1.
In night time
The day as weary
As the passerine
Flies past
During its retreat
It remits signal
That dissolves
The illumination
Into darkness.
The obscurity
I smear
Into my eyes and face
As if,
They’re the tresses of my love.
2
My abode
The conurbation is not in the vicinity
The shadow of my lonesome father
Still exist at the porch
Of our mud-house
The courtyard swabbed by
My mother with cow -dung solution
Bears the rain water spot
Our adolescent days are still running around here !
Not far from here
An earthen pot filled with water
Awaits for us to quench
The rice is being cooked
By stashing the fallen leaves
Into open fire
The aroma of fresh paddy fills the room.
3.
THE RAVENOUSNESS
I cannot flee anywhere
Me and my shadow remain at the precinct
At noon, aroma of boiled rice
Filled my nostrils
I feel ravenous
Only the feelings of hungers
Made me attentive.
I sit at the bathing spot
Of the water-body
The ancient stair freezed
The sound of ankle bell
Whose coloured feet ,
Anyway, with lac-dye,
Used to utilise it ?
The door is ajar
The soothing air
With spring’s fragrance and appeal
Has free access through the garden
All the buds would bloom
With the loving care !
I can’t flee
At times, I feel like to make sound
As does the cuckoo .
Why ?
I’ve no idea , but possibly,
My shadow is aware of.
Only I feel craving
It’s some what different
The cravings edged me
To baloon my heart to reverie
4.
THE PREPAREDNESS
The border of your sari
With all those glittering
Fascination evoked such
Magnetic attraction
That I can’t
But keep staring at you
Passionately I yearn for
To keep my heart there,
And there itself unde your soft glow
The rhythm I resonate in my fluit
I keep
That too there
To arrest the darkness
Before it dares to prevail upon there.
Can anyone survive
For the sake of eventide only ?
I’m tired and weary
Walking miles after miles
And when the darkness
Descends ,
I tend to believe myself an apostate
Nevertheless I awake all through night
Even so, I keep picking up the fascinating mystry
Yet then, the beating for resuscitation triggers a bell somewhere !
Secretly, I do sigh
And ignore the craving
And get going
Deep inside stealthily.
Translated by Dibyendu Prasad Bandyopadhyay
5.
THE DIPPING
Into the water,
I shall get down,
Get down I’ll into the water !
If the water happens to open up
I shall drench somber song into it
Catch up all the eluded bathing
After ends up,
There still remain some remnants
In quest of those
I keep coming here
I bow down only
Before the query and the wave
I bow down secretly in private
Though the deserted water and the bright cloud, all
Disappeared today ,
The foot prints as left on the horizon
Flickering, in the excessive firy Sunray
That’s smeared with suspended dust
The fire is aware to script the rain
And it gets down fanatically
In search of the lost rainy season !
6.
THE BORDER
At which edge thou shall put me on ?
Put up thou (as you like ) –
I do wander around at the border
That’s devoid of any road
As the wailing prevailed all through the border line
Can a country be an alternative for the native land ?
Can a heart be other hearts’ ?
Though it’s certain
Things could not be clarified
As they’re conveyed through gesture
Demarcating land
Dividing deaths
The land is vibrant
The tale of fake graciousness
Getting viral around the globe.
7.
BE ATTENTIVE
I become famous autogenous,
Stand, I before my alter ego
I do lecture without having any meeting place,
‘Pleas listen to’ –
By chance I’ve got
The flower of chebulic myro balan
In the destitute forest, near the hiptage plant.
No aggresive promotion
But only the silent whispering
vibrates the city
Illumination I find out into the vibration,
Comforts myself
So much of nostalgic music
All through the wilderness
When the clouds accumulate
My mind , like the dandy peacock,
Wait with bated breath
For the precipitation
To awash me !
8.
FUMBLING WITH VOCABLE —————————————————–
She walks through the sal garden daily
Lean waist she has , with magical black Irish
Movement of her arms
Throws the mystic enchantment
All the gracefulness dissolved into her sari’s border.
During my return journey, each day . on a bicycle,
On the dusty red soil road,
I keep capturing the spectacle into my mind.
Her reddish lips protruding like the Indian jasmine.
How I’m suppose to get into talk with her
I couldn’t find any vocable
Rather resigned ,
I set to talk with the poetry desolately !
9.
(This audacious piece in vernacular was adorned with simple yet known words of daily use, but still they have the inherent punch in it. Here lies the beauty of the style of the renowned poet Shri Taimur Khan . Please read on…)
NOTHING MORE BUT A BARD
WE WANT TO BECOME
Replied, I could have,
But I didn’t !
Protested, I could have,
But I couldn’t !
Lewd claws advanced a little ,
I brushed it off,
With feigned ignorance.
I was being denuded
Little by little,
When the lecherous acts came to a tilt,
Darkness befallen suddenly.
Shut, I , my eyes in sheer apprehension .
Aren’t we become a man enough yet ?
Are we accustomed
To bypas the wails for help, regularly ?
Our clothes got moistened
With the oozing blood.
Do we lack the vertebrae
To support our spine ?
Then, suddenly, it caught fire
All fables consigned into it,
And metamorphosed into cinders.
From the dump
We picked the words
That only kept sighing .
We wanted to become a bard,
Only verse-writer,
And absolutely nothing more.
(—Translated by Dibyendu Prasad Bandyopadhyay
20.06.2024)
About of the poet
Taimur Khan,
DOB: 28/01/1967
Books: poetry and article:
Poetry:22,
‘Kothai Pa Rakhi’, Jwarer Tanbur Niche Basanter Dakghar’ etc.
Article:11
‘Kabir vandarer chabi’,’Nabboi Dashaker Kabi O Kabita’etc.
Awards: Natun Gati Sahitya Award, Kabi Alok Sarkar Award etc.
Address :Ramrampur(Shantipara), Post Rampurhat, District Birbhum, West Bengal, pin 731224, Mobile 9332991250
তৈমুর খানের মূল বাংলা কবিতাগুলো
১
নিশিবেলায়
পাখির মতো ক্লান্ত দিন
চলে যায়
যেতে যেতে ডাকে
ডাকার সংকেতে
নিভে যায় আলো
আঁধারের চুলগুলি জড়াই
প্রিয়ার মতোন চোখেমুখে
২
আমার ঘর
এখানে শহর নেই
মাটির বাড়ির দাওয়ায়
নিঃস্ব পিতার ছায়া পড়ে আছে
মায়ের নিকোনো উঠোনে বৃষ্টির দাগ
আমাদের কিশোরবেলা আজও ছুটোছুটি করে
অদূরে মাটির কলসি ঠাণ্ডা জল নিয়ে বসে আছে
পিপাসা পেলে যাই তার কাছে
পাতার জ্বালে সেদ্ধ হয় ভাত
নতুন ধানের গন্ধে ঘর ভরে আছে
৩
খিদে
পালাতে পারি না কোথাও
আমি ও আমার ছায়া কাছাকাছি থাকি
দুপুরে গরম ভাতের ঘ্রাণ এলে
খিদে পায়
রোজ রোজ খিদে পায় শুধু!
এই পুকুরের ঘাটে দু’দণ্ড বসি
বহু পুরনো সিঁড়িতে দেখি নূপুরের শব্দ লেগে আছে
আলতা পরা খালি পা কার উঠানামা করে?
দুয়ার খোলা আছে
বাগানের হাওয়া আসছে বসন্তের আমন্ত্রণ নিয়ে
সব কুঁড়ি ফুটবে এবার অনুরাগের পরশ পেয়ে!
পালাতে পারি না,
মাঝে মাঝে কোকিলের মতো ডাকি—
কেন ডাকি?
আমার ছায়াটি বোঝে সব, শুধু আমিই বুঝি না;
আমার শুধু খিদে পায়
এ আর এক অন্য খিদে—
খিদের আগুনে হৃদয় সেঁকি!
৪
প্রস্তুতি
তোমার আঁচলে কত নক্ষত্র ফুটেছে
বিচিত্র আলোর ঝিকিমিকি
আমি শুধু চেয়ে চেয়ে দেখি!
ওখানে হৃদয় রাখবো তোমার আলোয়
ওখানেই রেখে দেবো আমার বাঁশির সুর
ওখানে কখনো হবে না অন্ধকার!
শুধু রাত্রির সন্তান হয়ে বেঁচে থাকা যায়?
মাইল মাইল রাস্তা হেঁটে জীবনের আয়ু হলো ক্ষয়
অন্ধকারে নিজেকেও বিশ্বাসঘাতক মনে হয়
সারারাত যদিও জেগে থাকি
সারারাত যদিও নক্ষত্রফুল কুড়াই
তবু এক উজ্জীবনের ডাক আসে শুনি
দীর্ঘশ্বাসগুলি লুকিয়ে ফেলি
আর তৃষ্ণাগুলি অস্বীকার করি
গভীর নির্জনে একা চুপি চুপি যাই…
৫
অবগাহন
জলে নামব, নামবই জলে
জল যদি আজ কথা বলে
ভিজিয়ে নেব অশ্রুগান
কুড়িয়ে নেব অধরা স্নানগুলি
সকল কিছুর পরও সকল কিছু থাকে
খুঁজতে আসি তাকেই
জিজ্ঞাসা আর স্রোতের কাছে
মাথা নোয়াই
মাথা নোয়াই একান্ত নিভৃতে
যদিও আজ শূন্য জল, শুভ্র মেঘ
সবাই চলে গেছে
পায়ের চিহ্ন পড়ে আছে দিগন্তের পথে
ধুলো ওড়া রোদ্দুরের আগুনে তা কাঁপে
সেই আগুনও বৃষ্টি লিখতে জানে
সেই আগুনও খুঁজতে আসে হারানো শ্রাবণে
৬
সীমানা
কোন্ সীমানায় রাখবে আমাকে?
রাখো—
সীমানায় সীমানায় হাঁটি
যদিও এখানে রাস্তা নেই
সমস্ত সীমানা জুড়ে আর্তনাদ জেগে আছে
দেশ কি দেশের বিকল্প হতে পারে?
হৃদয় কি হৃদয়ের?
যদিও বোঝানো যায়নি সব
ইশারায় যতটা বলা গেছে…
মাটি ভাগ করে নিয়ে
মৃত্যু ভাগ করে নিয়ে
বেঁচে আছে দেশ
দেশে দেশে ছড়িয়ে পড়েছে মহিমার লাশ
৭
শোনো
নিজে নিজে বিখ্যাত হয়ে উঠি
নিজের সামনে দাঁড়াই
বক্তৃতা করি সমাজমঞ্চ ছাড়াই
শোনো —
হরীতকী ফুল কুড়িয়ে পেয়েছি
কাঙাল বনে, মাধুরীলতার কাছে
বিজ্ঞাপন নেই উগ্র বায়ুর কাছে
শীতল ছায়ার মুগ্ধ আলিঙ্গনে
নৈঃশব্দ্যের জাদুতে শহর কাঁপে
আমি সেই কম্পন থেকে
আলো খুঁজে পাই
হৃৎপিণ্ড সেঁকি আলোর তাপে
কত গান, কত প্রান্ত জুড়ে
মেঘ এলে মনের গহনে
ময়ূর খেলা করে
৮
কথা পাই না
শালবাগান দিয়ে হেঁটে যায় রোজ
সরুমাজা
অসম্ভব কালো চোখ
হাত দুটি সবুজ ডালপালা
আঁচল ওড়ে তার মাধুর্যের পতাকা
লাল ধুলোর পথে সাইকেলে ফিরে আসি
সেইসব দৃশ্যগুলি মনের ক্যামেরা তুলে নেয়
ঠোঁট দুটি লাল হয়ে মুচকুন্দ ফুলের মতো ফোটে
কী কথা বলা যায় ওকে?
ভেবে ভেবে একটিও কথা পাই না
নিঃস্ব একাকী বসি কবিতার কাছে।
৯
একটি সহজ কবিতা
জবাব দিতে পারতাম, কিন্তু দিইনি
প্রতিবাদ জানাতে পারতাম, কিন্তু জানাইনি
একটু একটু করে এগিয়ে এসেছে হাত
দেখেও দেখিনি
একটু একটু করে কাপড় খুলেছে
খুলতে খুলতে তারপর অন্ধকার
চোখ বুজেছি
আমরা কি মানুষ হইনি ?
চিৎকার শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি
রক্ত গড়িয়ে গড়িয়ে আমাদের বসন ভিজিয়েছে
আমাদের কি মেরুদণ্ড ছিল না?
তারপর আগুন জ্বলে উঠেছে
সব গল্পরা পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে একে একে
ছাইয়ের ওপর থেকে কুড়িয়ে নিয়েছি শব্দ
শব্দেরা শুধু দীর্ঘশ্বাস ফেলে গেছে
আমরা শুধু কবি হতে চেয়েছি
শুধু কবি
আর কিছু নয়!
🦜