………..
শ্রদ্ধা সম্মান
কামরুজ্জামান
………….
নতুন একটা সকাল আনবো বলে চলে আসি
মিছিলে মিছিলে তারুণ্যে উজ্জ্বল সৌর দ্বীপ্তিময়
শহীদ মিনারে, প্রতীকে আবু সাঈদের লাল রক্ত
কথা কয় লক্ষ কোটি কণ্ঠে কণ্ঠে ঝরায় আগুন…
পানি পানি কার লাগে ভাই পানি বলে মৃত্যু জয়ে
স্তব্ধ করে দিয়ে বোধ মুগ্ধ হয়ে গ্যাছে মুক্তির সাহস
আমাদের ঘরে ঘরে যুগ যুগান্তরে বীর গাঁথা
এত রক্ত এত প্রাণ দেশ ভালোবেসে যারা করে দান
স্বাধীন স্বদেশে সূর্য প্রভাতে শহীদ স্মরণে শ্রদ্ধা সম্মান।
১৮ আগস্ট ২০২৪
হাতির ঝিল রামপুরা ঢাকা।
………….
জবাব দিতে হবে তাকেও
শাদমান শাহিদ
………….
জবাব তো দিতে হয় তারও
যাকে কেন্দ্র করে এতকাণ্ড
যে হয়েছে বাজারপণ্য
অসম্ভবের দাঁত নখ
থাবার আঙুল
এমন রক্তস্রোত দেখার পরও
মালিকা হামিরাই যার আশ্রয়
এ-ফোর সাইজের একটা কাগজকে মনে করে অস্তিত্ব
অপেক্ষা করে আর ভাবে__
“কোনোরকম কেটে যাক হুজুগ
তারপরেই চিচিং ফাঁক”
হাসে দাঁত কেলিয়ে
তাকে ছেড়ে দিলে অনন্তকাল ছটফট করবে প্রিয় পুত্রদের আত্মা
টেনে নিতে হবে হিসাবের কাঠগড়ায়
জানতে হবে কী করেছিল
কী ছিঁড়েছিল কোথায়
(আমরা তো ওটাকে নাটকই মনে করি)
আর তার বদলায় কতটা নিয়েছে
কদ্দূর ভরেছে জমার থলি।
………..
সাদা গোলাপে রক্তের দাগ
ইমরান মাহফুজ
…………
কোথাও কেউ ভালো নেই–
মাছের সভায় মাছির হামলা।
সাদা গোলাপে রক্তের দাগ
নদীর স্রোতে হাহাকার, টিগারে নারী অন্ধকার
বিভক্ত পাখিদের অনুভূতি– নির্মম জুলাইয়ে অনুভোতা।
হে অন্ধ বিচারক,
আপনি কি মুখোমুখি হন আয়নার
স্বপ্ন সন্তানের চোখে ভাসে মুগ্ধ সাঈদ?
খরতাপে ঘর, তৃষ্ণার্ত মন– কাছাকাছি ফুল
কীভাবে বউ নেন ঘাতকের শিশ্ন বুলেট?
রাজ ঘাতকের মৃত্যু মৃত্যু খেলায়
জীবন ভুলে গেছে বেঁচে থাকার পাসওয়ার্ড
কপালপোড়া মা শুয়ে থাকেন ক্ষমাহীন কেদারায়।
অভিমানী বাবা নির্বাসনে, পাথর বুকে দাঁড়িয়ে ঘুমায়!
খুনির দেশে ঘুমেও ভয়। মানুষ মরে গেলে
লাশের ইতিহাসে আগুন কথা বলার থাকে–
(আন্দোলনকারী শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা খারিজ করেছেন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এস এম মাসুদ হোসাইন, ৪ আগস্ট ২০২৪)