spot_imgspot_imgspot_imgspot_img
প্রচ্ছদকবিতাকবিতাগুচ্ছ : খসরু পারভেজ

কবিতাগুচ্ছ : খসরু পারভেজ


………..
আমাকে হত‍্যার ভেতর
…………

আমাকে হত‍্যার ভেতর আমি যেন বেঁচে থাকি
প্রার্থনা করো প্রতিটি মৃত‍্যুর বুকে ফুলেরা ফুটুক
ভোরের চিবুক ছোঁয়া রৌদ্রে হেসে উঠুক উঠোন
এই মৃত‍্যু মৃত‍্যুঞ্জয়ী হোক, ঝরে যাক ঝরা পাতা
স্বার্থের বেলুন উড়বেই
পাশবিক চেতনায় জন্ম নেয়া পুরনো উত্থান
তোমার দুচোখে ঢেলে দেবে একদিন স্বচ্ছ আস্ফালন
কাকে তুমি প্রথম বলো, দ্বিতীয় বলো কাকে
খুব সহজেই কি ভুলে থাকা যায় স্বৈরস্বাদ
তুমি কি জানো না, পাশাপাশি বসে থাকে
প্রকাশ‍্য নিলাম আর বিশুদ্ধ বিপ্লব
বহু প্রতীক্ষিত থালা ভরে উঠবে হালুয়া রুটিতে
অদ্ভুত অপেক্ষা সব সারি সারি বসে আছে, দ‍্যাখো
সহস্র সাহসী নাম মুছে দেবার জন‍্য এখনো প্রস্তুত
দুর্দৈব‍্য ডাস্টার
ব্লাক বোর্ডে নয়, আমার নামটি রক্তে লিখে রেখো

আমাকে হত‍্যার ভেতর আমি যেন বেঁচে থাকি

৩ সেপ্টেম্বর ২০২৪

………….
ব্রেকিং নিউজে চোখ রাখো
…………..

কৃত্রিম কান্নায় ঝাপসা হয়ে আসে টিভি স্ক্রিন
লেলিয়ে দেওয়া লেসবিয়ানগুলো কোথায় এখন
কত যে মায়ের বুক খালি হলো
খতিয়ান লিখে রাখে বিষরঙ সময়ের খাতা
গোপন কবর – গোপন খবর বলে কিছু নেই

চেয়ার সিটিং খেলা শেষ হবে কবে
কখনো কখনো পরিপুষ্ট পা থাকতেও
তোমার পেছন পেছন চেয়ার দৌড়াতে পারে না
অথচ অন‍্যত্র সরে যেতে পারে

উচ্চস্বরে কাঁদবেন না কেউই
কান্নারও কারফিউ থাকে
একেকটা মৃত‍্যু মানে কাপরুষোচিত হাততালি

কতদূর দৌড়ে যাবে হে নির্লজ্জ
চোরাবালিতে আটকে যাবে দুপা
ব্রেকিং নিউজে চোখ রাখো…

২৬ জুন ২০২৪

…………….
শোক দিবসের কর্মসূচিতে
…………….

এ দুপুর দহনের
পুড়বে, পোড়াবে, স্বচক্ষে দেখবে না কেউ
তোমরা যাকে মালঞ্চ বলো
আমি তাকে জ্বলন্ত পাটাতন বলে ভাবি
ফুলগুলো সেই কবে ঝরে গেছে সূর্যের কাসকেট থেকে
তোমরা দেখনি
এখানে শুধু রক্তাক্ত লালা ঝরে
থেতলে দেয়া জিহ্বা থেকে অক্ষমতার লাক্ষারস
কথার সন্তানেরা কান্নারত
পিতার নামটি খুঁজে ফেরার জন‍্য
ওরা শোক দিবসের পতাকার নিচে মুখ লুকিয়েছে
দুপুর পার হয়ে সন্ধ‍্যা আসতেই
গুটিয়ে ফেলা পতাকার আড়াল থেকে ওরা ঢুকে পড়ে
কালো পতাকার ভাঁজে ভাঁজে
ওরা এতখানি ভয়ার্ত যে রাতপুলিশের হুইসেলকে
মনে করে মর্টার সেল, গুলির শব্দ
ওরা ভুলে যায় পিতার নাম
এ দুপুর দহনের, কলঙ্ক কহনের
দুঃসহ ভার বহনের…
দোহাই, শোক দিবসের কর্মসূচিতে আমার নাম লিখ না
একটিও স্বরচিত কবিতা নেই, যা তোমাদের অনুষ্ঠানে

নকল কান্নার ভান করে আমি পাঠ করতে পারি!

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য সমূহ

খান কাওসার on দীর্ঘ কবিতা : কসম
মেজু আহমেদ খান on দীর্ঘ কবিতা : কসম