spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদবই নিয়েযেভাবে বেড়ে উঠি : আল মাহমুদ

যেভাবে বেড়ে উঠি : আল মাহমুদ

মূল্য- ২৫০ টাকা

বাংলা ভাষায় কবিতাচর্চায় দীর্ঘদিন আগে থেকেই একটি বিশেষ জায়গা দখল করেছেন কবি আল মাহমুদ। কবিতার পাশাপাশি সুনাম অর্জন করেছেন ছোটগল্প রচনায়। গদ্যের শরীরে মায়াবী কাব্যময়তার স্রোত বইয়ে দিতে জানেন এই অনুভব কবি। তাঁর ‘যেভাবে বেড়ে উঠি’ রচনাটিকে বলা যেতে পারে একটি আত্মজৈবনিক উপন্যাস। একজন কবির বেড়ে ওঠার দিনগুলোয় অবশ্যই বিশেষ ভূমিকা থাকে তাঁর পরিবার, সমাজ এবং পারিপার্শ্বিক আবহাওয়ার। একজন অনুভূতি সম্পন্ন মানুষের বিশ্বাস-অবিশ্বাসের ভিত্তিভূমিও নির্মিত হয়ে যায় এই সময়টিতেই। শৈশৰ ও কৈশোরের বর্ণময় দিনগুলি এবং সে পর্যায়ের আলো ও আঁধারকে এই লেখায় তিনি দক্ষ শিল্পীর মতোই উপস্থিত করেছেন। অজস্র ব্যক্তিগত ঘটনার ঘনঘটার পাশাপাশি রচনাটিতে অনায়াসে জায়গা করে নিয়েছে ইতিহাসের নানা অধ্যায়। সেই সময়ের বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামো, রাজনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের কথা জানবার ক্ষেত্রে বইটিকে একটি বিশেষ দলিল হিসেবে অনায়াসে চিহ্নিত করা যাবে। কবি ও কথাশিল্পী আল মাহমুদের কবিতা এবং তাঁর দর্শনকে অনুধাবন করবার ক্ষেত্রে এই বইটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।

বইটি সংগ্রহ করতে নীচের লিংকে ক্লিক করুন :

অথবা

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন প্রতিভাসের এই নম্বরে
৮২৪০৯৬৮২৫২ (WhatsApp)

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ