spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েআল মাহমুদের সনেট ও সনেটকল্প

আল মাহমুদের সনেট ও সনেটকল্প


.
.
আধুনিক বাংলা কবিতা বিশেষ করে বিশশতকের পাঁচ বা পঞ্চাশের দশক-পরবর্তী কবিতা বাংলাদেশের মহান দুই কবির অনন্যসাধারণ কবিকৃতির আলোচনা ছাড়া যে কোনো বিচারেই অসম্পূর্ণ থেকে যায়; স্বনামধন্য এঁরা হলেন শামসুর রাহমান ও আল মাহমুদ।
এগ্রন্থ শেষোক্ত জনকে নিয়ে।
আল মাহমুদ- কবিতা ছাড়াও অসংখ্য রসোত্তীর্ণ ছোটগল্প, উপন্যাস, আত্মকথা-স্মৃতিকথা, ভ্রমণপঞ্জি, মননশীল প্রবন্ধ-নিবন্ধ-কথিকা, সমালোচনা, মহাপুরুষের জীবনগাথা, কিশোর রচনা প্রভৃতি লিখেছেন।
এগ্রন্থে তাঁর সনেট ও সনেটপ্রতিম রচনাসমূহ নিয়ে নানা কৌণিক আলোচনা আবর্তিত।
তাঁর এপর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা (ছড়াগ্রন্থসহ) ৩২। এগুলোতে গ্রন্থিত একক-নামা কবিতা কম-বেশি ৮৫৭টি এবং সাকুল্য প্রায় ৮৭৯টি (একক নাম বাদ দিলে, যেমন- তাঁর বহুলকথিত ‘সোনালি কাবিন’, একক-নামা কবিতা হলেও আদতে এতে আছে ১৪টি সনেট, সেই নিরিখে “সাকুল্য” পদ ব্যবহৃত)।
এর মধ্যে আবার সনেট ও সনেটকল্প রচনা ৯৬টি। সনেটগুলোর মূল চাল ৮+১০ বা ১০+৮, অন্যকথায় ১৮-মাত্রার সনেট রচনায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।
তাঁর নানা স্বাদের এসব সনেট ও সনেটকল্প কবিতা নিয়ে রচিত নাতিদীর্ঘ গ্রন্থটি পাঠে আল মাহমুদ-প্রেমী সহৃদয় পাঠকসমাজ আরেক ভিন্নধর্মী কবিসত্তার সান্নিধ্য লাভ করবেন বলে আশা করা যায়।
.
.
বই : আল মাহমুদের সনেট ও সনেটকল্প
লেখক : কাবেদুল ইসলাম
প্রকাশকাল : এপ্রিল ২০২৩
প্রকাশনী : কবি প্রকাশনী
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ