spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাতিনটি কবিতা : নয়ন আহমেদ

তিনটি কবিতা : নয়ন আহমেদ

রাক্ষস ও পাখিসম্প্রদায়
…………

একদা এক রাজ্যে রাক্ষস নেমে এলো।
হাউ- মাউ -খাউ ধ্বনিশাস্ত্র মুদ্রিত হলো।

মানুষের আবেগ মারা গেলো ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

আহা ! আহা!

জনাব রাক্ষস, খেতজুড়ে লাগালেন দুঃখের চারা।
সেই গাছ বড়ো হলো;
ছায়া বিস্তৃত হলো।

শামিয়ানার মতো বিষাদ দীর্ঘ হলো একদিন।

এইকরে রাজ্যে বহু বছর বেদনার চাষবাস হলো।
মরে গেল সভ্যতা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

আহা! আহা!

একদা হঠাৎ, রাজ্যে রূপকথার মতো একঝাঁক পাখি নেমে এলো।
পায়ে স্বর্ণের মল।
গায়ে দুধের মতোন শুভ্র জামা।
তাদের প্রত্যেকের ঠোঁটে একটাকরে চকচকে পাথরের কণা।

ঘন বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেন পাখিরা।

নিহত হলো রাক্ষস। পুড়ে ছাই হলো।

ধানের মতোন প্রেম ও আবেগ ফিরে পেলো মানুষেরা।

৩১ জুলাই ২০২৪

………..
ভোর হয়েছে
…………

ভোর হয়েছে। পাখিরা কিচিরমিচির করছে।
ঝিরঝিরে বাতাস বইছে। গাছের সবুজ পাতা দুলছে
— হইচই করা শিশুর মতোন। বাতাস বড়োই
সুগন্ধবহ, নানান জাতের ফুলের ঘ্রাণে চারপাশ
আমোদিত।
অলিকুল ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে।
এখন আর ঘুমিও না।
চোখ মেলে তাকাও। আলসেমি করো না।
কতো রাফি, তন্বী কিংবা আদনানের
হৃৎপিণ্ডের উত্তাপে নিষিক্ত হয়েছে মাটি!
একটু পরই সাইদের বুকের মতোন সূর্য
উঠবে।
রোদ পোহাবে?
ত্বরা করে ওঠো।

১ আগস্ট ২০২৪

……….
আমরা
( বৈষম্য-বিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে)
……….

অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা।
কারা শিমুল ফুলের মতো দাবি নিয়ে আজ কাঁপায় রাজপথ।
আর প্রতিটি ভোরের রূপকল্পে হেসে ওঠে অগনিত আগামিকাল—
যার পাতায় পাতায় শিহরণ জাগায় বাতাস; — বলে, আমরাই মহাকাল‌।
আমরাই সূর্যসেন।
আমরাই প্রীতিলতা।
আমরাই তিতুমীর।
—এই কথা জানে মহামান্য বঙ্গোপসাগর। জানে তার উত্তাল ঢেউ।
এই কথা জানে সধবা গর্জন। জানে বাংলাভাষার পঞ্চাশ বর্ণমালা।
১৯৫২ জানে; জানে বিক্ষুব্ধ ৬৯

আমাদের পরিচয় জানে ১৯৭১;
স্বাধীন পতাকা।

আবু সাঈদের রক্তের শপথ, আমরাই সেই সূর্য, যারা কখনও অস্ত যায় না।
শপথ, গোলাপের মতো আদনান ও সাব্বিরের—
আমাদের অস্তিত্ব নষ্ট হয় না কোনও দিন।
শপথ, ওয়াসিমের সবুজ আত্ম — আমরা হারি না কোনও কালে।
শপথ, তন্বীর অবিনশ্বর হৃদয়—
আমরাই রাতের অন্ধকার ছিঁড়ে আলো বের করি।
শপথ, ঝরে যাওয়া বৃক্ষের অগনন পাতা—
আমরাই রৌদ্র – জ্যোৎস্নার কলস্বর।

অগ্নিগর্ভা দেশ জানুক— আমরা কে!
তমসা বিদীর্ণ করা আলো বলুক— আমাদের পরিচয়।

১৮ জুলাই ২০২৪

আরও পড়তে পারেন

1 COMMENT

  1. বাংলারিভিউর সম্পাদক কবি সাজ্জাদ বিপ্লবকে আন্তরিক ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ