spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাজল-সন্ত্রাস ও অন্যান্য কবিতা

লিখেছেন : জাকির আবু জাফর, নয়ন আহমেদ, তাজ ইসলাম

জল-সন্ত্রাস ও অন্যান্য কবিতা


………………
জল-সন্ত্রাস
জাকির আবু জাফর
………………

দেখেই চিনেছি পানি নও, তুমি জল
তোড়জোড়ে প্রতিশোধের ভয়ংকর উন্মাদনা
ডম্বুর গেট উদম করে নৃত্য করছো আমাদের সাধাসিধে সরল জনপদে
কি চাও অহিংস নেতার বিদ্বেষি ঢেউ!

আমাদের বৃক্ষরাজি শেকড়ে দাঁড়াক–
কখনো চাওনি তুমি
আমাদের রৌদ্রছায়ায় থাকুক ঐতিহ্যের ঘ্রাণ–
চাওনি এটিও
জাতি হোক আত্মবোধে উজ্জীবিত
হোক স্বাধীনতায় সমুন্নত শির–
তুমি চাওনি কোনোদিন

ইতিহাসের কথা কি আর বলবো–
সত্যের মুখোমুখি দাঁড়াতেই তোমার যত ভয়
অথচ সত্য ছাড়া আর কিছুই গ্রহণের অঙ্গীকার নেই আমাদের
তাই জলেও জ্বলছে দেখো ক্ষোভের আগুন!

তুমি তো জল-সন্ত্রাস
আমাদের গ্রামগুলোর নিশ্বাস ডুবিয়ে রেখেছো
আমাদের সাধারণের দৈনন্দিন জীবন বন্দী করেছো
তলিয়েছো আমাদের ফসলি সবুজ

দেখোনি আমাদের গ্রামগুলো কী ভদ্র নিরীহ!
এ নিরীহ বুকের ভেতর কেমন দ্রোহের আগুন
ঝাঁ দাউদাউ দুরন্ত দহন, এখনো বোঝোনি বুঝি!
এইতো মাত্র কদিন– রাজপথে জ্বলজ্বলন্ত হলো মহাকাব্যিক অভ্যুত্থান বারুদ
বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে উড়ে এলো আমাদের বিপ্লবের পাখিরা
কীভাবে ঝাঁকে ঝাঁকে রাজপথ কাঁপিয়ে এলো বিস্ময় আবাবিল
একবার জ্বলে উঠলেই রক্তলিপ্সু ডাইনিকেও খোঁপা ছেড়ে পালাতে হয়
লাগেজ ভর্তি করে নিতে হয়– জিঘাংসা নৃশংসতা অবিচার ও অন্যায়ের বাকল

শয়তানের শিং আর আমাদের বিবেচ্য নয়
আজাজিলের পাছায় থাপ্পড় মারার
কওয়ত ও কৌশল বীরত্ব দিয়েছে আমাদের!
আমাদের তারুণ্য এখন পৃথিবীর নতুন মিছিল,
জগতের তাবত স্বৈরাচারীর কানে স্লোগান– বাংলাদেশ, বাংলাদেশ!
এক ভয়াবহ দুঃস্বপ্নে কাতর এখন উপমহাদেশ
এই বুঝি মসনদে আঁকা হবে তারুণ্যের তুফান

আমাদের নিরীহ জনপদের ঠাঁইটুকু ডুবতেই পারে
কিন্তু ন্যায় ও স্বাধীনতার পক্ষে তাক করা আমাদের হৃদয় ডুববে না কোনোদিন !

………………
নয়ন আহমেদ
ভারত, তোমাকে
……………….

তুমি এবার বিদায় হও
আমার শিল্পকলা থেকে —
ছলাকলার ছল থেকে
আর্তনাদ আর ব্যথা থেকে
আমার এই রাস্তা থেকে
দুয়ার থেকে
এই বাড়িটার দরজাঘেরা বাতাস থেকে
নকশাকরা আকাশ থেকে
এবার বিদায় হও—
তুমি এবার বিদায় হও।

আমার ভাবনা আমি ভাবি
বেলনা বেলি
দিন বা রাতে;
পান্তাভাতে ঘি—
তোমার তাতে কী!
তুমি এবার বিদায় হও।
তুমি এবার বিদায় হও।

নাক গলানো বন্ধ করো;
নিজের নাকটা সামলে ধরো—
বোনকে নিয়ে
সবুজ সবুজ;
আমার বাড়ির হৃদয়ভরা
চোখের দিকে আর চেয়ো না!
এবার বিদায় হও।
তুমি এবার বিদায় হও।

তুমি এবার বিদায় হও
আমার দুঃখের আংটা থেকে —
কষ্টগুলোর কষ থেকে
শোক আর সুখের শেকড় থেকে
রঙধনুকের কৌটো থেকে
ব্যথিত এই ব্যাপ্তি থেকে
ধুলোয়ভরা স্বস্তি থেকে
দোয়েল দোয়েল শান্তি থেকে;
তুমি এবার বিদায় হও —
তুমি এবার বিদায় হও।

ভারতঘেঁষা রাশিরাশি হেই চেতনা,
এবার বিদায় হও —
তুমি এবার বিদায় হও।

২৬ আগস্ট ২০২৪

…………………
নিখোঁজ কাকের অকবিতা
তাজ ইসলাম
…………………

প্রতিদিন ভোরে টিভি চ্যানেল থেকে বের হত একটি কাক

চৌচালা ঘরের টুইয়ে বসে
অবিরাম ডাকত কা কা কা

সোশ্যাল মিডিয়ায়,অনলাইন প্লাটফর্মে, নিউজ পোর্টালের ডালপালা থেকে
পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেত একটি কাক।

কাপড় শুকানোর দড়িতে বসে সে কাক
অবিরাম ডেকে যেত কা কা কা।

দুপুরের ভাতঘুম ভাঙার বিরক্তি নিয়েই বলে উঠতেন তিনি ” মরার কাউয়া শুধু কা কা, কা কা করে।

দৈনিকের পাতার হেডলাইন থেকে উড়ে এসে একটি কাক
টেবিলের কাছে বসে ডাকত কা কা কা।

মাঝরাতে অনলাইনে বুদ হয়ে থাকা যুবক
তার ঘুম গিলে খাওয়া মোবাইল থেকে হুট করে বেরিয়ে একটি কাক
ডেকে যেত স্বভাব সুলভ স্বরে বেসুরো গলায় কা কা কা
সে কাকটি এখন নিখোঁজ
কেউ জানে না কোথায় আছে কাকটি

বিমর্ষ পথিকের মতো
ইলেক্ট্রিসিটির খাড়া খাম্বাটা
কাকটিকে খুব মিস করে।
কাকটি তার চারপাশেও তারস্বরে চিৎকার করত কা কা কা।
তখন বিরক্ত হলেও এখন খুব মিস করে।

কাকটিকে ধরে, খাঁচায় ভরে
গলির মুখে রেখে দিলে সেই খাঁচা
হাঁটতে হাঁটতে পথিকের শোনা হত
কাকটি ডাকছে কা কা কা কা ।

আরও পড়তে পারেন

4 COMMENTS

  1. এ অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  2. আয়োজনটি ভালো লেগেছে খুব। ধন্যবাদ জানাই প্রিয় কবি সাজ্জাদ বিপ্লব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

কাজী জহিরুল ইসলাম on ‘প্রথম আলো’র বিকল্প
পথিক মোস্তফা on মানবিক কবি ফররুখ আহমদ
মোহাম্মদ জসিম উদ্দিন on ক্রান্তিকাল
এ্যাডঃমনিরুল ইসলাম মনু on গুচ্ছ কবিতা : বেনজীন খান
পথিক মোস্তফা on সাক্ষাৎকার : নয়ন আহমেদ
সৈয়দ আহমদ শামীম on বাংলা বসন্ত : তাজ ইসলাম
Jhuma chatterjee ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি on গোলাপ গোলাপ
তাজ ইসলাম on রক্তাক্ত স্বদেশ
আবু বকর সিদ্দিক on আত্মজীবনীর চেয়ে বেশি কিছু
ঝুমা চট্টোপাধ্যায়। নিউ দিল্লি। on জন্মদিনের কবিতা : সাজ্জাদ বিপ্লব
দিশারী মুখোপাধ্যায় on গুচ্ছ কবিতা : গোলাম রসুল
দিশারী মুখোপাধ্যায় on নির্বাচিত ১০ কবিতা : কামরুজ্জামান
তাজ ইসলাম on Menifesto of the Inevitable Revolution
কাজী জহিরুল ইসলাম on দীর্ঘ কবিতা : তাজ ইসলাম
দীপশিখা পোদ্দার on গুচ্ছ কবিতা : কাজল সেন
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on গুচ্ছ কবিতা : তাজ ইসলাম
নয়ন আহমেদ on রবীন্দ্রনাথ
নয়ন আহমেদ on কিবরিয়া স্যার
বায়েজিদ চাষা on গুচ্ছ কবিতা : অরুণ পাঠক
আবু আফজাল সালেহ on দীর্ঘ কবিতা : অভিবাসীর গান
কাজী জহিরুল ইসলাম on রবীন্দ্রনাথ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on গুচ্ছ কবিতা : হাফিজ রশিদ খান
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on অক্ষয় কীর্তি
নয়ন আহমেদ on আমার সময়
মোঃবজলুর রহমান বিশ্বাস on গুচ্ছ কবিতা : দিলরুবা নীলা
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
তৈমুর খান on অক্ষয় কীর্তি
কাজী জহিরুল ইসলাম on অক্ষয় কীর্তি
Quazi Islam on শুরুর কথা
আবু হেনা আবদুল আউয়াল, কবি ও লেখক। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
ড. মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। on আমিনুল ইসলামের কবিতায় বৈশ্বিক ভাবনা
নয়ন আহমেদ on ঈদের কবিতা
নয়ন আহমেদ on ফেলে আসা ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদের কবিতা
পথিক মোস্তফা on ঈদের কবিতা
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
পথিক মোস্তফা on ঈদ স্মৃতি
Sarida khatun on ঈদ স্মৃতি
নয়ন আহমেদ on ঈদ স্মৃতি
আবু সাঈদ ওবায়দুল্লাহ on দীর্ঘ কবিতা : আবু সাঈদ ওবায়দুল্লাহ
পথিক মোস্তফা on শৈশবের ঈদ : একটি স্মৃতি
পথিক মোস্তফা on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on স্মৃতির ঈদ
নয়ন আহমেদ on আমার ঈদ
নয়ন আহমেদ on ঈদের আনন্দ
শাদমান শাহিদ on শৈশবের ঈদ উৎসব
নয়ন আহমেদ on শৈশবের ঈদ উৎসব
আবু সাঈদ ওবায়দুল্লাহ on সাম্প্রতিক কবিতা : নয়ন আহমেদ
মুস্তফা জুয়েল on আমি আর আমার গাযালি
কাজী জহিরুল ইসলাম on গুচ্ছ কবিতা : মুর্শিদ-উল-আলম
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on অপদার্থবিদ্যা
সৈয়দ সাইফুল্লাহ শিহাব on দেশপ্রেমের ১০ কবিতা : সাজ্জাদ বিপ্লব
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
কাজী জহিরুল ইসলাম on বিশ্ববিচরণশীল কবিমানুষ
আবু সাঈদ ওবায়দুল্লাহ on নির্বাচিত ২৫ কবিতা : সাজ্জাদ বিপ্লব
মোহাম্মদ মাহিনুর আলম (মাহিন আলম) on প্রিয়াংকা
প্রত্যয় হামিদ on শাহীন খন্দকার এর কবিতা
মহিবুর রহিম on প্রেম ও প্যারিস
খসরু পারভেজ on কাব্যজীবনকথা
মোঃ শামসুল হক (এস,এইচ,নীর) on সুমন সৈকত এর কবিতা
এম. আবু বকর সিদ্দিক on রেদওয়ানুল হক এর কবিতা