে প্রতিষ্ঠিত করে দিলো। আবার তার সাথে যোগ হলো ভারতবর্ষের ইসলাম বিদ্বেষী রাজনীতি ও উগ্র বাঙালি জাতীয়তাবাদ। তার সূত্র ধরে গ্রেকো রোমান সভ্যতা, মিথ, বিবলিক্যাল কাহিনী, হিন্দু পুরাণ ইত্যাদির ঘটনা, চরিত্র ও অনুষঙ্গ বাংলা কবিতায় গৃহীত হলো ঠিকই, কিন্তু ইসলামিক আবহে মুসলমানি কবিতার বিষয়, অনুষঙ্গ ব্যবহার কিছু বাঙালি লেখকদের কাছে উপেক্ষার বিষয় হিসাবে থেকে গেল! এই বইয়ের কিছু গদ্যে বিশেষ করে এই বইয়ের নাম গদ্য ‘বাংলা ভাষায় মুসলমানি ঐতিহ্যের কবিতা লেখা প্রসঙ্গে’ ও ‘দশ প্রস্তাব’ নামক গদ্যে এই কূটচাল ও মানসিকতার ওপর আলোকপাত এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার ইঙ্গিত দেয়া হয়েছে।
বই: বাংলা ভাষায় মুসলমানি ঐতিহ্যের কবিতা লেখা প্রসঙ্গে
(কবিতার ভাষা, গঠন ও শিল্প-বিষয়ক অন্যান্য গদ্য)
লেখক: আবু সাঈদ ওবায়দুল্লাহ
প্রচ্ছদ: রাজীব দত্ত
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
………
যোগাযোগ
মাহাদী আনাম
ঘাসফুল প্রকাশনী
+880 1729-680908
অথবা
রকমারি ডটকম