আইকন আন্দোলন
……….
পাল্টাও অভিরুচি,
বাঙ্গালীবাবুর স্বরূপ আসুক
বিশ্বের দরবারে!
কোটা যাক
নিষিদ্ধ রঙ্গ মঞ্চে,
আইকন হোক
বাংলার ছাত্র আন্দোলন।
শুরু হোক নতুন অর্থনৈতিক কোটা
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর।
……… ……… …….. …………
ভাবনা
………
আমার লাশের গায়ে জড়ানো
কাপড় যাতে লেগে আছে ছোপ ছোপ প্রতিবাদ
সেখান থেকে উড়ছে ঘৃণার বাষ্প
বিষোদগার করছে স্বপ্নময় পৃথিবীকে
নেই নেই কেউ নেই
শুষে নিতে সবুজ ছায়া দিয়ে
বুকের মধ্যে শুধুই হাহাকার
করে দায় সেরে যায়
ক্ষমা করবেনা ভোরের শূন্য সকাল।
মাথা হেঁট করে পা বাড়িয়ে রাজপথে চলা শুরু করলে
সেও তোমার মত ছেটাবে ধুলো
কেনো লাশ হতে হয় তরু তাজা কিশলয়
একদিন মরুভূমির রূপ নেওয়া মায়ের কোল ডুকরে ডুকরে কাঁদবে
মোছানোর রাস্তা কি হবে
ভেবে দেখেছো কি?
………. ………….. …………
গুলি
……..
কি অপরাধ করেছি
আমি তো ধর্ষণ করিনি!
আমি তো খুন করিনি কোনো নিরীহ মানুষ কে
আমি রাহাজানিও করিনি
আমি রাষ্ট্র সম্পদ লুট করিনি
হ্যাঁ আমি প্রতিবাদ করেছি
তোমার দেখানো পথ অনুসরণ করিনি
আমি তোমার মত কে চুপচাপ সুবোধ বালকের মতো মেনেই নিইনি
আমি রাজপথের দখল নিতে চেয়েছি
প্রতিবাদের কণ্ঠে সাজালাম রাজপথ
এতেই তোমার এত রাগ!
রাগ হলে তুমি হলাহল করো বমি
আর সেই বমি থেকে বের হয়
বন্দুকের গুলি
যা দিয়ে তুমি আঁকতে পারো এক লাল পতাকা
যা কাফন হয়ে ফিরলো শিক্ষিত তরুণের বুকে।
ধিক রাজা! ধিক !
তোমার গুলিতে হলো কত বলিদান
ইতিহাস তোমায় দেবে কোথায় স্থান!
………… …………. …………..
কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।