spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ : কাজী জহিরুল ইসলাম

কবিতাগুচ্ছ : কাজী জহিরুল ইসলাম

একটা জীবন
…………..

একটা জীবন কাটিয়ে দিলাম,
কষ্টে-সৃষ্টে,
কখনো বা ভালো, একটু মন্দে
কখনো সরল, সহজ-সাপ্টা,
মুহূর্তে দ্বিধা, হোচট খাওয়া একটু দ্বন্দ্বে,

আবার হঠাৎ হাঁটছি দুজন ভীষণ ছন্দে,
উচ্ছাসে আর ভর-আনন্দে।

একটা জীবন কেটেই তো গেলো, বুঝতে বুঝতে…
অবুঝ সুখের নীল উচ্ছাসে
কাটছে জীবন কায়ক্লেশে খুব
মধ্যবিত্ত ভাব-আবেগের ইকোনমি ক্লাসে।

কাটছে জীবন এই আমাদের, খুব শাদা-কালো?
বুঝতে বুঝতে অর্ধশতক আজ উৎড়ালো,

বিদেশ-বিভুঁই, দেশ-মহাদেশ দিচ্ছি তো পাড়ি
এই সন্নাস, হঠাৎ আবার কী দারুণ এক, গৃহী-সংসারী,

স্বপ্নেরা এসে ছড়িয়েছে রঙ, শাদা-কালো দিনে
বেঁধেছি জীবন মৃত্যু-ঝুঁকির নীল আস্তিনে,
বদল করেছি ব্যস্ত সড়কে চলমান গাড়ি,
হড়কে পড়িনি, নতুন গাড়িতে প্রবেশ করেছি খুব তাড়াতাড়ি
না জেনে ঠিকানা গন্তব্যের,
দৃঢ় বিশ্বাস ছিল অন্ধের।

ঠকিনি কখনো, হয়ত জীবন হয়নি ততোটা তাতানো রঙিন
ভালোই কেটেছে একটা জীবন, শাদা-কালো দিন।

একটা জীবন কাটিয়ে দিলাম পাশাপাশি থেকে,
তবুও ভীষণ, তবুও ভীষণ থেকে গেছি একা,
সামনে এখন আর কিছু নেই, পেছনে তাকিয়ে
দেখি শুধু এক কুয়াশায় ঢাকা সর্পিল রেখা।

ওয়েস্টন, ফ্লোরিডা। ২ সেপ্টেম্বর ২০২৪

……………..
সাঁজোয়া থেকে গড়িয়ে পড়া
শহীদ ইয়ামিনের দেহ
……………..

ঝাঁঝাঁলো দুপুরে পুলিশের নীল
সাঁজোয়া যানের ছাদ থেকে গড়িয়ে পড়লো ইয়ামিন;
লাল জুলাইয়ের তরুণ বিপ্লবী
একটি প্রকাণ্ড হিমবাহের মতো ভেঙে পড়ে উষ্ণ সমতলে।

মুহূর্তেই ওর দেহ থেকে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে
রক্তাক্ত নতুন এক জুলাইয়ে,
যা ক্রমশ প্রলম্বিত হতে হতে গড়ায় ছত্রিশ তারিখ অবধি।

খয়েরি স্যুয়েটারের নিচে
ইয়ামিনের পরনেও ছিল নীল রঙের একটি জিন্স,
সেই নীল রচনা করেনি স্নিগ্ধ এক বর্ষার আকাশ
শিল্প-নগরীর দীর্ঘ রাজপথ জুড়ে;

ওর নীল জিন্স চোখের পলকে দ্রোহের ঝলকে
হয়ে ওঠে ক্ষেপা এক মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ,
বেপথু খড়কুটোর মতো তুচ্ছ করে তোলে,
সহসা ভাসিয়ে নেয় ঘাতকের নীল এপিসিগুলো…

তখনও স্পন্দন ছিল,
আব্বার শুভ্র পাঞ্জাবীর মতো স্নিগ্ধ এক স্বদেশের স্বপ্ন
কেঁপে কেঁপে উঠছিল ওর গ্রীবার বাঁ দিকে;

ঘাতকেরা এই স্পন্দনতরঙ্গে এতোটাই ভীত হয়ে পড়ে যে
ইয়ামিনের দেহকে
সম্পূর্ণ নিথর করে দেবার উল্লাসে মেতে ওঠে পুনরায়,
বিপ্লবের আগুন দৃষ্টির আড়াল করার জন্যে
ওরা এক উদ্দীপ্ত তরুণ সৈনিকের মুমূর্ষু দেহকে সাভারের রাস্তায় টেনে-হিঁচড়ে
ছুঁড়ে ফেলে দেয় কংক্রিট-ডিভাইডারের অন্য পাশে।

বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত ছাত্রাবাসগুলো
বন্ধ করে দেয় স্বৈরাচারের দোসর নপুংসক কর্তৃপক্ষ;

নিরাপদে বাড়ি ফিরেও স্বস্তি নেই তরুণ ইয়ামিনের,
বন্ধুরা ফিরতে পেরেছে তো?

অস্থির ইয়ামিন,
বাবা ওকে ফেরাতে পারে না, বন্ধুদের বাঁচাতে হবে,
এক্ষুনি বেরিয়ে পড়তে হবে,
ডাকতে হবে অন্য বন্ধুদেরও,
ভেঙে দিতে হবে স্বৈরাচারের তখতে-তাউস;

শত বিপ্লবীর দুঃসাহসী মায়েদের একজন ইয়ামিনের সামনে এসে দাঁড়ান,
কৈশোরোত্তীর্ণ পুত্রের বুকে দোয়া ইউনূস পড়ে নির্ভরতার ফুঁ দিয়ে বলেন,
যাও সোনা, বাংলাদেশ আজ তোমার প্রতীক্ষায়, তুমি যাও…

মমতার বুক থেকে ছিটকে বেরিয়ে আসে মধ্যবিত্তের স্বপ্ন
আন্দোলনের উত্তপ্ত রাজপথে,
দেশ মাতৃকার সুবৃহৎ কোল উজ্জ্বল করে জ্বলে ওঠে ওরা;

ঘাতকের গুলি বোঝে না স্বদেশ,
বোঝে না মায়ের মমতা, পিতার অশ্রুসিক্ত শব্দাবলী,

শুধু রক্ত বোঝে, বোঝে লাশ আর অবৈধ ক্ষমতা।

হাসিনার রক্তলোলুপ ঘাতক বুলেট ঝাঁঝরা করে দেয়
এক সম্ভাব্য প্রকৌশলীর দেহ;

ভেঙে পড়া,
নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্র মেরামতের প্রতিশ্রুতি বুকে নিয়ে
ভর্তি হয়েছিল যে তরুণ এমআইএসটির উজ্জ্বল ক্যাম্পাসে,
চকিতে লুটিয়ে পড়ে সে রক্তাক্ত জুলাইয়ের সমস্ত অবয়ব জুড়ে;
চতুর্দিক প্রকম্পিত করে তখন সহস্র কন্ঠে উচ্চারিত হয়
এক গগনবিদারী স্লোগান…

“বুকের ভেতর দারুণ ঝড়
বুক পেতেছি গুলি কর।”

ডেল্টা এয়ারলাইন্স। নিউইয়র্ক – ডালাস আকাশপথ।

১৯ আগস্ট ২০২৪

…………….
রক্ত-জুলাই
…………….

রাজপথ জুড়ে ছড়ানো গ্রাফিতি
ঐক্যে মোড়ানো কী-যে সম্প্রীতি
শহীদ হয়েছে কত বোন, ভাই
লিখেছে সে-কথা রক্ত-জুলাই।

শ্রমে, ঘামে আর সৃজনানন্দে
ক্লান্তি বিহীন হর্ষ-ছন্দে
স্বদেশ গড়ার মহা-উৎসব
গণমানুষের এই বিপ্লব।
হাতে হাতে ঝাড়ু, কাস্তে-কোদাল
সাফ করি পাপ, মোহ জঞ্জাল
পথে পথে লেগে আছে যত কালি
স্বৈরাচারের ধুলো, কাদা, বালি
ধুয়ে মুছে সব ঝকঝকে সাফ,
বিকশিত আজ আলো-ইনসাফ।
সকলে ব্যাকুল হাত খুলে দিতে
এ-প্রিয় স্বদেশ প্রাণের মাটিতে।

হাতে হাতে কাজ কণ্ঠে স্লোগান
নতুন ফসলে ভরা উদ্যান;
নির্ঘুম রাত, জেগে আছে পাড়া
সোনার ফসল দিচ্ছে পাহারা
ছেলে-বুড়ো সব, ছাত্র-জনতা।
অন্ধকারের নিস্তব্ধতা
খান খান করে ভেঙে দিয়ে আজ
গণমানুষের কুচকাওয়াজ
দারুণ বাজছে তীব্র মুখর
কাঁপিয়ে রাতের ত্রস্ত প্রহর।

কত রাত পরে এলো এই ভোর
নৈতিকতার আলো-উন্মেষ
এখনো দুচোখে স্বপ্নের ঘোর
সত্যি কি জেগেছে বাংলাদেশ?

হলিসউড, নিউইয়র্ক। ১৪ আগস্ট ২০২৪

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ