কবির মুখ
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ‘কবির মুখ’ একটি আত্মজীবনীমূলক বই।
বইটিতে তিনি নিজের শৈশব, কৈশোর, যৌবন ও সাহিত্যিক জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বইটিতে তিনি তার গ্রামীণ জীবনের স্মৃতি, রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, প্রেম-প্রণয় ও সাহিত্যচর্চার অভিজ্ঞতা নিয়ে সরস গদ্যে সবিস্তারে লিখেছেন।
যারা আল মাহমুদের জীবন ও সাহিত্য সম্পর্কে জানতে আগ্রহী, এই বইটি তাদের জন্য।
বইটি সম্পর্কে জানতে ভিজিট করুন: https://adarsha.com.bd/kabira-mukha/