spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাগুচ্ছ কবিতা : পিয়াংকী

গুচ্ছ কবিতা : পিয়াংকী

রাজনীতি এবং চাঁদ

(১)
সম্মোহন চাইতে এসে পিছিয়ে গেছে কেউ
ঘন হয়ে আসা জারুলের ফাঁকে তখন চাঁদ
অমাবস্যার অভাব কী দারুণ অস্পৃশ্য !
বিশেষ সেই ক্ষতটির মতো
চৌকো কিংবা রম্বস কিংবা ধরো, একটি নিখুঁত ট্রাপিজ
জানাজানি হওয়ার আগেই ফিরে এসেছি
ঘরের গল্প লিখতে বসে দেখি
ঘনিষ্ঠ হয়েছিলাম।

আপনি কি সেই নির্বাচিত কবি যিনি পিছন থেকে দেখেছেন সামনে ?

(২)

জখম জেনেছি। জেনেছি বালিরঙ আকাশও
এছাড়া রথের চাকা পিরামিডের জ্যামিতি —
প্রজাপতির বদলে যাওয়া বুঝতে পেরে আলগোছে লুকিয়ে তুলেছি চাঁদ

কানাকানি করেছে যারা তারা নদী পাহাড় মেঘ দেখেছে।
চাঁদ দেখেনি
অসংখ্য মুখ। একের ভিতর আরেক

আমার বিরুদ্ধে হত্যার অভিযোগ —
কারণ আমি জখমকে চিনি আঘাতকেও
আর চিনি তাঁকে যে সবেমাত্র নষ্ট হল।

(৩)
অস্তিত্ব নেই অথচ ‘কী একটা আছে’ হয়ে আছে এই দেহ
দূর থেকে দেখলে এক সরলরেখা
কাছে যেতেই ফুরুৎ
এ কী অনাচার !
শাপ লাগলে দোষ কার ?
কে বয়ে নিয়ে যাবে এইসমস্ত ?

নিমগ্ন থাকুন মহাশয়। ঋজু হোক আপনার দহন
দেরাজে গুছিয়ে রাখুন প্রাচীন আত্মা
ঝড় উঠলে খসে যাবে লোম পালকসহ অন্যান্য

কিন্তু কখনো ধ্বসে পড়বে না চৈতন্যদেশ

(৪)
ভয় হয়। ভীষণ
গীতা বলে, এ জগতে ভয়াবহ নয় কিছুই
তথাপি — ভয়ের ভিতর বাসা করে আটআনা ঘাত
আহত হয়ে বসে থাকে অগুনতি দিন

স্মিত হেসে চাঁদ দেখি
কলঙ্কের বদলে খুঁজতে থাকি মুচমুচে বিস্কুট
ভ্যানিশ হয়ে যায় ‘ভ’ সংক্রান্ত সবববব

এসব টোটকা আমাকে শিখিয়েছিলেন ঠাকুমা
তাই তিনি আজ চাঁদের দিকে মাথা দিয়ে শুয়ে আছেন

(৫)
উপগ্রহ এবং উপগৃহিণীর মধ্যে তফাৎ কতটা জানা নেই
সর্বশেষ খবর অনুযায়ী চাঁদ এখন নক্ষত্র
এই যে জার্নি তাতে কেউ বৃষ্টি দিয়েছে কেউ ছুরি

আমি গনতন্ত্রে বিশ্বাসী
তাই চাঁদের দিকে ছুঁড়ে দিয়েছি একটি ইচ্ছেকৃত ভুলশব্দ
এখন অপেক্ষা
দেখা যাক রাজনীতিবিদ হিসেবে সে আমার একার কিনা…

Piyanki Mukherjee
West Bengal
India

পিয়াংকী মুখার্জ্জী। লেখালেখি করেন “পিয়াংকী” নামে। ভারত বাংলাদেশ সহ পাশ্চাত্যের বিভিন্ন ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হয় নিয়মিত । আবহমান,কবিতা আশ্রম,উজ্জ্বল এক ঝাঁক পায়রা,কবিতার আলো, শব্দলেখা, মেধা,উত্তর আমেরিকা প্রথম আলো, কুয়াশা এখন, তাবিক,শুধু বিঘে দুই এদের মধ্যে উল্লেখযোগ্য। কাজ করতে ভালোবাসেন কবিতা মুক্তগদ্য এবং প্রাচীন বাংলার রন্ধনশিল্পের ইতিহাস নিয়ে। অথচ সবকিছুর পরেও কবিতার কাছেই গচ্ছিত রাখেন উভচর আঙুল,কবিতার পাশেই জাগিয়ে রাখেন ধ্যানভাঙা কপাল…
কবিতার জন্য পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি। তাৎক্ষণিক কবিতা প্রতিযোগিতায় ‘কবিতা ক্লাব প্রথম দশ পুরস্কার’, যুগসাগ্নিক সেরা তরুণ কবি সম্মান, কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় দ্বিতীয় পুরস্কার তার মধ্যে অন্যতম। প্রকাশিত একক কাব্যগ্রন্থ তিনটি এবং একটি গদ্যগ্রন্থ ‘মধ্যযামের আলো’, ‘এসো ছুঁয়ে দাও নিরাময়, ‘অন্ধকার অমাবস্যার দিকে’ এবং ‘ভাঙা চশমায় জোনাকি’

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প
পথিক মোস্তফা on মানবিক কবি ফররুখ আহমদ
মোহাম্মদ জসিম উদ্দিন on ক্রান্তিকাল
এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা