spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদলিটল ম্যাগাজিননজরুলকে নিবেদিত দু’টি কবিতা

সংগ্রহ ও ভূমিকা : ড ইসরাইল খান

নজরুলকে নিবেদিত দু’টি কবিতা

সংগ্রহ ও ভূমিকা : ড. ইসরাইল খান 

কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রকাশিত  হয় ফজল -এ-খোদা সম্পাদিত “বেতার বাংলা”র “নজরুল স্মরণী সংখ্যা”, অক্টোবর দ্বিতীয় পক্ষ ১৯৭৬।

এই সংখ্যায়ই নজরুলের হাতের লেখার প্রতিলিপি ও বিভিন্ন সুধীজনের, বিশেষ করে ডক্টর কাজী মোতাহার হোসেনের স্মৃতিকথা ছাপা হয়। 

গীতিকার ফজল-এ-খোদা’র দক্ষতায় একশ’ আশি পৃষ্ঠার ‘বেতার বাংলা’ নজরুল চর্চার ইতিহাসে আকর তথ্যভাণ্ডার রূপে বিবেচিত হবে গবেষকদের নিকট।

এই  অসাধারণ স্মরণিকায় কবি “নজরুল ইসলামকে নিবেদিত” দুটি কবিতা লিখিত হয় নতুন করে।

কবি শামসুর রাহমান ও কবি ফজল -এ-খোদার কবিতা দুটি আজ আবার হাতের কাছে পেয়ে না পড়ে পারলাম না।

সম্পাদকীয় নজরুল ইসলামকে ‘মহাকবি’ আখ্যায়িত করা হয়েছে, তা বিশেষভাবে লক্ষ্যণীয়।

শামসুর রাহমান
কবি নজরুল ইসলামকে নিবেদিত

আপনি এবং আমি, নজরুল ইসলাম, আমরা দু’জন
পাশাপাশি হেঁটে হেঁটে চলেছি কেবলি। আপনার এখন তো
কিছুই কেনার নেই; আপনার ভাণ্ডার সে কবে থেকে পূর্ণ,
আমি আজো শূন্য হাতে ফিরি কখনো দুঃখিত ঘাটে,
কখনো বা আঘাটায়। আপনার কোন তাড়া নেই প্রকৃতই ;
কেবল যে কালো বুনো ঘোড়াটা সে রাতে অতিশয় ম্রিয়মাণ
হাসপাতালের বেডে ফেলেছিলো কেমন নিশ্বাস বারংবার,
তার কথা মনে পড়ে যাচ্ছে হয়তো বা, নাকি অন্য দৃশ্য কোনো ?

আপনি এবং আমি, নজরুল ইসলাম, আমরা দু’জন।
পাশাপাশি হেঁটে হেঁটে চলেছি কেবলি, মরুভূমি, মরুদ্যান
পেরিয়ে পেরিয়ে বনভূমি এসেছি বিপণী কেন্দ্রে আপাতত।
তাহলে শুনুন কবি, দোহাই পথের, কিছু কথা, যা এখনো
অকথিত, জানতে ইচ্ছে করে খুব — যখন সে কালো ঘোড়া তার
কেশর দুলিয়ে আপনাকে পিঠে নিয়ে ছুটে গেলো মেঘলোকে
তখন কি কারো মুখ দেখবার আশায় আপনি আপনার
অমন বিখ্যাত চক্ষুদ্বয় মেলে দিয়েছিলেন ব্যাকুল চতুর্দিকে ?
আপনার সাধ কবিতার বাগান বাড়ির মতো অন্তরালে
বড় বেশী ছায়া-ঢাকা র’য়ে গেছে, আপনিও আর্ত মহাদ্বীপ!

নজরুল ইসলাম, উদার রাজার মতো চলেছেন হেঁটে
আর আমি আপনার পাশে সংকুচিত সর্বক্ষণ, অথচ কী
ব্যাকুল হাঁটছি একা-একা। কিছুই কেনার নেই আপনার,
অতিশয় নিঃস্ব আমি, আমার রসদ চাই সকাল-সন্ধ্যায়।
আমাকে কিনতে হবে এখনো অনেক কিছু–এইতো দোকানে
সোনালী আপেল আর সুনীল গীটার, মুখচ্ছবি—চিত্রকল্প,
টোমাটোর অন্তরালে উপমা এবং আঙুরের অন্তঃপুরে
প্রতীক কিনতে হবে। আপনার কিছুই কেনার নেই আর।

নজরুল আবহমান / ফজল-এ-খোদা

হিমালয় দেখিনি
দেখেছি নজরুল ইসলাম
অগ্নিগিরি দেখিনি
দেখেছি নজরুল ইসলাম
দেখিনি মহাসাগর
নজরুল ইসলাম দেখেছি
দেখিনি মহামানव
নজরুল ইসলাম দেখেছি
যার ক্ষয় নেই শেষ নেই কোনদিন
সে অমর নজরুল ইসলাম চিরদিন।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা