রাজনীতি এবং চাঁদ
(১)
সম্মোহন চাইতে এসে পিছিয়ে গেছে কেউ
ঘন হয়ে আসা জারুলের ফাঁকে তখন চাঁদ
অমাবস্যার অভাব কী দারুণ অস্পৃশ্য !
বিশেষ সেই ক্ষতটির মতো
চৌকো কিংবা রম্বস কিংবা ধরো, একটি নিখুঁত ট্রাপিজ
জানাজানি হওয়ার আগেই ফিরে এসেছি
ঘরের গল্প লিখতে বসে দেখি
ঘনিষ্ঠ হয়েছিলাম।
আপনি কি সেই নির্বাচিত কবি যিনি পিছন থেকে দেখেছেন সামনে ?
(২)
জখম জেনেছি। জেনেছি বালিরঙ আকাশও
এছাড়া রথের চাকা পিরামিডের জ্যামিতি —
প্রজাপতির বদলে যাওয়া বুঝতে পেরে আলগোছে লুকিয়ে তুলেছি চাঁদ
কানাকানি করেছে যারা তারা নদী পাহাড় মেঘ দেখেছে।
চাঁদ দেখেনি
অসংখ্য মুখ। একের ভিতর আরেক
আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ —
কারণ আমি জখমকে চিনি আঘাতকেও
আর চিনি তাঁকে যে সবেমাত্র নষ্ট হল।
(৩)
অস্তিত্ব নেই অথচ ‘কী একটা আছে’ হয়ে আছে এই দেহ
দূর থেকে দেখলে এক সরলরেখা
কাছে যেতেই ফুরুৎ
এ কী অনাচার !
শাপ লাগলে দোষ কার ?
কে বয়ে নিয়ে যাবে এইসমস্ত ?
নিমগ্ন থাকুন মহাশয়। ঋজু হোক আপনার দহন
দেরাজে গুছিয়ে রাখুন প্রাচীন আত্মা
ঝড় উঠলে খসে যাবে লোম পালকসহ অন্যান্য
কিন্তু কখনো ধ্বসে পড়বে না চৈতন্যদেশ
(৪)
ভয় হয়। ভীষণ
গীতা বলে, এ জগতে ভয়াবহ নয় কিছুই
তথাপি — ভয়ের ভিতর বাসা করে আটআনা ঘাত
আহত হয়ে বসে থাকে অগুনতি দিন
স্মিত হেসে চাঁদ দেখি
কলঙ্কের বদলে খুঁজতে থাকি মুচমুচে বিস্কুট
ভ্যানিশ হয়ে যায় ‘ভ’ সংক্রান্ত সবববব
এসব টোটকা আমাকে শিখিয়েছিলেন ঠাকুমা
তাই তিনি আজ চাঁদের দিকে মাথা দিয়ে শুয়ে আছেন
(৫)
উপগ্রহ এবং উপগৃহিণীর মধ্যে তফাৎ কতটা জানা নেই
সর্বশেষ খবর অনুযায়ী চাঁদ এখন নক্ষত্র
এই যে জার্নি তাতে কেউ বৃষ্টি দিয়েছে কেউ ছুরি
আমি গনতন্ত্রে বিশ্বাসী
তাই চাঁদের দিকে ছুঁড়ে দিয়েছি একটি ইচ্ছেকৃত ভুলশব্দ
এখন অপেক্ষা
দেখা যাক রাজনীতিবিদ হিসেবে সে আমার একার কিনা…
Piyanki Mukherjee
West Bengal
India
পিয়াংকী মুখার্জ্জী। লেখালেখি করেন “পিয়াংকী” নামে। ভারত বাংলাদেশ সহ পাশ্চাত্যের বিভিন্ন ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হয় নিয়মিত । আবহমান,কবিতা আশ্রম,উজ্জ্বল এক ঝাঁক পায়রা,কবিতার আলো, শব্দলেখা, মেধা,উত্তর আমেরিকা প্রথম আলো, কুয়াশা এখন, তাবিক,শুধু বিঘে দুই এদের মধ্যে উল্লেখযোগ্য। কাজ করতে ভালোবাসেন কবিতা মুক্তগদ্য এবং প্রাচীন বাংলার রন্ধনশিল্পের ইতিহাস নিয়ে। অথচ সবকিছুর পরেও কবিতার কাছেই গচ্ছিত রাখেন উভচর আঙুল,কবিতার পাশেই জাগিয়ে রাখেন ধ্যানভাঙা কপাল…
কবিতার জন্য পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। তাৎক্ষণিক কবিতা প্রতিযোগিতায় ‘কবিতা ক্লাব প্রথম দশ পুরস্কার’, যুগসাগ্নিক সেরা তরুণ কবি সম্মান, কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় দ্বিতীয় পুরস্কার তার মধ্যে অন্যতম। প্রকাশিত একক কাব্যগ্রন্থ তিনটি এবং একটি গদ্যগ্রন্থ ‘মধ্যযামের আলো’, ‘এসো ছুঁয়ে দাও নিরাময়, ‘অন্ধকার অমাবস্যার দিকে’ এবং ‘ভাঙা চশমায় জোনাকি’।