১.
ছাত্ররা যখন বিজয় মিছিল নিয়ে ফিরবে তখনই যেন তাঁর লাশটিকে বিজয়ী ঘোষণা করে দাফন করা হয়!
লাশকে বিজয়ী ঘোষণা করার কল্পনা কোনও কবি বা ভাষাকারের কলমে আসেনি,তালাত মাহমুদ রাফি বলেছে যে শহীদ হয়েছে
ভাষা ও বাস্তবের দূরত্ব ঘুচিয়ে দিতে পারে রক্ত ফলে এটা এক মহৎ কবিতা
°
১৭ জুলাই ২০২৪
২.
ফারহান ফাইয়াজ
*
তোমার কবরের ঘাস হবে জননীর হাসির মতো পবিত্র
সেখানের হাওয়া এসে এই রক্তরাঙ জনপদ সুরক্ষার প্রতিশ্রুতি বিছিয়ে দেবে আর একটি অনুরোধ, যখন গাযার পাখিদের দেখা হবে আমার কথা বলো বলো বাংলা জনপদএ সঙ্কট ফলে দীর্ঘদিন আমি ওঁদের খবর নিইনি যেন ক্ষমা করে
°
১৯ জুলাই ২০২৪
৩.
আমাদের বাপেরা বুজুর্গ ছিলেন
দিন যেতে যেতে সেই সব স্মৃতি মনে পড়ে না!
রাত দিন আমাদের জগতরিজিকের সন্ধান শেষে বরকতএর জন্য পরহেজগারি করতেন।
তাঁরা পরিবার পাহারা দিতেন যেন কোনও রন্ধ্রে লোভ আর জুলুমের বীজ এসে গোপনে লুকায়!
তোমার মনে পড়ে না এক জৌলুশহীন জীবনের অমল গৌরব তাঁরা গড়িয়ে নিয়েছে মহাজগতের দিকে শ্রমে বিসর্জনে আর তোমাকে দিয়ে গেছে পিতৃত্বের সমস্ত নির্যাস
এক নির্লিপ্ত সিরাতুল মোস্তাকিম
জালিমের প্রতি অনুরাগহীন
জুলুমের প্রতি অনীহ জীবন!
°
২৪ জুলাই ২০২৪