spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাতিনটি কবিতা : তমিজউদদীন লোদী

তিনটি কবিতা : তমিজউদদীন লোদী


মানুষ পাখি হয়ে গেলে
………

মানুষ পাখি হয়ে গেলে তার জন্মভূমি থাকে, দেশ থাকে না
তার অতীত থাকে, বর্তমান থাকে না
প্রতিনিয়ত মানুষের মানবিক হবার দৃশ্য দেখে দেখে সে অভ্যস্ত হয়ে ওঠে
ধর্মের ঊর্ধ্বে, জাতি ও বর্ণের ঊর্ধ্বে ওঠে সে কেবলি মানুষ হতে থাকে

কোথাও কোথাও মানবিক কিংবা মানুষ হবার কোনো সুযোগই থাকে না ।

জহিরালি ভেবেছিল
………..

জহিরালী ভেবেছিল স্বাধীনতা এলে
সবুজ বৃক্ষ থেকে নিঃসৃত অক্সিজেনে প্রাণভরে শ্বাস নেবে
সম্পদের সুষম বন্টন হবে
আর কোনো ৩০ পরিবার হবে না
জহিরালী ভেবেছিল রাষ্ট্র সুরক্ষা দেবে তাকে
বিচারালয়গুলো মুখিয়ে থাকবে ন্যায়বিচারের জন্য
জানালা খুলে দরজা খুলে ঘুমুবে রাতে
আহা সরল জহিরালী, ভেবেছিল এখন তো আর কোনো বিদেশী নয়
আমরা আমরাই তো !
আমরা আর শোষিত হবো না, কোনো শোষক থাকবে না
আমরা গণতন্ত্র পাবো
আমরা ভালবাসব , প্রেম করবো
বসন্তের বাতাস গায়ে লাগিয়ে ফুরফুরে ঘুরে বেড়াব
আমাদের কেউ আমাদের বুকে গুলি চালাবে না
এফোঁড়-ওফোঁড় করে দেবে না বুক
আমাদের রাস্তায় নামবে না ‘ দানবের মতো চিৎকার করতে
করতে কোন জলপাই রঙ ট্যাঙ্ক ‘
জহিরালী ভেবেছিল, সরল জহিরালী ভেবেছিল ।

গাছেদের কাছে যাওয়াই ভালো
………..


বলাইয়ের কথা মনে পড়ে?
রবীন্দ্রনাথের সেই বলাই
যে গাছেদের সাথে কথা বলতো।
আসলে গাছেদের মতো নিবিষ্ট শ্রোতা আর হয় না
সে শুধু শুনে যায়, বলে না, তর্ক করে না
তেরিয়া হয়ে আক্রমণ করতে আসে না
কেন জানি মনে হয় এ সময়ে মানুষ নয়
গাছেদের কাছে যাওয়াই ভালো ।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ