spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতামানুষের মূল্য : পলিয়ার ওয়াহিদ

মানুষের মূল্য : পলিয়ার ওয়াহিদ

আপনি কি জানেন
মানুষের মূল্য কীভাবে নির্ধারিত হয়?
একটি মানুষের বাজার দর কত?
একজন শিক্ষার্থীর মূল্য?
আপনি কি জানেন
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মূল্য কত?
কিংবা একটি মাফিয়া অবৈধ সরকারের সামনে
বুক পেতে গুলি নেওয়া বীরের মূল্য?
আমার শহীদ ভাইদের মূল্য?
শত শত শহীদের রক্তের ওজন কত?

আপনারা মানুষের মূল্য জানেন না?
না

দেশপ্রেমিক শহীদের মূল্য জানেন?
না

নিশ্চয়ই একজন রাষ্ট্রদ্রোহীর মূল্য জানেন?
না

আপনি মেট্রোরেলের মূল্য জানেন?
জানি

জানেন আগুনে পোড়ানো বাসের মূল্য কত?
জানি
বাহ রাক্ষসী বাহ

বাহ রাক্ষসী বাহ
আপনি সব কিছুর মূল্য জানেন
শুধু মানুষের মূল্য জানেন না!

আপনি দেশপ্রেমের মূল্য জানেন?
জানি।
জানেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মূল্য?
না
বাহ ডাইনি বাহ

বাহ ডাইনি বাহ
আপনি মানুষের মূল্য জানেন না
আপনি শহীদের মূল্য জানেন না
আপনি তো মানুষ না
অমানুষ হবারও যোগ্যতা হারিয়েছেন আপনি
কারণ ‘অমানুষ’ লিখতে গেলে ‘মানুষ’ লিখতে হয়!
আপনি নরপিশাচ।

শিশুরা আপনাকে ভালোবাসে না
ছাত্ররা আপনাকে সম্মান করে না
শিক্ষার্থীরা আপনাকে শ্রদ্ধা করে না
আপনি খুনি
আপনি হত্যাকারী
আপনি শহীদদের লাশের সঙ্গে বেইমানি করা মাদার ফাকার
আপনাকে আমরা চাই না
সত্যিই মানুষ আর আপনাকে চায় না।

আপনাকে চায় কুকুর বেড়াল
আপনাকে চায় গাধার দল
আপনাকে চায় ভেড়ার পাল
আপনাকে চায় চোর ডাকাত
আপনাকে চায় সুবিধাবাদী দালাল
মানুষ আর আপনাকে চায় না।

আপনি আমড়া কাঠের মতো দাম্ভিক
পোড়া ইটের মতো মূর্খ
বুঝতে পারেন না যে
আপনাকে মানুষ চায় না
শিশুরা আর ভালোবাসে না।

আপনি কার পক্ষে?
কার পক্ষে আপনি?
মানুষ আপনার বিপক্ষে চলে গেছে
সময় আপনার বিপক্ষে
কারণ আপনি মানুষের পক্ষে নন
আপনি নরপশু

আমরাই দেশ চালাতে চাই
আমরা প্রধানমন্ত্রী হতে চাই না
আমরা দায়িত্ব নিতে চাই
আমরা প্রভু হতে চাই না
আমরা সেবক হতে চাই
আমরা মুনাফাখোর ব্যবসায়ী চাই না
আমরা পরামর্শদাতা চাই
আমরা রাষ্ট্রপতি আচার্য চাই না
আমরা অভিভাবক চাই
আমরা সাংবাদিক চাই না
আমরা সত্য জানতে চাই
আমরা আর পুলিশ চাই না
আমরা নিরাপত্তা চাই
আমরা আর সেনাবাহিনী চাই না
আমরা মানুষের পক্ষে কেবল মানুষ চাই
আমরা রক্তপিপাসু ডাইনি চাই না
আমরা নরপশু রাক্ষসী চাই না।

আমরা প্রত্যেকটা মুখ মনে রাখতে চাই
আমরা তোমাদের ভুলব না ভাই।

মনে পড়ে শহীদ সাঈদের কথা
বুকজুড়ে যার লেখা ছিল হিমালয়
এ কোন প্রজন্ম যারা সাহসে সাহসে
গড়েছে লাশের পাহাড়?
রক্তে ধোঁয়া হলো সত্যের জয়
কুর্নিশ কমরেড; শহীদ তোমাদের লাল সেলাম।

এ কেমন শোকার্ত বিষাদময় জুলাই
পৃথিবী বিচ্ছিন্ন নারকীয় সপ্তাহ
শ্রাবণের জোছনায় ভেসে যাচ্ছে রাত
অথচ আজ এমন অন্ধকার;
আলোর কবিতা লিখতে পারি না

অথচ রক্তের কালিতে
আমি একটি কবিতা লিখব অন্ধকারের
আমি কবিতা লিখব শহীদ ভাইদের স্মরণে
এমন একটি কবিতা লিখতে চাই
যেন সবাই মনে রাখে শহীদের মুখ
আমরা তাদের মনে রাখতে চাই।

আরও পড়তে পারেন

2 COMMENTS

  1. শব্দে শব্দে হোক প্রতিরোধ
    নিতে হবে প্রতি ফটা রক্তের প্রতিশোধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

সাদ আব্দুল ওয়ালী on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
নয়ন আহমেদ on ৩টি কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
রাবেয়া আখুঞ্জী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা
সাদ আব্দুল ওয়ালী on লজ্জাবতী ও অন্যান্য কবিতা