spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েশ্রেষ্ঠ প্রবন্ধ : আল মাহমুদ

শ্রেষ্ঠ প্রবন্ধ : আল মাহমুদ

মূল্য- ৪০০ টাকা

তিনি কবি। তিনি গল্পকার,ঔপন্যাসিক। এই তিনি-ই যখন প্রবন্ধলেখার জন্য কলম ধরেন, তখন মনে হয় কবি, গল্পকার, ঔপন্যাসিকের পেলব রোমান্টিক বিচরণক্ষেত্রের উর্ধ্বে উঠে শানিত তরবারি হাতে দাঁড়ানো ইনি এক অন্য অনন্য আল মাহমুদ। প্রবন্ধে তিনি সমাজ, মানুষ,সামাজিক পরিমণ্ডলকে দেখেন অন্য চোখে। কোনো ভাবালুতাকে তিনি তখন প্রশ্রয় দেন না। শানিত ভাষায়, তীক্ষ্ণ বিশ্লেষণে তিনি তখন সাদাকে সাদা বলেন, কালোকে কা্লো। কোনো অমৃতভাষণের ধার তিনি ধারেন না। তাই তাঁর প্রবন্ধের পরতে পরতে জড়িয়ে থাকে এক দৃপ্ত আন্তরিকতা। পাঠক তার বক্তব্যের সঙ্গে সহমত না হতেও পারেন, কিন্তু তাঁকে অগ্রাহ্য করতে পারেন না। প্রবন্ধকার আল মাহমুদ এটা জানেন। সে-কারণেই তিনি প্রবন্ধের ক্ষেত্রে বেছে নেন এমন এক সাবলীল, সহজ গদ্যভাষা— যাতে পাঠক মুখোমুখি হয় এমন এক আয়নায়- যা তাকে অবিকৃত সত্যের মুখোমুখি করে।প্রবন্ধের পর প্রবন্ধে দ্বিধাহীন সত্য-উচ্চারণে আল মাহমুদ তাই পাঠককে শিহরিত করেন। প্রবন্ধকার আল মাহমুদ তাই চির সতেজ, চির তরুণ। এই বইয়ের দু-মলাটের ভেতর ছড়িয়ে থাকা প্রতিটি প্রবন্ধেই এর সাক্ষ্য বর্তমান। কবিতার মতো প্রবন্ধেও একদিকে যেমন তিনি স্বাজাত্য-অভিমানী; অন্যদিকেতেমনই তিনি আন্তর্জাতিক। পাশাপাশি ফল্পধারার মতো বয়ে যায় ইতিহাসচেতনা ও মানবিকতাবোধ। প্রাবন্ধিক আল মাহমুদ তাই অবশ্যপাঠ্য।

বইটি সংগ্রহ করতে নীচের লিংকে ক্লিক করুন :

অথবা

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন প্রতিভাসের এই নম্বরে
৮২৪০৯৬৮২৫২ (WhatsApp)

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on বাংলা একাডেমির মুখোস উন্মোচন