spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েশ্রেষ্ঠ গল্প : আল মাহমুদ

শ্রেষ্ঠ গল্প : আল মাহমুদ

মূল্য- ৫০০ টাকা

আল মাহামুদ বাংলা ভাষার এক প্রধান কবি। এবং তিনি নামী গল্পকারও বটে।অথচ, এ-বাংলার গল্পকার হিসেবে তাঁকে যে আমরা সেভাবে চিনি না, এটা সমকালীন বাংলা সাহিত্যের সীমাবদ্ধতা বললেও সম্ভবত খুব কমই বলা হয়। একটা দেশকে, তার মাটি আর নানাস্তরের মানুষকে, তাদের ভাবনা ও বেঁচে থাকাকে, বিশ্বাস আর অবিশ্বাসকে, গোটা পরিবেশ-প্রেক্ষিতের অন্তর্নিহিত লজিককে, ক্রোধ তথা অ্যাঙ্গারকে তিলে তিলে যা তুলে ধরে তা-ই যদি হয় সে-দেশের সাহিত্য, তাহলে যেভাবে তার পরিচয় ধরে রেখেছেন বলে আমরা মারিও ভার্গোস লোসা, বর্হেস বা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ পড়ি, সেই একই ভূমি থেকে মূল্যবান আল মাহমুদের গল্প আমাদের অতি-যত্নে চিনিয়ে দেয় একজন মানুষকে, যিনি হাড্ডাহাড্ডি লড়াই করে একটা দেশের স্বাধীনতা যারা ছিনিয়ে এনেছে তাদের একজন হিসেবে ওই ছিনিয়ে আনাটা যাদের জন্যে সেই সমস্ত চেনা-অচেনা মানুষগুলোকে, তাদের না-চেনা, কম-চেনা মুখগুলোকেই সযত্নে আলোকিত করে তুলছেন। এবং তুলছেন এইসব মানুষগুলোর থেকে অনেক উঁচুতে দাঁড়িয়ে নয়, বরং তাদেরই পাশাপাশি থেকে। তাদের জীবনযাপনকে ভাগ করে নিতে নিতে। গল্পকার আল মাহমুদের কাছে স্বদেশের মাটি ও মানুষকে চেনাটা কোনো রোম্যান্টিক কবিরচেনা নয়। তাঁর মানুষ-চেনার ভেতর বাস্তব ও কল্পনার সত্য মিলেমিশে একাকার হয়ে গড়ে তোলে বাস্তবের থেকে ভিন্ন মাত্রার আর এক বাস্তবতাকে।তাঁর কাছে বাস্তব তাই বাস্তবই— তার অন্য কোনো ডানা বা পাখা নেই। ‘মানুষ’ শব্দটা তাঁর কাছে সাহিত্যের উপাদানমাত্র নয়। আমরা যদি এখনও এই মানুষটির সৃষ্টি বিষয়ে সচেতন না-হয়ে থাকি তাহলে ক্ষতি আমাদেরই, আর কারও নয়।

বইটি সংগ্রহ করতে নীচের লিংকে ক্লিক করুন :

অথবা

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন প্রতিভাসের এই নম্বরে
৮২৪০৯৬৮২৫২ (WhatsApp)

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ